দেবের সঙ্গে শুভশ্রী, রাজের কী ঘুম হারাম?
Published: 5th, August 2025 GMT
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় তারকা জুটি শুভশ্রী গাঙ্গুলি ও দেব। তাদের পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছিল। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন এই যুগল। কিন্তু শেষটা ভালো হয়নি। দুজনের পথ দুটো আলাদা হয়ে গেছে।
শুভশ্রী ঘর বেঁধেছেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। আর দেব চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে। দীর্ঘ দিন দেব-শুভশ্রীকে এক সিনেমায় যেমন দেখা যায়নি, তেমনি অনুষ্ঠানেও না। বলা যায়, মুখ দেখাদেখিও বন্ধ ছিল!
দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ সিনেমাটির মুক্তি দীর্ঘ দিন ধরে আটকে আছে। জটিলতা কাটিয়ে মুক্তি পেতে যাচ্ছে এটি। গতকাল সিনেমাটির ট্রেইলার মুক্তি অনুষ্ঠান ছিল। তাতে এক মঞ্চে হাজির হন দেব-শুভশ্রী। তাদের নজরকাড়া উপস্থিতি চর্চার কেন্দ্রবিন্দুতে রূপ নেয়। নেটিজেনদের দাবি—“এক মঞ্চে দেব-শুভশ্রীকে দেখার পর ঘুম হারাম হয়েছে রাজ চক্রবর্তী ও রুক্মিণীর।” কিন্তু সত্যি কি তাই? এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন শুভশ্রীর স্বামী রাজ।
আরো পড়ুন:
জন্মদিনে কাজলকে কী বার্তা দিলেন অজয়?
বন্ধুত্ব নিয়ে বলিউড সিনেমার সেরা ১০ সংলাপ
শুভশ্রী-দেবকে এক মঞ্চে ফেরাতে বিশেষ ভূমিকা রেখেছেন বিধায়ক রাজ চক্রবর্তী। এ বিষয়ে এই নির্মাতা বলেন, “আমার স্ত্রীর যেকোনো কাজে আমি পাশে থাকব, এটাই স্বাভাবিক। এর মধ্যে বলার মতো কিছু তো নেই! তেমনই আমি কী করছি, কী করব—সব শুভ জানে। ও ‘মাই লাভ’, ‘মাই জান’।”
খানিকটা ব্যাখ্যা করে রাজ চক্রবর্তী বলেন, “আমি ওর সঙ্গে যেমন আমার সব কথা আলোচনা করি তেমনই ও সব কথা আমার সঙ্গে আলোচনা করে। এটা পেশাজীবনের ক্ষেত্রেও। আমরা যদি মনে করি, কোনো কাজের আগে সেই কাজ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে নেব, আমরা সেটা করি। কেন করি? যাতে আমরা পেশাজীবনে ঠিক থাকি, আমাদের কাজ নিখুঁত হয়। আমরা একে অপরের অভিজ্ঞতাও ভাগ করি। এই জায়গা থেকেই আমাদের লক্ষ্য, নয় বছর পরে দুই সুপারস্টারকে ফেরানো। তাদের ফিরে আসা যেন অনেক দিন পর্যন্ত সকলে মনে রাখে। সেটাই করেছি।”
দেব-শুভশ্রীকে এক মঞ্চে ফেরালেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ চক্রবর্তী। কেন ছিলেন না, তার কারণ ব্যাখ্যা করে এই পরিচালক বলেন, “আমার অনেক কাজ ছিল, অনেক মিটিং ছিল। তাছাড়া, আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না! আমি এই সিনেমার সঙ্গে সরাসরি যুক্ত নই, তৃতীয় পক্ষ। এটা একটা অনুষ্ঠান। এই সিনেমার সঙ্গে যারা যারা যুক্ত তারা উপস্থিত ছিলেন। আমরা দুজনেই কাজের দুনিয়ায় ভীষণ ব্যস্ত। নিজের কাজ মিটিয়ে তারপর বাকি দিক সামলানোর চেষ্টা করি।”
অনুষ্ঠান শেষে শুভশ্রী রাতে বাড়ি ফিরে কী বলেছেন, তা-ও জানিয়েছেন রাজ চক্রবর্তী। তার ভাষায়—“ওর মুখে তৃপ্তির হাসি। অনুষ্ঠান খুব ভালো হয়েছে, উপস্থিত প্রত্যেকে খুশি। বলছিল আর তৃপ্তির হাসি হাসছিল।”
গতকালের অনুষ্ঠানে দেব জানান, সে অনেকটা রাজ চক্রবর্তীর মতো। এ কথা জানার পর রাজ বলেন, “রাজও দেবের মতো।” তাহলে শুভশ্রী কেমন? এ প্রশ্নের জবাবে রাজ চক্রবর্তী বলেন, “দেবের ‘প্রাক্তন বান্ধবী’ শুভশ্রী আমার স্ত্রী। প্রত্যেক মানুষের ‘অতীত’ আছে। আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে? মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা কোনো অপরাধ নয়। তার মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ইতিবাচক দিক রয়েছে। সেটা আছে বলেই সোমবারের অনুষ্ঠান এত সুন্দর, এত সফল। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।”
দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান শুভশ্রী। ২০২০ সালে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র অন ষ ঠ ন উপস থ ত আম র স
এছাড়াও পড়ুন:
‘৫ আগস্ট না এলে গুম হতাম’, বললেন বাঁধন, তাসরিফ বললেন, ‘নিশ্চিত মরতাম’
কোলাজ