‘মব’ তৈরি করে সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় এক ব্যক্তি আটক
Published: 24th, June 2025 GMT
‘মব’ (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় হানিফ মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রাজধানীর উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে সেনাবাহিনীর একটি দল উত্তরা এলাকা থেকে হানিফ মিয়াকে আটক করে। আজ মঙ্গলবার ভোরে তাঁকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করে সেনাবাহিনী।
আটক হানিফ মিয়া এখন থানা-পুলিশের হেফাজতে আছেন বলে জানান পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক। তিনি বলেন, হানিফ মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গত রোববার রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নূরুল হুদাকে বের করে আনেন। জুতার মালা পরিয়ে তাঁকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করেন। জুতা দিয়ে নূরুল হুদাকে আঘাত ও ডিম নিক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল।
পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, দিনের ভোট রাতে করাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতা সালাউদ্দিন খানের করা মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন‘মব’ তৈরি করে সাবেক সিইসিকে হেনস্তার পর পুলিশে সোপর্দ২২ জুন ২০২৫আরও পড়ুন‘মব’ সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার২২ জুন ২০২৫এই মামলায় গতকাল নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেয়ার বাংলাদেশে চাকরি, বেতন ৯৫ হাজার টাকা
বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটির কেয়ার অ্যালার্ট প্রকল্পে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের মানবিক সহায়তা ও দুর্যোগ–পূর্ব প্রস্তুতিসংক্রান্ত কাজে অন্তত চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ভূগোল, পরিসংখ্যান, দুর্যোগ ব্যবস্থাপনা, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। তবে অধিক অভিজ্ঞদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রিও গ্রহণযোগ্য।
সিনিয়র অফিসার পদে মাসিক বেতন নির্ধারিত হয়েছে ৯৫ হাজার ৯২৯ টাকা। শুরুতে নিয়োগ দেওয়া হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। কর্মদক্ষতা ও তহবিলের ওপর ভিত্তি করে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। আগ্রহী প্রার্থীদের আগামী ৪ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
আরও পড়ুনএআই ব্যবহারে কর্মীদের উৎপাদনশীলতা বেড়েছে চার থেকে পাঁচ গুণ: ডুয়োলিঙ্গো সিইও৩ ঘণ্টা আগেএকনজরে চাকরি
প্রতিষ্ঠান: কেয়ার বাংলাদেশ
প্রকল্প: CARE–ALERT
পদ: সিনিয়র অফিসার
অবস্থান: ঢাকা
বেতন: ৯৫ হাজার ৯২৯ টাকা
চাকরির মেয়াদ: ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত (বর্ধনযোগ্য)
আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর ২০২৫