সিডনিতে হয়ে গেল অস্ট্রেলিয়ার টেলিভিশন জগতের সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান লোগি অ্যাওয়ার্ডস। তবে এবারের ৬৭তম আসরটি কেবল পুরস্কার বিতরণ আর লালগালিচার জৌলুশেই সীমাবদ্ধ থাকেনি; তারকাদের সাহসী প্রতিবাদ, কিংবদন্তির প্রতি আবেগঘন সম্মাননা এবং অপ্রত্যাশিত ফলাফলের মধ্য দিয়ে রোববার রাতের এই অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকল।
এবারের মঞ্চটি ছিল অনেকটাই ব্যতিক্রম। সঞ্চালক থেকে শুরু করে পুরস্কার দিতে আসা তারকারা বারবার আয়োজক চ্যানেল এবং ইন্ডাস্ট্রির নানা অসংগতি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল কমেডিয়ান টম গ্লিসনের মঞ্চে দাঁড়িয়ে আয়োজক চ্যানেল সেভেনের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা। তাঁর এই প্রতিবাদী অবস্থান এবং অন্য তারকাদের রসিকতার ছলে করা কড়া সমালোচনা অনুষ্ঠানটি ভিন্ন রকম রূপ নেয়।

তবে প্রতিবাদের পাশাপাশি ছিল আবেগের স্রোতও। অনুষ্ঠানের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্তটি ছিল কিংবদন্তি কমেডিয়ান ম্যাগডা জুবানস্কিকে ‘হল অব ফেম’ সম্মাননা প্রদান। ক্যানসারের সঙ্গে লড়তে থাকা এই অভিনেত্রীর আবেগঘন ভিডিও বার্তা উপস্থিত সবাইকে অশ্রুসিক্ত করে। তাঁর হাস্যরস ও দৃঢ়তার মিশ্রণে দেওয়া বক্তব্যটি অনুষ্ঠানের ভাবগাম্ভীর্যকে অন্য মাত্রায় নিয়ে যায়।

পুরস্কারের ক্ষেত্রেও ছিল অঘটনের ছোঁয়া। জাঁকজমকপূর্ণ প্রচার চালানো বাণিজ্যিক চ্যানেলগুলোকে পেছনে ফেলে সরকারি সম্প্রচারমাধ্যম এবিসি একাই ১১টি পুরস্কার জিতে নেয়। বিশেষ করে, কমেডি সিরিজ ‘ফিস্ক’-এর জয়জয়কার প্রমাণ করে যে দর্শক গুণগত মানের অনুষ্ঠানকেই শেষ পর্যন্ত বেছে নেয়।

‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ খ্যাত প্রবীণ অভিনেত্রী লিন ম্যাকগ্রেঞ্জারের গোল্ড লোগি জয় ছিল অনুষ্ঠানের আনন্দঘন মুহূর্ত। তাঁর বিজয় গোটা ইন্ডাস্ট্রিকে এক আনন্দের জোয়ারে ভাসিয়েছে। সব মিলিয়ে এবারের ৬৭তম লোগি অ্যাওয়ার্ডস ছিল বিতর্ক, আবেগ, আনন্দ আর অঘটন মিলেমিশে এক সেরা অনুষ্ঠান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন র প রস ক র

এছাড়াও পড়ুন:

সিডনিতে লোগি অ্যাওয়ার্ডসের রাতে চ্যানেলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা

সিডনিতে হয়ে গেল অস্ট্রেলিয়ার টেলিভিশন জগতের সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান লোগি অ্যাওয়ার্ডস। তবে এবারের ৬৭তম আসরটি কেবল পুরস্কার বিতরণ আর লালগালিচার জৌলুশেই সীমাবদ্ধ থাকেনি; তারকাদের সাহসী প্রতিবাদ, কিংবদন্তির প্রতি আবেগঘন সম্মাননা এবং অপ্রত্যাশিত ফলাফলের মধ্য দিয়ে রোববার রাতের এই অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকল।
এবারের মঞ্চটি ছিল অনেকটাই ব্যতিক্রম। সঞ্চালক থেকে শুরু করে পুরস্কার দিতে আসা তারকারা বারবার আয়োজক চ্যানেল এবং ইন্ডাস্ট্রির নানা অসংগতি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল কমেডিয়ান টম গ্লিসনের মঞ্চে দাঁড়িয়ে আয়োজক চ্যানেল সেভেনের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা। তাঁর এই প্রতিবাদী অবস্থান এবং অন্য তারকাদের রসিকতার ছলে করা কড়া সমালোচনা অনুষ্ঠানটি ভিন্ন রকম রূপ নেয়।

তবে প্রতিবাদের পাশাপাশি ছিল আবেগের স্রোতও। অনুষ্ঠানের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্তটি ছিল কিংবদন্তি কমেডিয়ান ম্যাগডা জুবানস্কিকে ‘হল অব ফেম’ সম্মাননা প্রদান। ক্যানসারের সঙ্গে লড়তে থাকা এই অভিনেত্রীর আবেগঘন ভিডিও বার্তা উপস্থিত সবাইকে অশ্রুসিক্ত করে। তাঁর হাস্যরস ও দৃঢ়তার মিশ্রণে দেওয়া বক্তব্যটি অনুষ্ঠানের ভাবগাম্ভীর্যকে অন্য মাত্রায় নিয়ে যায়।

পুরস্কারের ক্ষেত্রেও ছিল অঘটনের ছোঁয়া। জাঁকজমকপূর্ণ প্রচার চালানো বাণিজ্যিক চ্যানেলগুলোকে পেছনে ফেলে সরকারি সম্প্রচারমাধ্যম এবিসি একাই ১১টি পুরস্কার জিতে নেয়। বিশেষ করে, কমেডি সিরিজ ‘ফিস্ক’-এর জয়জয়কার প্রমাণ করে যে দর্শক গুণগত মানের অনুষ্ঠানকেই শেষ পর্যন্ত বেছে নেয়।

‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ খ্যাত প্রবীণ অভিনেত্রী লিন ম্যাকগ্রেঞ্জারের গোল্ড লোগি জয় ছিল অনুষ্ঠানের আনন্দঘন মুহূর্ত। তাঁর বিজয় গোটা ইন্ডাস্ট্রিকে এক আনন্দের জোয়ারে ভাসিয়েছে। সব মিলিয়ে এবারের ৬৭তম লোগি অ্যাওয়ার্ডস ছিল বিতর্ক, আবেগ, আনন্দ আর অঘটন মিলেমিশে এক সেরা অনুষ্ঠান।

সম্পর্কিত নিবন্ধ