কক্সবাজারের রামুর যুবদল নেতা মুবিনুর রহমান রুবেলকে (২৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঝির কাটার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নূরুল আলমের ছেলে এবং গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি।

মোহাম্মদ ফরিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে রুবেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি ও আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, একটি কার্তুজ, আটটি ধারালো দা, দুটি হাতুড়ি এবং দুটি লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মুবিনুর রহমান রুবেলের নেতৃত্বে একটি সঙ্গবদ্ধ সশস্ত্র গ্রুপ বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধ করে আসছে। সম্প্রতি  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রুবেলকে খুঁজতে শুরু করলে তিনি আত্মগোপনে চলে যান। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর রুবেলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর র ব লক

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার ২টি মামলার রায় হওয়া উচিত ছিল: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “দেশের বিচার ব্যবস্থা আরো শক্তিশালী ও দৃশ্যমান করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে ১৫০-২০০ মামলা হয়েছে, অথচ একটি মামলারও রায় হয়নি। অন্তত দুইটি মামলার রায় হওয়া উচিত ছিল।”

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত বিজয় র‌্যালি শেষে চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “বাংলাদেশে জুলুম-নির্যাতনের স্থান হবে না। খুনের বিচার করতে হবে।” 

আরো পড়ুন:

টাঙ্গাইলে বিএনপির ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

অর্থনীতিকে চাঁঙ্গা করতে দ্রুত নির্বাচন দরকার: আযম খান

তিনি বলেন, “এ দেশের জনগণ বীরের জাতি। তারা অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ করেছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে।”

এ্যানি বলেন, “আমরা ১৭ বছর রাজপথে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম। দেশে কোনো অনিয়ম-দুর্নীতি মেনে নেওয়া হবে না। তারেক রহমানের নেতৃত্বেই আমরা সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এজন্য এখন প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।”

র‌্যালিতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিুবুর রহমান হাসিব, সদর থানা বিএনরি আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ