২ বছরের শিশুকে লাগেজে ভরে বাস ভ্রমণ, নারী গ্রেপ্তার
Published: 4th, August 2025 GMT
নিউজিল্যান্ডে একটি বাসে লাগেজের মধ্যে দুই বছর বয়সি এক শিশুকে পাওয়া গেছে। এ ঘটনায় বাসটিতে ভ্রমণকারী ওই লাগেজের মালিক এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির।
নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, উত্তরের একটি ছোট শহর কাইওয়াকাতে বাস স্টেশনে রবিবার (৩ আগস্ট) একজন নারী যাত্রী তার লাগেজ উঠানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ডাকেন। বাসের চালক খেয়াল করেন লাগেজটি নড়াচড়া করছে। এক পর্যায়ে সে লাগেজটি খোলার পর ২ বছর বয়সী এক মেয়ে শিশু দেখতে পায়।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় ২৭ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শিশুর সঙ্গে নিষ্ঠুর আচরণ করার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে।
আরো পড়ুন:
স্টিডের জায়গায় ওয়াল্টার
‘বিশ্বের সবচেয়ে কুৎসিত প্রাণী’র অনন্য অর্জন
পুলিশ জানিয়েছে, শিশুটি প্রচণ্ড গরমের মধ্যে ছিল। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
শিশুটির সঙ্গে ওই নারীর কী সম্পর্ক রয়েছে তা প্রকাশ করা হয়নি। ওই নারীকে আজ সোমবার নর্থ শোর জেলা আদালতে হাজির করার কথা রয়েছে।
পুলিশ বলেছে, “আমরা বাস চালককে ধন্যবাদ জানাতে চাই, যিনি কিছু ভুল লক্ষ্য করেছেন এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন, যা আরো খারাপ পরিণতি রোধ করেছে।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামের এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল
২ / ৯দুটি বাসের মাঝখান দিয়ে বাম্পারে পা রেখে পার হচ্ছেন একজন।