বাংলাদেশ: ১৭৭/৩ (লিড: ১৮৭)
প্রথম ইনিংস- বাংলাদেশ: ৪৯৫/১০ শ্রীলঙ্কা: ৪৮৫/১০
লিড বাড়ানোর আশায় গল টেস্টের পঞ্চম দিনের খেলায় মাঠে বাংলাদেশ। ১৮৭ রানের লিড নিয়ে মাঠে নেমেছেন দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত। শান্ত ৫৬ ও মুশফিক ২২ রানে দিন শুরু করেন। শান্তর ফিফটিতে দিনের ইতি, বাংলাদেশের লিড ১৮৭চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৭৭। লিড ১৮৭।
তখন মাত্র ১ ওভার বাকি। তারিন্দুকে চার মেরে ১০৬ বলে ফিফটির দেখা পান শান্ত। এক বল ডট দিয়ে আবারও চার মারেন। পরের ওভারে মাত্র ২ রান আসে। এরপরই চতুর্থ দিনের খেলার ইতি। শান্ত ৫৬ ও মুশফিক ২২ রানে অপরাজিত আছেন। দুজনের জুটি থেকে আসে ৪৯ রান। ৭৬ রান করেন সাদমান। এর আগে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা দ্বিতীয় সেশনের শুরুতে অলআউট হয় ৪৮৫ রানে। নাঈম একাই নেন ৫ উইকেট।
ঢাকা/রিয়াদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৩ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। লা লিগায় লেভান্তের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।
ফেডারেশন কাপকিংস-ফর্টিস
বেলা ২-৩০ মি., টি স্পোর্টস টিভি
মোহামেডান-পুলিশ
বেলা ২-৩০ মি., টি স্পোর্টস ডিজিটাল
পাকিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিলবাও-জিরোনা
রাত ১১টা, বিগিন অ্যাপ
লেভান্তে-রিয়াল মাদ্রিদ
রাত ১-৩০ মি., বিগিন অ্যাপ