অস্ত্র, গুলি, মাদকসহ খুলনা নগরের ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন মোল্লা ওরফে বুলবুল, নগর যুবদলের সাবেক সদস্য তৌহিদুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নগরের টুটপাড়া তালতলা মেইন রোড এলাকায় সেনাবাহিনী ও খুলনা থানা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার অন্য দুজন হলেন যুবদল নেতা তৌহিদুর রহমানের ছেলে তাসফিকুর রহমান ও টুটপাড়া তালতলা মেইন রোড এলাকার আরিফ হোসেন। অভিযানে তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি শটগান, ২টি তাজা গুলি, ২টি কার্তুজ, ১০৫ পিস ইয়াবা ও কয়েকটি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহম্মদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা হয়েছে। তাঁদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের উৎস, সেগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, কিংবা ভবিষ্যতে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না—এসব বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে খুলনা থানায় তিনটি এবং তৌহিদুর রহমানের বিরুদ্ধে একটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির বলেন, মো.

সালাউদ্দিন মোল্লা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তৌহিদুর রহমান সাবেক নগর যুবদলের সদস্য। যুবদলের কমিটি ভেঙে যাওয়ায় বর্তমানে তাঁর কোনো সদস্য পদ নেই।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত হ দ র রহম ন য বদল ব এনপ

এছাড়াও পড়ুন:

কত টাকা আয় করল ‘জলি এলএলবি থ্রি’?

অক্ষয় কুমার অভিনীত আলোচিত সিনেমা ‘জলি এলএলবি থ্রি’। গত ১৯ সেপ্টেম্বর বিশ্বের সাড়ে ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সুভাষ কাপুর নির্মিত এই সিনেমা।  

চলতি বছরে বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এর অবস্থান সপ্তম (১২.৫০ কোটি রুপি)। প্রথম, দ্বিতীয় তৃতীয় অবস্থানে যথাক্রমে রয়েছে— ‘ছাবা’ (২৯ কোটি রুপি), ‘ওয়ার টু’ (২৮ কোটি রুপি), ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।  

আরো পড়ুন:

শিল্পা শেঠির সঙ্গে তুলনা, কীভাবে সামলান বোন শমিতা?

গায়ক জুবিনের প্রেম জীবন

‘জলি এলএলবি থ্রি’ মুক্তির পর দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। নিউজ১৮ ফাইভ স্টারের মধ্যে ফোর স্টার দিয়েছে। ফাস্টপোস্ট রেটিং দিয়েছে ৪ (৫)। বলিউড হাঙ্গামা রেটিং দিয়েছে ৩.৫ (৫)। টাইমস অব ইন্ডিয়া একই রেটিং দিয়েছে। চলুন জেনে নিই, তিন দিনে কত টাকা আয় করল—‘জলি এলএলবি থ্রি’। 

স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘জলি এলএলবি থ্রি’ ভারতে আয় করেছে ১২.৫০ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ২১ কোটি রুপি (নিট)। শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৬৪ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১৬ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮০ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ১১০ কোটি ৬০ লাখ টাকার বেশি।   

২০১৩ সালে মুক্তি পায় ‘জলি এলএলবি’। ১২ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ৪৩ কোটি রুপি। চার বছরের বিরতির পর ২০১৭ মুক্তি পায় ‘জলি এলএলবি টু’। ৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ১৯৭ কোটি রুপি। এ দু’পার্টের মতো তৃতীয় কিস্তি পরিচালনা করেন সুভাষ কাপুর। তৃতীয় কিস্তি নির্মাণে ব্যয় হয়েছে ১২০ কোটি রুপি।  

‘জলি এলএলবি থ্রি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আরশাদ ওয়ার্সি, সৌরভ শুক্লা, অমৃতা রাও, হুমা কুরেশি, সীমা বিশ্বাস, রাম কাপুর প্রমুখ। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ