জবির আবাসিক হল ও ২ বিভাগের নাম পরিবর্তন
Published: 24th, June 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী আবাসিক হল ও দুইটি বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এক অফিস আদেশে বলা হয়েছে, গত ২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম সভায় (সিদ্ধান্ত নম্বর–১২) হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। হলটির পূর্বের নাম ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল’।
আরো পড়ুন:
খাতা জমা দিতে দেরি করায় ১৬ শিক্ষার্থীকে বেত্রাঘাত, হাসপাতালে ২
শাবিপ্রবি ছাত্রী ধর্ষণ: অভিযুক্ত ২ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে রাতের আঁধারে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এরই রেশ ধরে গত ৬ ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল থেকে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ লেখা নেমপ্লেটটি খুলে ফেলেন উত্তেজিত শিক্ষার্থীরা। এরপর থেকেই হলের নাম পরিবর্তনের বিষয়ে জোর আলোচনা চলছিল।
নতুন নামকরণে যুক্ত হওয়া নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন ব্রিটিশ ভারতে প্রথম নারী নওয়াব এবং নারী শিক্ষা ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালনকারী একজন কিংবদন্তী ব্যক্তিত্ব। অনেক শিক্ষার্থী এবং শিক্ষক মনে করছেন, এই নামকরণ ইতিহাসচর্চা ও নারী নেতৃত্বের ধারাবাহিকতাকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ সৃষ্টি করবে।
অন্যদিকে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.
একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত-১৩(২) অনুযায়ী ‘ভাস্কর্য’ বিভাগের নাম পরিবর্তন করে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’ করা হয়।
এছাড়া ‘ভূমি ব্যবস্থাপনা ও আইন’ বিভাগের নাম পরিবর্তন করে ‘আইন ও ভূমি প্রশাসন’ করার প্রক্রিয়াটি আসে শিক্ষার্থীদের আবেদন, স্মারকলিপি এবং বিভাগীয় একাডেমিক কমিটি ও আইন অনুষদের নির্বাহী কমিটির সুপারিশের ভিত্তিতে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত-১৮ অনুযায়ী পরিবর্তনটি চূড়ান্ত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, এই পরিবর্তন বিভাগ দুইটির ভবিষ্যৎ পাঠক্রম, গবেষণা এবং পেশাগত প্রয়োগের ক্ষেত্রগুলো আরো স্পষ্ট ও সময়োপযোগীভাবে উপস্থাপন করতে সহায়ক হবে।
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এক ড ম ক ক
এছাড়াও পড়ুন:
চাকসু: ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।
আরো পড়ুন:
গকসু: শেষ সময়ে গানে–স্লোগানে জমে উঠেছে প্রচার
রাকসু নির্বাচন পেছানোয় ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
তিনি বলেন, “আজ (মঙ্গলবার) মোট নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চাকসুর চারজন এবং হল সংসদের পাঁচজন। তারা সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।”
এদিকে, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন হলেও এটি বুধবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। আগ্রহী প্রার্থীরা কালও মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
মঙ্গলবার দুপুর ২টায় চাকসু নির্বাচন কমিশনের সকল সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নেওয়া বাকি সিদ্ধান্তগুলো হলো- ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবারসহ) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস যথারীতি চলবে। নির্বাচনের পরদিন (১৬ অক্টোবর) ক্লাস বন্ধ থাকবে।
ঢাকা/মিজান/মেহেদী