অনেকেই একটি কাজ শুরু করার আগেই দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন। এতে শারীরিক নানা অস্বস্তিকর উপসর্গ দেখা দিতে শুরু করে। মনোবিদরা বলছেন, ‘‘হৃদরোগ, ডায়াবেটিসের মতো রোগ না থাকার পরেও শুধুমাত্র দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা যদি মানসিক অস্বস্তির কারণ হয় তাহলে তাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে।’’ 

যারা এই রোগে ভুগছেন তাদের ঘুমের সমস্যা হয়ে থাকে। বা ঘুম আসতে দেরি হয়ে যায়। 

ডা.

মো. জোবায়ের মিয়া, মনোরোগ বিশেষজ্ঞ একটি পডকাস্টে বলেন, ‘‘অ্যাংজাইটি ডিসঅর্ডার মানসিক অস্বস্তির কারণে হয়ে থাকে। এই রোগে ভোগা মানুষ দুশ্চিন্তার জন্য শারীরিক কিছু উপসর্গে ভোগেন। অনেকে এই সমস্যা নিয়ে আসেন যে, আমার বার বার বাথরুম পাই, ঘন ঘন প্রস্রাব হয়। সকালবেলায় কোনো কাজে বের হওয়ার আগেই পেট ব্যথা করে বা ব্যথা হয়। স্নায়ুবিক কারণে শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। বুক ধড়ফড় করে। অনেকে বলেন যে, আমার মনে হয় আমার গলায় কিছু একটা রয়ে গেছে। আমি ঢোক গিলতে পারি না। এই ধরণের সিমটোমগুলোই অ্যাংজাইটি ডিসঅর্ডারের সিমটোম।’’ 

আরো পড়ুন:

জয়েন্টের ব্যথা হতে পারে কঠিন রোগের লক্ষণ

ডেঙ্গুর অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, প্রতিরোধে বিশেষজ্ঞের পরামর্শ

উদ্বেগজনিত রোগের চিকিৎসা
স্বাভাবিক জীবনযাপন করতে সাহায্য করতে-কাউন্সেলিং, সাইকো থেরাপি, ওষুধ সেবণ করা যেতে পারে। উদ্বেগজনিত রোগের চিকিৎসা বা ওষুধের বিষয়ে জানতে মনোবিদের পরামর্শ গ্রহণ করুন।

ঢাকা/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাভারে ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮

সাভারে ডেঙ্গু আক্রান্ত হয়ে আলহাজ আবুল বাশার (৭৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা যান। এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভাইরাসে আক্রান্ত ২৮ জন ভর্তি আছেন। 

আরো পড়ুন:

রোগী সেজে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান দুদকের 

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

আবুল বাশার ধামরাই উপজেলার বাসনা গ্রামের বাসিন্দা। তিনি সাভারের ৩ নম্বর ওয়ার্ডের বিনোদ বাইদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সাভার বাজার রোড বাইতুল নুর জামে মসজিদের ক্যাশিয়ার হিসেবে প্রায় ১০ বছর ধরে কর্মরত ছিলেন তিনি।

স্বজনরা জানান, গত চারদিন ধরে জ্বর ছিল আবুল বাশারের। অবস্থার অবনতি হলে তাকে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার মো. মিরাজ বলেন, “আমাদের হাসপাতালে আবুল বাশার নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।”

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. সাইদুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার শুধু সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ২৮ জন রোগী। এই উপজেলায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে।” 

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ