চট্টগ্রাম নগরে বাড়ির পাশেই রমজান আলী (৬৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। আজ রোববার সকালে নগরের পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গার চৌধুরীপাড়া থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে, কারা খুন করেছে, তা বলতে পারছে না পুলিশ ও নিহত রমজানের স্বজনেরা।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার করা হয়। ওই ব্যক্তিকে বুকে ছুরিকাঘাত করে খুন করা হয়। চোখের নিচেও আঘাতের চিহ্ন ছিল। নিহত রমজানের বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র এক মিনিটের পথ। একসময় মুদিদোকান করলেও ছেলেরা বিদেশে থাকায় এখন কিছু করেন না তিনি। ঘটনার দিন রাত ১১টা পর্যন্ত ছোট ছেলের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিল রমজানের। এ জন্য ধারণা করা হচ্ছে, রাত ১১টা থেকে সকাল পর্যন্ত যেকোনো সময়ে এ হত্যাকাণ্ড হতে পারে।

এক প্রশ্নের উত্তরে ওসি বলেন, পাড়ার মধ্যে ছিনতাইকারী এসে খুন করার কোনো সুযোগ নেই। কেন, কী কারণে, কে বা কারা খুন করেছে, সে বিষয়ে তদন্ত হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে নিহত রমজানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত রমজানের ছেলে বাদী হয়ে থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

জানতে চাইলে নিহত রমজানের ছেলে মো.

মোবারক বলেন, কী কারণে, কারা তাঁর বাবাকে মেরেছেন, তাঁরা বুঝতে পারছেন না। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, এটিই তাঁদের চাওয়া।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: খ ন কর

এছাড়াও পড়ুন:

খেলার আগে–পরে এত কথা, মাঠে আগের মতোই ভারতের একতরফা জয়

অনেকটা একই চিত্রনাট্য। ম্যাচের আগে উত্তাপ ছড়াল নানা ঘটনাপ্রবাহ। মাঠের ভেতরে সামান্য তর্কেও জড়ালেন দুই দলের ক্রিকেটাররা। কিন্তু ক্রিকেটীয় লড়াই? তা থেকে গেল একপেশেই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নীল সমুদ্রের পালে হাওয়া লাগল ঠিকই। কিন্তু ভারত–পাকিস্তান ঐতিহ্যের ক্রিকেট রোমাঞ্চ পানসে হওয়ার বেদনাও হয়তো থেকে গেল কোথাও।

দুবাইয়ে রোববার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের ৬ উইকেটের জয়ে একটা নতুন ইতিহাসও লেখা হলো। শেষ ছয়টি ম্যাচেই এই লড়াইয়ে জয়ী দলের নাম ভারত। এর আগে ভারত–পাকিস্তান লড়াইয়ের ৭৪ বছরের ইতিহাসে কখনো টানা পাঁচটির বেশি ম্যাচ জিততে পারেনি কোনো দল; এবার হলো সেটাই। ৩ বছর আগে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে এই দুবাইয়েই ভারতের বিপক্ষে শেষ জয়টা পেয়েছিল পাকিস্তান। এর পর থেকে সব ম্যাচেরই জয়ী দলের নাম ভারত। আজ তো পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশ রান তাড়া করেই জিতল তারা।

ম্যাচের মাঝবিরতিতে অবশ্য মনে হচ্ছিল এবার হয়তো লড়াইটা অন্তত গ্রুপ পর্বে দুই দলের আগের ম্যাচের চেয়ে বেশি হবে। ভারতীয় ফিল্ডারদের ক্যাচ ছেড়ে দেওয়ার দায় তো আছেই, তবে পাকিস্তানের ব্যাটসম্যানরাও এক সপ্তাহ আগের ম্যাচের চেয়ে ভালো করেছিলেন।  

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন ওপেনার সাহিবজাদা ফারহান

সম্পর্কিত নিবন্ধ