বাজেট বৈষম্য নিরসনের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ
Published: 28th, July 2025 GMT
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ উত্তরাঞ্চলের প্রতি বাজেট বৈষম্য নিরসনের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার সাড়ে ১২টার দিকে তাঁরা ঢাকা-দিনাজপুর ও ঢাকা-রংপুর মহাসড়কের মডার্ন মোড়ে বসে অবস্থান নেন। শিক্ষার্থীদের অবরোধে প্রায় দেড় ঘণ্টা এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে মডার্ন মোড়ে যায়। সেখানে গিয়ে মহাসড়ক অবরোধ করে দুই দফা দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি দুটি হলো উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসন ও এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করা; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করা।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ, রহমত আলী, রিনা মুর্মু, আশিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ২৬ জুলাই একনেক সভায় মোট ১৩টি প্রকল্প উঠেছে। এতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯১০ কোটি টাকা। কিন্তু এসব প্রকল্পের একটিও রংপুর বিভাগে নেই। রাজধানীকেন্দ্রিক বাজেট পরিকল্পনার ফলে উত্তরাঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো সব সময়ই অবহেলার শিকার হচ্ছে। রিনা মুর্মু অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার আশ্বাস দিয়েও বৈষম্য দূর করছে না।
দেড় ঘণ্টা মডার্ন মোড় ব্লকেড শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন শাহরিয়ার সোহাগ। তিনি ঘোষণা দেন উত্তরবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রংপুরের সাধারণ মানুষ আগামীকাল মঙ্গলবার আবু সাঈদ চত্বরে সমবেত হবেন। তাঁরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবেন। এ জন্য আবু সাঈদ চত্বর থেকে ‘মার্চ টু জেলা প্রশাসক’ ও ‘মার্চ টু বিভাগীয় কমিশনার’ কর্মসূচি নেওয়া হয়েছে।
একই সঙ্গে দুই দফা দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।
শাহরিয়ার সোহাগ বলেন, এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে উত্তরাঞ্চল ব্লকেড ও উত্তরাঞ্চল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। একই সময়ে দাবি আদায়ে রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন পদক্ষেপ গ্রহণ না করলে সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবর ধ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন