চাঁদপুরে এক ইলিশ ১৩ হাজার ৫০০ টাকায় বিক্রি
Published: 23rd, June 2025 GMT
চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৩ হাজার ৫০০ টাকায়। সোমবার সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের পাইকারি আড়তে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এই ইলিশটি নিলামে তোলা হয়।
জানা যায়, মেঘনায় ধরা পড়া আড়াই কেজি ওজনের ইলিশটি সোমবার বড় স্টেশন মাছঘাটে উত্তম দাসের আড়তে আনেন জেলেরা। সেখানে নিলামে ১৫ ব্যবসায়ী অংশ নেন। পরে সর্বোচ্চ ১৩ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেন নবীর হোসেন নামে এক ব্যবসায়ী।
নবীর হোসেন সমকালকে বলেন, বেলা ১১টার দিকে মাছটি আমি কিনি। তার আনুমানিক ৩ ঘণ্টা পরে দুপুর ২টার দিকে ঢাকা থেকে আসা একজন ক্রেতার কাছে আমি মাছটি বিক্রি করি ১৩ হাজার ৫০০ টাকায়।’ তিনি বলেন, ‘দুই কেজি ওজনের আরেকটি ইলিশ আছে আমার কাছে। সেটা বিক্রি করতে চাই ১০ হাজার টাকায়।’
ওই মাছ ব্যবসায়ী আরো জানান, জুন মাস থেকে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন। যা আগে দেখা যায়নি। কিছুদিন আগেও ২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে, সেটিও তিনি কিনেছিলেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কপিলের রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলা, সালমানের সঙ্গে কাজ করলেই হত্যার হুমকি
এক মাসের ব্যবধানে ভারতীয় অভিনেতা কপিল শর্মার কানাডার রেস্তোরাঁয় আবারও হামলা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সারে শহরে কপিলের রেস্তোরাঁ কপ'স ক্যাফেতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা গুলি চালায়। রেস্তোরাঁটির দিকে প্রায় ২৫টি গুলি চালানো হয়, যার মধ্যে অন্তত ছয়টি গুলি দেয়াল ও জানালায় লাগে। তবে কেউ আহত হননি। এক অডিও বার্তায় হামলার দ্বায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সালমান খানের সঙ্গে কপিলের ঘনিষ্টতার কারণেই এ হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’–এর তৃতীয় সিজনের প্রথম পর্বে অতিথি ছিলেন সালমান খান