ক্রিস গেইল মানেই চার-ছক্কার ঝড়। ক্রিস গেইল মানে ক্রিকেটে বিনোদনের ফুল প্যাকেজ। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার পরও তাই গেইল আকর্ষণীয় এক চরিত্র ক্রিকেটপ্রেমীদের কাছে। সম্প্রতি ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এর দ্বিতীয় আসরে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলের নেতৃত্ব দিয়েছেন গেইল। সেখানেই এক ম্যাচের ফাঁকে উপস্থাপিকা অদিতি বুধাথোকির সঙ্গে একটি ঝটিকা প্রশ্নোত্তর পর্বে ‘ইউনিভার্স বস’ কথা বলেছেন কয়েকটি বিষয়ে।

আরও পড়ুনশিখতে নয়, ট্রফি জিততে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নুরুলরা৭ ঘণ্টা আগে

প্রশ্ন ছিল, কোন বোলারকে মারতে গেইল সবচেয়ে বেশি পছন্দ করতেন? শুনে গেইল একটু হাসেন। কাকে বেছে নেবেন, তা নিয়ে যেন খানিকটা দ্বিধায় পড়ে যান। কারণ, তাঁর হাতে মার খাওয়া বোলারের তালিকাটা তো বেশ লম্বা! তবে শেষ পর্যন্ত যে নামটা বলেছেন, সেটাও অবাক করার মতো।

গেইল বললেন, ‘ওয়াও! ওয়াও! ওয়াও! এত এত বোলার, কাকে যে বেছে নেব! একজনকে কি বেছে নেওয়া যায়! কাকে মারতে সবচেয়ে বেশি পছন্দ করতাম? আমি একজন বাঁহাতি স্পিনারের নাম বলব, ড্যানিয়েল ভেট্টোরি।’

উপস্থাপিকা অদিতি বুধাথোকির সঙ্গে গেইল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কান্নায় ব্যালন ডি’অর বরণ দেম্বেলের

দেম্বেলে মাকে পাশে রেখে বুঝে নিয়েছেন ব্যালন ডি’অর ট্রফি। মঞ্চে উঠে সবার আগে অতিথিদের মাঝে বসা মাকে বলেছেন, ‘আমরা একসঙ্গে এটা করেছি।’ আবেগের দমকে দেম্বেলে এরপর টলে যান। কেঁদে ফেলেন। সঞ্চালক কেট স্কট মঞ্চে তাঁর মাকে ডেকে আনার পর ধাতস্থ হলেন একটু। নিজেকে গুছিয়ে দেম্বেলে বললেন, ‘আমার ক্যারিয়ারে অন্যতম সেরা অর্জন। পিএসজিকে ধন্যবাদ জানাতে চাই ২০২৩ সালে আমাকে সই করানোর জন্য। সতীর্থরা গত বছরের মতো এ বছরও অসাধারণ।’

সম্পর্কিত নিবন্ধ