শেয়ারহোল্ডারদের বোনাস লভ্যাংশ দিল প্রাইম ব্যাংক
Published: 24th, June 2025 GMT
পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যকাউন্টে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
মঙ্গলবার (২৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ঘোষিত বোনাস লভ্যাংশ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠানো হয়েছে।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭.
এর আগে ব্যাংকটির ঘোষিত নগদ রভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৪৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪.২৫ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.০৭ টাকা।
ঢাকা/এনটি/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ স ব বছর র
এছাড়াও পড়ুন:
জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি
চলতি বছর জুলাই-আগস্ট এই দুই মাসে মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫ হাজার ৫ কোটি টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ২১ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
এনবিআর জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ২৭ হাজার ১৭৪ কোটি টাকা। ২০২৪-২০২৫ অর্থ বছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৩ হাজার ৮৯ কোটি টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে ৪ হাজার ৮৪ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। যার প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ।
আরো পড়ুন:
কাপ্তাই হ্রদ: মৎস্য আহরণের প্রথম দিন রাজস্ব আয় ২০ লাখ টাকা
সিগারেটের করকাঠামো সংস্কারের দাবি তরুণ চিকিৎসকদের
তথ্যমতে, গত আগস্ট মাসে স্থানীয় পর্যায়ের মুসক খাত থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। যার পরিমাণ ১১ হাজার ৮৫ কোটি টাকা। আগের বছর একই সময়ে স্থানীয় পর্যায়ের মুসক খাত থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৮ হাজার ২৮৩ কোটি টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে স্থানীয় পর্যায়ের মুসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩৩.৮৩ শতাংশ।
আয়কর ও ভ্রমণ কর খাতে চলতি বছর আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮ হাজার ৪৪২ কোটি টাকা, আগের বছর একই সময়ে এই খাত থেকে আদায় হয়েছিল ৬ হাজার ৭৯৮ কোটি টাকা। এ সময় রাজস্ব আদায় বেশি হয়েছে এক হাজার ৬৪৩ কোটি টাকা। এ খাতে প্রবৃদ্ধির হার ২৪.১৭ শতাংশ।
চলতি বছর আগস্ট মাসে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা। আগের বছর একই সময়ে এই খাত থেকে আদায় হয়েছিল ৮ হাজার ৭ কোটি টাকা। আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনজনিত কারণে কাস্টমস হাউসগুলোর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব চলতি সেপ্টেম্বর মাসে জমা হবার কারণে এই খাতে আগস্ট মাসে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
এনবিআর জানায়, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির এ ধারাকে আরো জোরালো করতে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীরা কর নেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিতকরণ এবং কর ফাঁকি উদঘাটন কার্যক্রম বেগবান করতে নিরলসভাবে কাজ করছে। করদাতাদের আইনের সুষ্ঠু পরিপালনের মাধ্যমে সময়মত যথাযথ পরিমান কর পরিশোধ করে দেশ গড়ার কাজের গর্বিত অংশীদার হবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।
ঢাকা/নাজমুল/ফিরোজ