ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স, কোর্স এক বছর মেয়াদের
Published: 3rd, July 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগে সামার ২০২৫ শিক্ষাবর্ষে এক্সিকিউটিভ মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ইএমপিএ) কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এই কোর্সের মেয়াদ এক বছর। দুই সেমিস্টারে ৪০ ক্রেডিটের পুরো কোর্স সম্পন্ন হবে।
যা যা বিষয় রয়েছেকোর্সটিতে ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, পাবলিক পলিসি অ্যানালাইসিস বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাআগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। সর্বনিম্ন সিজিপিএ ২.
ভর্তির আবেদনের শেষ তারিখ: ১৭ জুলাই। পরীক্ষার তারিখ: ২৫ জুলাই। ভর্তির লিখিত পরীক্ষায় নম্বর ৬০, মৌখিক পরীক্ষায় নম্বর ২৫। এ ছাড়া আগের ফলাফলের ওপর ১৫ নম্বর রয়েছে।
ঢাবির সামাজিক বিজ্ঞান ভবনের ১১তলায় লোকপ্রশাসন বিভাগের কার্যালয় থেকেও আবেদন ফরম তোলা যাবে।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ
এছাড়াও পড়ুন:
জবিতে রোভার স্কাউটের ৩ দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে শৃঙ্খলা রক্ষায় রোভার স্কাউট সদস্যরা সবসময় কার্যকর ভূমিকা রাখে। রোভার স্কাউটসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমগুলোকে একাডেমিক কারিকুলামের আওতায় এনে শিক্ষার্থীদের সেমিস্টার ভিত্তিক ক্রেডিট দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যদিও বাস্তবায়নে কিছু সময় লাগতে পারে।”
নতুন রোভারদের উদ্দেশে তিনি বলেন, “এই তিনদিনের ক্যাম্প থেকে পাওয়া দীক্ষা ও প্রশিক্ষণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সীমিত সম্পদের মধ্যেও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলবে।”
জবি রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক ও ব্যবস্থাপনা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মিন্টু আলী বিশ্বাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার কমিশনার মু. ওমর আলী, জবি রোভার স্কাউট গ্রুপ লিডার অধ্যাপক ড. আবু লায়েক।
সাধারণ সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন জবি রোভার ইন কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রিফাত রায়হান।
অনুষ্ঠানে একাডেমিক ফলাফলের ভিত্তিতে বিভিন্ন বিভাগের কৃতী রোভারদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
গাজীপুরের বাহাদুরপুরে অবস্থিত রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ক্যাম্পের পরবর্তী ধাপ অনুষ্ঠিত হবে। ৪ জুলাই মহাতাঁবু জলসা এবং ৫ জুলাই দীক্ষা ও ব্যাজ প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পের সমাপ্তি ঘটবে।
এবারের ক্যাম্পে জবি রোভার স্কাউট গ্রুপের ১৩৩ জন নতুন সহচর দীক্ষা গ্রহণ করবেন।
ঢাকা/লিমন/মেহেদী