পাপি লাভ শব্দটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে হলিউড সিনেমার ‘পাপি-লাভ’এর প্রভাবে। এই শব্দ দুইটি দিয়ে এমন প্রেমকে বোঝানো হয়, যে প্রেম সারাক্ষণ মনোযোগ আশা করে। 

এই প্রেমের পরিণতি কি হবে তা নিয়ে প্রেমিক-প্রেমিকার কোনো ভাবনা থাকে না। মনোবিদরা বলছেন, অনিয়ন্ত্রিত প্রেম হলো ‘পাপি লাভ’।

শুধুমাত্র কৈশোরে নয়, তারুণ্যেও হতে পারে এমন প্রেম। মনোবিদরা বলেন, ‘‘পাপি-লাভ-এর মেয়াদ খুব বেশি দিন থাকে না। অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যায়।’’ এই প্রেম আবেগে মোড়ানো থাকে। কল্পনায় দুইজন মানুষ সারাক্ষণ বিচরণ করতে থাকেন। যখন আবেগ কেটে যায় তখন প্রেমেও থাকে না। 

আরো পড়ুন:

বর্ষায় পায়ের যত্নে এই নিয়মগুলো মানতে পারেন

যুদ্ধের ভিডিও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, করণীয় কী?

পাপি-লাভে জড়িত থাকা দুইজন মানুষ সারাক্ষণ কাছাকাছি-পাশাপাশি থাকতে চায়। সেটা হতে পারে ফোনে কথা বলা, ক্ষণে-ক্ষণে মেসেজ আদানপ্রদান। ঘণ্টার পর ঘণ্টা ভিডিও কলে কথা বলা-ইত্যাদি। ঝড়ের বেগে যেমন প্রেম আসে, তেমনই থেমেও যায়।

 ‘পাপি-লাভ’কে বলা হয় ‘চাইল্ড ইনফ্যাচুয়েশন’। দুই চোখ জুড়ে তখন অবাস্তব কল্পনা। সেই অবাস্তব কল্পনাকে সত্যি করতে গিয়ে নানা সমস্যাও হতে পারে।
প্রেমের সম্পর্কে থাকতে হয় মানসিক যোগাযোগ, পারষ্পারিক বোঝাপড়া, দায়িত্ববোধ, দায়বোধ কিন্তু পাপি লাভ-এ থাকে শুধুই আবেগ। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কান্নায় ব্যালন ডি’অর বরণ দেম্বেলের

দেম্বেলে মাকে পাশে রেখে বুঝে নিয়েছেন ব্যালন ডি’অর ট্রফি। মঞ্চে উঠে সবার আগে অতিথিদের মাঝে বসা মাকে বলেছেন, ‘আমরা একসঙ্গে এটা করেছি।’ আবেগের দমকে দেম্বেলে এরপর টলে যান। কেঁদে ফেলেন। সঞ্চালক কেট স্কট মঞ্চে তাঁর মাকে ডেকে আনার পর ধাতস্থ হলেন একটু। নিজেকে গুছিয়ে দেম্বেলে বললেন, ‘আমার ক্যারিয়ারে অন্যতম সেরা অর্জন। পিএসজিকে ধন্যবাদ জানাতে চাই ২০২৩ সালে আমাকে সই করানোর জন্য। সতীর্থরা গত বছরের মতো এ বছরও অসাধারণ।’

সম্পর্কিত নিবন্ধ