পাওয়ারম্যান মালয়েশিয়ায় অংশ নিলেন ৩১ বাংলাদেশি, কে সবচেয়ে ভালো করলেন
Published: 23rd, June 2025 GMT
মাইলের পর মাইল দৌড় ও সাইক্লিংয়ের মতো রোমাঞ্চকর কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠিত ডুয়াথলনটির নাম ‘পাওয়ারম্যান’। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় ২০ থেকে ২২ জুন অনুষ্ঠিত হলো ‘পাওয়ারম্যান মালয়েশিয়া’র ২০তম আসর। আয়োজকেরা প্রথম আলোকে জানিয়েছেন, পাওয়ারম্যান প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে এবার ৩১ জন অংশ নিয়েছেন।
পাওয়ারম্যান প্রতিযোগিতার দুটি শাখা—ক্ল্যাসিক ও শর্ট। ক্ল্যাসিক শাখায় ১০ কিলোমিটার দৌড়, ৬০ কিলোমিটার সাইক্লিংয়ের পর আবার ১০ কিলোমিটার দৌড়াতে হয়। এটি সম্পন্ন করার নির্ধারিত সময় সাড়ে পাঁচ ঘণ্টা। শর্ট শাখায় ৫ কিলোমিটার দৌড়, ৩০ কিলোমিটার সাইক্লিং ও ৫ কিলোমিটার দৌড়াতে হয়। এটি সম্পন্ন করার নির্ধারিত সময় সাড়ে চার ঘণ্টা।
ক্ল্যাসিক শাখায় ৩ ঘণ্টা ২০ মিনিটে লক্ষ্য পূরণ করেন প্রভাত চৌধুরী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কান্নায় ব্যালন ডি’অর বরণ দেম্বেলের
দেম্বেলে মাকে পাশে রেখে বুঝে নিয়েছেন ব্যালন ডি’অর ট্রফি। মঞ্চে উঠে সবার আগে অতিথিদের মাঝে বসা মাকে বলেছেন, ‘আমরা একসঙ্গে এটা করেছি।’ আবেগের দমকে দেম্বেলে এরপর টলে যান। কেঁদে ফেলেন। সঞ্চালক কেট স্কট মঞ্চে তাঁর মাকে ডেকে আনার পর ধাতস্থ হলেন একটু। নিজেকে গুছিয়ে দেম্বেলে বললেন, ‘আমার ক্যারিয়ারে অন্যতম সেরা অর্জন। পিএসজিকে ধন্যবাদ জানাতে চাই ২০২৩ সালে আমাকে সই করানোর জন্য। সতীর্থরা গত বছরের মতো এ বছরও অসাধারণ।’