বড় পর্দায় আবার এক শক্তিশালী চরিত্রে আসতে চলেছেন অভিনেত্রী কাজল। বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ ছবিতে নিজের সন্তানকে রক্ষা করতে তাঁকে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ ছবিকে ঘিরে কিছু কথা বলেছেন কাজল।
আরও পড়ুনসিনেমা রিভিউ: পারলেন না কাজল৩০ অক্টোবর ২০২৪ছবিতে কাজলকে এক কিশোরীর মায়ের ভূমিকায় দেখা যাবে। বাস্তব জীবনে দুই সন্তানের মা কাজল। মাতৃত্ব নিয়ে এক সাক্ষাৎকারে কাজল বলেছেন, ‘আমি মনে করি, মা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে এক অদ্ভুত শক্তি চলে আসে, আমরা তখন সারা দুনিয়ার সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হয়ে যাই। আর নিজের সন্তানকে যখন রক্ষা করার প্রশ্ন আসে, তখন নিজেদের মধ্যে এক ক্ষমতা চলে আসে। আপনি তখন যা কিছু করতে প্রস্তুত থাকেন।’
নারীদের সঙ্গে সব সময় ‘সুপারওম্যান’-এর তকমা জুড়ে দেওয়া হয়। এই ‘সুপারওম্যান’ ট্যাগ নারীদের জন্য কোথাও কি বোঝা? জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় এই ট্যাগ কোথাও আমরাই আমাদের সঙ্গে জুড়ে দিই। আমি কখনো শুনিনি যে অন্য কেউ আমাদের সুপারওম্যান বলছে। আমরা আমাদেরই সুপারওম্যান মনে করি। সবকিছু নিখুঁত করার চাপ আমরা নিজেরাই নিজেদের ওপর দিয়ে থাকি। আদতে এটা কখনো হয় না। আমরা সুপারওম্যান হলেও নিখুঁত কখনোই নই। রোজ নতুন নতুন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আমি কখনো ভালো মা, কখনো ভালো অভিনেত্রী, আবার কখনো ভালো মেয়ে বা ভালো বউ, এভাবে আমার ভূমিকা রোজ বদলাতে থাকে। এভাবেই আমি সুপারওম্যান হয়ে উঠি।’
কাজল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
ইউরোপ ছেড়ে এবার আমেরিকার মাঠে ঝলক দেখাতে প্রস্তুত সন
দীর্ঘ এক দশক টটেনহ্যাম হটস্পারে কাটিয়ে বিদায়ের ঘোষণা দিয়েছেন সন হিউং-মিন। দক্ষিণ কোরিয়ার এই সুপারস্টারের পরবর্তী গন্তব্য যে আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস)। সেই ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে ফুটবল মহলে।
সিউলে আয়োজিত এক আবেগঘন সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সী সন আনুষ্ঠানিকভাবে জানান, টটেনহ্যামের সঙ্গে তার পথচলার অবসান ঘটছে। পরদিনই নিউক্যাসলের বিপক্ষে মাঠে নেমে স্পার্সের জার্সিতে শেষ ম্যাচ খেলার ইঙ্গিত দেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার সময় সতীর্থ ও প্রতিপক্ষের গার্ড অব অনারে আবেগে ভেসে যান দর্শকরাও।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, সনের নতুন ঠিকানা হতে চলেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি। ২০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে সম্পন্ন হতে যাচ্ছে এই চুক্তি। এখন কেবল অপেক্ষা মেডিকেল পরীক্ষা ও আনুষ্ঠানিক ঘোষণা। আর এ চুক্তি চূড়ান্ত হলে প্রথমবারের মতো লিওনেল মেসির সঙ্গে একই লিগে খেলবেন সন। যদিও দুজন খেলবেন দুই কনফারেন্সে।
আরো পড়ুন:
নেইমারের জোড়া গোলে সান্তোসের জয়
টাইব্রেকারে শ্বাসরুদ্ধকর জয় তুলে ব্রাজিল চ্যাম্পিয়ন
২০১৫ সালে জার্মানির বায়ার লেভারকুসেন থেকে টটেনহ্যামে যোগ দেন সন। এরপর টানা ১০ বছরে ক্লাবটির হয়ে খেলেছেন ৪৫৪টি ম্যাচ, করেছেন ১৭৩টি গোল এবং নিজের ঝুলিতে তুলেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। চলতি বছরেই ক্লাব অধিনায়ক হিসেবে ইউরোপা লিগে ম্যানইউকে হারিয়ে টটেনহ্যামকে ১৭ বছরের ট্রফিশূন্যতা থেকে মুক্ত করেন।
সনের বিদায় মানে এক যুগের অবসান হলেও, নতুন এই অধ্যায় তাকে ভিন্ন এক চ্যালেঞ্জের মুখোমুখি করবে। লস অ্যাঞ্জেলেসের হয়ে মাঠ কাঁপাতে পারেন কিনা, সেটিই এখন দেখার অপেক্ষা। ফুটবলপ্রেমীদের চোখ এখন তাই মেজর লিগ সকারের দিকেই।
ঢাকা/আমিনুল