জীবনের চেনা ছক থেকে বেরিয়ে এসেছেন কারিনা
Published: 21st, June 2025 GMT
স্বামী বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর দুর্বৃত্তের হামলার পর কারিনা কাপুর বেরিয়ে এসেছেন চেনা জীবনের ছক থেকে। যার সঙ্গে পুরোনো কারিনাকে মেলানো কঠিন। এই বলিউড অভিনেত্রীর কথায়, সময়ের প্রয়োজনে নিজেকে বদলেছেন তিনি।
তারকাখ্যাতির কারণেই অভিনয় জগতের অন্যদের মতো করে পথচলা শুরু করেছিলেন। কিন্তু যখন বুঝলেন, এই খ্যাতি ও জৌলুসময় জীবনের কোনো না কোনো সময় ইতি টানতে হয়, তখন থেকেই নতুনভাবে পথচলার কথা ভেবেছেন। ঘর-সংসার আর মাতৃত্বের কারণে আগের দৃষ্টিভঙ্গিও বদলে গেছে তাঁর।
ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল সূত্রে জানা গেছে, যেদিন সাইফ আলী খানের ওপর দুর্বৃত্তের হামলা হয়, সেদিনও নৈশপার্টিতে মত্ত ছিলেন কারিনা। প্রথমে এই খবর ছড়িয়েছিল সিনেমা অঙ্গনে। যদিও পরে তদন্ত রিপোর্টে জানা যায়, সেদিন সাইফ-কারিনা একসঙ্গেই বাড়িতে ছিলেন। তবুও স্বামীর ওপর হামলা হওয়ায় নিজের জীবনযাপনে পরিবর্তন এনেছেন কারিনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, বর্তমানে আমি দেখি একের পর এক অভিনেতা সাফল্যের পেছনে দৌড়াচ্ছে। আমি মনে করি, সৌভাগ্যক্রমে আমি এ জায়গা থেকে বেরিয়ে এসেছি। এখন আমার নির্দিষ্ট সময়সূচি রয়েছে। আমি সন্ধে ছ’টার সময় রাতের খাবার খেয়ে ফেলি এবং রাত সাড়ে ৯টা নাগাদ ঘুমিয়ে পড়ি। কারণ আমি খুব সকালে উঠে ব্যায়াম করি। খুব একটা পার্টিতেও যাই না। আমার বন্ধুরা এখন আমার কাছ থেকে বেশি কিছু আশা করে না। তারা জানে আমি বাড়িতে খুব ভলিউম দিয়ে টিভি দেখছি। কিন্তু হঠাৎ এই পরিবর্তনের কারণ কী?
কারিনা জানান, সুস্থ জীবনের জন্য এ পথ বেছে নিয়েছেন তিনি। সাইফের ওপর হামলার পর থেকে বদল এসেছে পতৌদি পরিবারের জীবনযাত্রায়। দুই ছেলে তৈমুর ও জেহকে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সাইফ-কারিনা। বেড়েছে তাদের নিরাপত্তাও। অভিনেত্রীর এ কথা থেকে স্পষ্ট, পুরোনো খোলস থেকে তিনি চিরতরে বেরিয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জ অসহায়ের পাশে দাঁড়াতে সেভ দ্য রূপগঞ্জ এর পথচলা শুরু
রূপগঞ্জ উপজেলা মানবতার ডাকে এক হোক রূপগঞ্জ অসহায়ের পাশে দাঁড়াতে সেভ দ্য রূপগঞ্জ এর পথচলা শুরু উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ১০ টায় তারাব পৌর অডিটোরিয়ামে সভাপতিত্ব করেন আহবায়ক সেভ দ্য রূপগঞ্জ এড. আব্দুল কুদ্দুছ এবং সেভ দ্য রূপগঞ্জ আহবায়ক কমিটির সদস্য শহিদুল্লা গাজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হাজী এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া।
প্রধান অতিথি বলেন,আমরা এখানে একত্রিত হয়েছি একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে রূপগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেভ দ্য রূপগঞ্জ শুধু একটি নাম নয়, এটি একটি অঙ্গীকার।
আমাদের এই পথচলায় আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আসুন আমরা সকলে মিলে মানবতার জন্য এক হই এবং রূপগঞ্জকে একটি উন্নত ও মানবিক রূপে গড়ে তুলি।
প্রধান আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোঃ রাশিদুন নবী খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জজকোর্টের পি,পি এড. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম,সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম,পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টে চেয়ারম্যান আবুল হোসেন, সি.টি.ব্যবস্থাপক ফামাসিষ্ট ইউসুফ চৌধুরী,সাবিক ব্যবস্থাপনায় আলহাজ্ব আঃ মতিন,ড.আবু হানিফ, মাহমুদ খান,প্রভাষক মোঃ মিয়াজ উদ্দিনসহ অনেকে।