ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ‘হেনস্তা’ করা হচ্ছে বলে আবারও অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে বাংলাভাষী পরিবারগুলোকে বাংলায় কথা বলার কারণে লক্ষ্যে পরিণত করা হচ্ছে। তাদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পানি ও বিদ্যুৎ পরিষেবার মতো মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি জোর করে ওই অঞ্চল থেকে উচ্ছেদের চেষ্টা চলছে।

গত বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে এসব একাধিক অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা। তিনি বলেন, ‘কেউ বাংলায় কথা বললে তিনি বাংলাদেশি হয়ে যান না।’ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে মমতা লেখেন, ‘নয়াদিল্লির বসন্তকুঞ্জের থেকে উঠে আসা একের পর এক ভয়ংকর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত। এ বসতি মূলত বাংলাভাষী মানুষরা তৈরি করেছেন, যারা দিল্লিকে গঠন করার অসংগঠিত শ্রমশক্তির গুরুত্বপূর্ণ অংশ।’

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই কলোনির বাসিন্দাদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ বাঙালি মুসলমান, যারা শ্রমিক হিসেবে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে কাজ করেন। ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলোয় বাংলা বলার কারণে ‘বাংলাদেশি’ তকমা পেতে হচ্ছে– এ অভিযোগ তুলে সম্প্রতি একাধিকবার সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

উড়িষ্যায় কাজের জন্য যাওয়া বাঙালি শ্রমিকদের একই কারণে আটক করে রাখা হয়েছে বলেও ওই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। বিজেপির দাবি, অনুপ্রবেশ ঠেকাতে ও নিরাপত্তার জন্যই এ অভিযান চালানো হচ্ছে। 

জয় হিন্দ কলোনির প্রসঙ্গে গেরুয়া শিবিরের যুক্তি, আদালতের নির্দেশ মেনেই অবৈধ বসতি উচ্ছেদের কাজ চলছে। কাউকে ইচ্ছা করে নিশানা করা হচ্ছে না। বিজেপির অমিত মালব্য বলেন, যে বসতি নিয়ে কথা হচ্ছে, সেটা অবৈধভাবে দখল করা। 

জয় হিন্দ কলোনি প্রসঙ্গে মমতা লেখেন, ‘শোনা যাচ্ছে, বিজেপি পরিচালিত সরকারের নির্দেশে তাদের পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। দিন কয়েক আগে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ও ইলেকট্রিসিটি মিটার তুলে নিয়ে যাওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, তারা নিজ অর্থে যে পানির ব্যক্তিগত ট্যাঙ্কারের ব্যবস্থা করেছিলেন, তা দিল্লি পুলিশ ও আরএএফের সহায়তায় আটকে দেওয়া হয়েছে।

বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, এ মুহূর্তে এক প্রকার জবরদস্তিমূলক উচ্ছেদ চলছে, যদিও গত ডিসেম্বরে দিল্লি পুলিশের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের পর আদালতে এ মামলা বিচারাধীন। মমতার প্রশ্ন, ‘আশ্রয়, জল ও বিদ্যুৎ– এ মৌলিক অধিকার যদি এভাবে পদদলিত করা হয়, তাহলে  কীভাবে নিজেদের গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে দাবি করব?’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের নিজ দেশেই অনুপ্রবেশকারী হিসেবে দেখা হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তিনি বাংলাদেশি হয়ে যান না। ভাষা-নির্বিশেষে তারা ভারতেরই নাগরিক; যে কোনো ভারতীয় নাগরিকের মতোই সমান অধিকারসম্পন্ন। মমতা বলেন, পশ্চিমবঙ্গে বাঙালিদের অধিকার কেড়ে নেওয়ার যেসব চেষ্টা ব্যর্থ হয়েছে, এবার সেই বাংলাবিরোধী অপচেষ্টাকে দেশের অন্যান্য প্রান্তে শুরুর কৌশল নিয়েছে বিজেপি। গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা ও মধ্যপ্রদেশ থেকেও বাংলাভাষীদের ওপর নিপীড়নের খবর আসছে। সেই বিদ্বেষ এসে পড়েছে দিল্লিতেও।  

গত কয়েক মাসে মহারাষ্ট্র, রাজস্থান, উড়িষ্যাসহ একাধিক রাজ্যে নথিপত্রহীন ‘বাংলাদেশি’ দাবি করে বহু বাংলাভাষীকে আটক করা হয়েছে। এদের কাউকে ডিটেনশন ক্যাম্পে রাখার পর পরিচয় যাচাই করে ছেড়ে দেওয়া হয়েছে। কাউকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। সম্প্রতি এমন অনেককে পাওয়া যায়, যারা মূল ভারতেরই নাগরিক। কিন্তু বাংলাভাষী হওয়ায় তাদের ঠেলে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম খ যমন ত র

এছাড়াও পড়ুন:

আগারকারের ওপর শামি কেন ক্ষুব্ধ

ভারতের জার্সিতে মোহাম্মদ শামির অধ্যায় কি শেষ? ৩৫ বছর বয়সী এই পেসার অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডেও তাঁকে রাখেননি ভারতীয় নির্বাচকেরা।

ঠিক কী কারণে শামিকে দলে নেওয়া হচ্ছে না, এর জুতসই ব্যাখ্যা দিতে পারেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক অজিত আগারকার। শামি চোটে ভুগছেন কি না, এ নিয়েও ‘কোনো আপডেট নেই’ বলে মন্তব্য করেছেন আগারকার। এরপর আগারকারকে রীতিমতো ধুয়ে দিয়েছেন শামি।

চোট শামিকে লম্বা সময় ভুগিয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর এক বছরের বেশি সময় ভারতের হয়ে খেলতে পারেননি। বিশ্বকাপের পর অ্যাঙ্কেলের অস্ত্রোপচার করিয়েছিলেন। ভুগেছেন হাঁটুর সমস্যাতেও।

শামি দলে ফিরেছিলেন এ বছরের জানুয়ারিতে, ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে। এরপর ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলেও ছিলেন। সেখানে ৫ ম্যাচে নেন ৯ উইকেট, যা যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। এর পর থেকে শামিকে আর বিবেচনা করছেন না নির্বাচকেরা।

তাহলে কি শামি আবারও চোটে ভুগছেন? না, সেটাও না। শামি এরপর আইপিএল খেলেছেন। আগস্টে দুলীপ ট্রফিতে চার দিনের ম্যাচে খেলেছেন। এখন খেলছেন রঞ্জি ট্রফিতেও।

দলে সুযোগ পাচ্ছেন না ভারতীয় পেসার মোহাম্মদ শামি

সম্পর্কিত নিবন্ধ