মাইলের পর মাইল দৌড় ও সাইক্লিংয়ের মতো রোমাঞ্চকর কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠিত ডুয়াথলনটির নাম ‘পাওয়ারম্যান’। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় ২০ থেকে ২২ জুন অনুষ্ঠিত হলো ‘পাওয়ারম্যান মালয়েশিয়া’র ২০তম আসর। আয়োজকেরা প্রথম আলোকে জানিয়েছেন, পাওয়ারম্যান প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে এবার ৩১ জন অংশ নিয়েছেন।

পাওয়ারম্যান প্রতিযোগিতার দুটি শাখা—ক্ল্যাসিক ও শর্ট। ক্ল্যাসিক শাখায় ১০ কিলোমিটার দৌড়, ৬০ কিলোমিটার সাইক্লিংয়ের পর আবার ১০ কিলোমিটার দৌড়াতে হয়। এটি সম্পন্ন করার নির্ধারিত সময় সাড়ে পাঁচ ঘণ্টা। শর্ট শাখায় ৫ কিলোমিটার দৌড়, ৩০ কিলোমিটার সাইক্লিং ও ৫ কিলোমিটার দৌড়াতে হয়। এটি সম্পন্ন করার নির্ধারিত সময় সাড়ে চার ঘণ্টা।

ক্ল্যাসিক শাখায় ৩ ঘণ্টা ২০ মিনিটে লক্ষ্য পূরণ করেন প্রভাত চৌধুরী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্বপ্নের চরিত্রে প্রান্তর

‘আন্তঃনগর’, ‘৮৪০’ থেকে ‘জিম্মি’—একের পর এক সিরিজ ও সিনেমায় অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন তরুণ অভিনেতা প্রান্তর দস্তিদার। সিরিজের বাইরে চলচ্চিত্র ও টিভি নাটকেও দেখা গেছে তাঁকে। ক্যারিয়ারে মাত্র দুই বছরেই ক্রমেই পায়ের তলার মাটি শক্ত করছেন প্রান্তর; বৈচিত্র্যময় সব চরিত্রে মেলে ধরেছেন নিজেকে। তবে একটি চরিত্র করার স্বপ্ন ছিল তাঁর? কী সেই চরিত্র? গতকাল শুক্রবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানালেন, ৩০ বছর পূর্ণ হওয়ার আগেই কোনো বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয়ের স্বপ্ন ছিল তাঁর। স্বপ্নটা সত্যি হয়েছে। সরকারি অনুদানে নির্মিত জীবন আমার বোন সিনেমায় বীর মুক্তিযোদ্ধা ‘মুরাদ’–এর চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার।

প্রান্তর দস্তিদার

সম্পর্কিত নিবন্ধ