ক্রিস গেইল মানেই চার-ছক্কার ঝড়। ক্রিস গেইল মানে ক্রিকেটে বিনোদনের ফুল প্যাকেজ। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার পরও তাই গেইল আকর্ষণীয় এক চরিত্র ক্রিকেটপ্রেমীদের কাছে। সম্প্রতি ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এর দ্বিতীয় আসরে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলের নেতৃত্ব দিয়েছেন গেইল। সেখানেই এক ম্যাচের ফাঁকে উপস্থাপিকা অদিতি বুধাথোকির সঙ্গে একটি ঝটিকা প্রশ্নোত্তর পর্বে ‘ইউনিভার্স বস’ কথা বলেছেন কয়েকটি বিষয়ে।

আরও পড়ুনশিখতে নয়, ট্রফি জিততে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নুরুলরা৭ ঘণ্টা আগে

প্রশ্ন ছিল, কোন বোলারকে মারতে গেইল সবচেয়ে বেশি পছন্দ করতেন? শুনে গেইল একটু হাসেন। কাকে বেছে নেবেন, তা নিয়ে যেন খানিকটা দ্বিধায় পড়ে যান। কারণ, তাঁর হাতে মার খাওয়া বোলারের তালিকাটা তো বেশ লম্বা! তবে শেষ পর্যন্ত যে নামটা বলেছেন, সেটাও অবাক করার মতো।

গেইল বললেন, ‘ওয়াও! ওয়াও! ওয়াও! এত এত বোলার, কাকে যে বেছে নেব! একজনকে কি বেছে নেওয়া যায়! কাকে মারতে সবচেয়ে বেশি পছন্দ করতাম? আমি একজন বাঁহাতি স্পিনারের নাম বলব, ড্যানিয়েল ভেট্টোরি।’

উপস্থাপিকা অদিতি বুধাথোকির সঙ্গে গেইল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বার্সেলোনায় গোলকিপার–সংকট: অধিনায়ক টের স্টেগেন এখন ক্লাবের ‘শত্রু’

মার্ক-আন্দ্রে টের স্টেগেন শুধু বার্সেলোনার এক নম্বর গোলকিপারই নন, দলের অধিনায়কও। অথচ চোটে পড়ার পর সেই টের স্টেগেন এখন হয়ে গেছেন বার্সেলোনার বড় শত্রু! কীভাবে?
চোটের কারণে চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন টের স্টেগেন। এই কারণে বার্সা চেয়েছিল লা লিগার চোট–বদলি নিয়ম ব্যবহার করে দলে নতুন আসা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু জার্মান এই গোলকিপার জানিয়ে দিয়েছেন—নিজের চিকিৎসাসংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে তিনি রাজি নন। আর তাতেই আটকে গেছে বার্সার পরিকল্পনা।

লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে। কিন্তু এর আগে গোলকিপার নিয়ে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গার্সিয়াকে নিবন্ধন করাতে না পারলে লিগে প্রথম ম্যাচে কাকে খেলাবেন ফ্লিক, এ নিয়ে তাঁর কপালে চিন্তার ভাঁজ।

ক্লাবের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন টের স্টেগেন

সম্পর্কিত নিবন্ধ