বদলে যাচ্ছে হিমালয় পর্বতমালার মেঘ
Published: 5th, August 2025 GMT
হিমালয় পবর্তমালাকে পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক প্রাকৃতিক স্থান বলে বিবেচনা করা হয়। কারণ, হাজার বছর ধরে এ পবর্তমালা তার আদি রূপ ধরে রেখেছে। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে হিমালয় পর্বতমালা আর আগের মতো থাকবে না। সেখানকার মেঘে বিষাক্ত ধাতু পাওয়া গেছে। বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান বোস ইনস্টিটিউটের নতুন এক গবেষণায় মহাবালেশ্বর নামের এলাকার মেঘে দার্জিলিংয়ের তুলনায় দ্বিগুণ বেশি ধাতুর উপস্থিতি পাওয়া গেছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, হিমালয়ের মেঘ নীরবে বিষাক্ত ভারী ধাতু বহন করছে। এতে নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। ক্যানসার সৃষ্টিকারী বিভিন্ন উপাদানের মতো স্বাস্থ্যঝুঁকি দেখা যাচ্ছে। নতুন এক গবেষণায় পূর্ব হিমালয়ের মেঘে পশ্চিম এলাকার মেঘের তুলনায় দেড় গুণ বেশি দূষণ শনাক্ত করা হয়েছে।
বোস ইনস্টিটিউটের গবেষণায় হিমালয়ের মেঘে ক্যাডমিয়াম, তামা ও দস্তার মতো বিষাক্ত ধাতু চিহ্নিত করা হয়েছে। এসব বিষাক্ত ধাতুর কারণে উচ্চ ঘনত্বযুক্ত পূর্ব হিমালয়ে দূষিত মেঘ দেখা যাচ্ছে। এতে বিভিন্ন রোগের শঙ্কা বাড়ছে। মেঘে উপস্থিত দ্রবীভূত ক্রোমিয়াম শ্বাসপ্রশ্বাসের কারণে কার্সিনোজেনিক রোগের কারণ হতে পারে।
বিজ্ঞানীরা বর্তমানে হিমালয়ের আশপাশের অঞ্চলের মেঘে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, তামা ও জিংকের উচ্চ মাত্রার কারণ জানার চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে, পাহাড়ের পাদদেশ থেকে যানবাহন ও শিল্পকারখানা থেকে এসব নির্গমন হচ্ছে। মেঘ ভারী ধাতু পরিবহন করছে বলে বৃষ্টির পানির মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে। এতে হিমালয় অঞ্চলের পানিপ্রবাহে পরিবর্তন আসতে পারে।
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পূজায় থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা: র্যাব
শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-১।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পারভেজ রানা জানান, হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়। ভক্তরা ঘর-বাড়ি, পূজামণ্ডপ ও মন্দির সাজানোর কাজ শুরু করেন এবং বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয়। উৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপন নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপ, মন্দির ও আশপাশের এলাকায় বিশেষ তৎপরতা চালানো হচ্ছে। মহালয়ার দিন থেকেই পূজার প্রস্তুতি শুরু হওয়ায় র্যাব-১ বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপ কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল চালানো হচ্ছে।
আরো পড়ুন:
টেকনাফে মানব পাচারকারী চক্রের আস্তানা থেকে ৮৪ জনকে উদ্ধার
বগুড়ায় ৫ মণ ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
তিনি জানান, শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মণ্ডপ এলাকায় সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়েছে। দুর্গাপূজার সময় যাতে কেউ নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। পূজা উদযাপনকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসন ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব।
ঢাকা/এমআর/এসবি