সুনামগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে দ্বন্দ্ব ও মারামারির জেরে ডাকা ধর্মঘট  প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা। 

সোমবার (৪ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিক ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের নিয়ে বৈঠকে বসে জেলা প্রশাসন। এরপরই ধর্মঘট তুলে নেন শ্রমিকরা। ফলে সড়কে বাস চলাচল করতে শুরু করে।

আরো পড়ুন: সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে দুর্ভোগ চরমে

আরো পড়ুন:

মেরামতের দুই মাসেই ফের বেহাল মানিকপুর সড়ক

নেত্রকোণা-শিধলী সড়ক যেন মরণ ফাঁদ 

রবিবার (৩ জুলাই) সন্ধ্যায় ধর্মঘট পালনের ঘোষণা দেন সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক। 

পরিবহন শ্রমিকরা জানান, রবিবার সকালে বাস ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয় লোকাল একটি বাসের হেলপার ও চালকের। এ নিয়ে এক পর্যায়ে বাস শ্রমিক-শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এ ঘটনার জেরে বিকেলে সুনামগঞ্জ বাস টার্মিনাল অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নিলেও সন্ধ্যার পর অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেন। 

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.