চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম মনে করেন, করোনা মোকাবিলায় সবচেয়ে বেশি দরকার সচেতনতা। তিনি বলেন, ‘করোনা চিকিৎসায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। উপজেলা পর্যায়ের চিকিৎসকদের নানা নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে আতঙ্কিত হলে চলবে না। আমরা সবাই একসাথে কাজ করলে আগের মতো এবারও সফলভাবে করোনা মোকাবিলা করা সম্ভব হবে।’
ডা.
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম মহানগরের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোও প্রস্তুত করা হচ্ছে। যেখানে যে সংকট আছে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের মাঝে সচেতনতা বাড়াতে নিয়মিত লিফলেট বিতরণ করা হচ্ছে। চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে কোনটিতে সংক্রমণের হার বেশি, কেন আক্রান্ত হচ্ছে– সেসব বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা। শুরুতে কিছুটা সংকট থাকলে বর্তমানে তা অনেকটা কেটে গেছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, চিকিৎসক পেতে আমি সার্বক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রণালয়ে যোগাযোগ রাখছি।’ সরকারি হাসপাতালের পাশাপাশি চট্টগ্রামের বেশকিছু বেসরকারি হাসপাতালেও করোনা পরীক্ষা হচ্ছে। জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড স্থাপন করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ের চিকিৎসকদের নানা নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ডা. জাহাঙ্গীর আলম।
ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘বাংলাদেশে কোভিড-১৯ এর নতুন ধরন ছড়াচ্ছে। ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটিও ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে। নতুন এই সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সামান্য অবহেলা বড় মাশুল দিতে হতে পারে। তাই মাস্ক পড়া ও সচেতনতা বাড়ার বিকল্প নেই।’
উৎস: Samakal
কীওয়ার্ড: জ হ ঙ গ র আলম স ক রমণ উপজ ল
এছাড়াও পড়ুন:
মারা গেছেন সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ
সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে তিনি কক্ষটিতে ছিলেন। সকালে কোনো সাড়াশব্দ না পাওয়ায় কক্ষটি খুলে অচেতন অবস্থায় তাঁকে পাওয়া যায়।
চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষে একা ছিলেন। আজ অনেক বেলা পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হওয়ায় ক্লাবের লোকজন বিচলিত হন। দুপুর ১২টার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্ষের তালা খুলে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, চিকিৎসকদের ধারণা কক্ষের মধ্যে রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তাঁরা সাবেক সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে তাঁরা জানিয়েছেন।
এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি বীর প্রতীক উপাধিতে ভূষিত হন।