চট্টগ্রাম নগরে বাড়ির পাশেই রমজান আলী (৬৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। আজ রোববার সকালে নগরের পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গার চৌধুরীপাড়া থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে, কারা খুন করেছে, তা বলতে পারছে না পুলিশ ও নিহত রমজানের স্বজনেরা।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার করা হয়। ওই ব্যক্তিকে বুকে ছুরিকাঘাত করে খুন করা হয়। চোখের নিচেও আঘাতের চিহ্ন ছিল। নিহত রমজানের বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র এক মিনিটের পথ। একসময় মুদিদোকান করলেও ছেলেরা বিদেশে থাকায় এখন কিছু করেন না তিনি। ঘটনার দিন রাত ১১টা পর্যন্ত ছোট ছেলের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিল রমজানের। এ জন্য ধারণা করা হচ্ছে, রাত ১১টা থেকে সকাল পর্যন্ত যেকোনো সময়ে এ হত্যাকাণ্ড হতে পারে।

এক প্রশ্নের উত্তরে ওসি বলেন, পাড়ার মধ্যে ছিনতাইকারী এসে খুন করার কোনো সুযোগ নেই। কেন, কী কারণে, কে বা কারা খুন করেছে, সে বিষয়ে তদন্ত হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে নিহত রমজানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত রমজানের ছেলে বাদী হয়ে থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

জানতে চাইলে নিহত রমজানের ছেলে মো.

মোবারক বলেন, কী কারণে, কারা তাঁর বাবাকে মেরেছেন, তাঁরা বুঝতে পারছেন না। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, এটিই তাঁদের চাওয়া।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: খ ন কর

এছাড়াও পড়ুন:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেপ্তার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

আরও পড়ুনপ্রতিবাদের মুখে একটি কমিটি থেকে অধ্যাপক কলিমুল্লাহ বাদ১৯ নভেম্বর ২০২৪

সম্পর্কিত নিবন্ধ