কিশোরগঞ্জ জেলার ৭৪টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে (সচিব) একযোগে বদলি করা হয়েছে। প্রশাসনিক কাজে গতিশীলতা আনতেই এমন উদ্যোগ নেয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের ওই আদেশে বলা হয়, সংশ্লিষ্টদের ১২ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ তিন বছর ধরে যেসব কর্মকর্তা একই কর্মস্থলে কর্মরত ছিলেন, শুধু তাদের বদলি করা হয়েছে। কাজের গতি ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১৩টি উপজেলায় মোট ১০৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে ৭৪ জন সচিবকে এবার একযোগে বদলি করা হয়েছে, যাদের বদলি করা হয়েছে, তাদের মধ্যে অনেকের উপজেলাও পরিবর্তন করা হয়েছে। যা কিশোরগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের নজিরবিহীন উদ্যোগ।
ঢাকা/রুমন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক শ রগঞ জ
এছাড়াও পড়ুন:
বন্দরে রোটর স্পিলিং মিলে অগ্নিকাণ্ড
বন্দরে আরমান আহমেদ রোটর স্পিলিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তের মধ্য আগুন চারদিকে ছড়িয়ে পরলে স্পিলিং মিলের তুলা ও মেশিনারিসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গিয়ে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে।
তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সোয়া ১১টায় বন্দর থানার পৃর্ব লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে, এলাকাবাসী মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমাদের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।