ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখলে নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় এ পরিকল্পনা বা প্রস্তাব অনুমোদন করার বিষয় প্রকাশ্যে নিশ্চিত করেনি। তবে ইসরায়েলের এ উদ্যোগ হবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথম এ খবর জানায় আজ শুক্রবার।

অ্যাক্সিওসের প্রতিবেদনে সাংবাদিক বারাক রাভিদ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘রাজনৈতিক–নিরাপত্তা মন্ত্রিসভা হামাসকে পরাজিত করার প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি দখলের প্রস্তুতি নেবে এবং একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার ব্যবস্থা করবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে রাভিদ আরও জানিয়েছেন, ইসরায়েলের লক্ষ্য হলো, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা সিটির সব ফিলিস্তিনি সাধারণ মানুষকে কেন্দ্রীয় শরণার্থী শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়া।

চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি গণমাধ্যমে খবর আসে যে, নেতানিয়াহু খুব শিগগিরই গাজা উপত্যকার পুরোটা দখলের পরিকল্পনা ঘোষণা করবেন। সোমবার ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, ‘গাজা দখলের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।’

সাংবাদিক রাভিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘গাজা সিটিতে থেকে যাওয়া হামাস যোদ্ধাদের ওপর অবরোধ চাপানো হবে এবং একই সময় সেখানে স্থল অভিযান চালানো হবে।’

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার সংবাদদাতা শিহাব রাত্তানসি বলেছেন, গাজা দখলের ইসরায়েলের পদক্ষেপের ইঙ্গিত কয়েক দিন ধরেই পাওয়া যাচ্ছিল।

‘ডোনাল্ড ট্রাম্প প্রায় সবুজ সংকেতই দিয়ে দিয়েছেন, নেতানিয়াহু যা করতে চান। তিনি (ট্রাম্প) বলেছেন, বিষয়টি ইসরায়েলিদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে,’ বলেন রাত্তানসি।

আরও পড়ুনইসরায়েল গাজা পুরোপুরি দখল করবে কি না, সেটি তার ব্যাপার: ট্রাম্প০৬ আগস্ট ২০২৫

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ‘পুরো গাজা নিয়ন্ত্রণে নেবে’। তিনি একই সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল গাজার ‘শাসনভার গ্রহণ করতে’ চায় না এবং এটি একটি অনির্দিষ্ট তৃতীয় পক্ষের হাতে তুলে দেবে।

ইসরায়েলের লক্ষ্য হলো, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা সিটির সব ফিলিস্তিনি সাধারণ মানুষকে কেন্দ্রীয় শরণার্থী শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়া।বারাক রাভিদ, সাংবাদিক

‘আমরা গাজা রাখতে চাই না। আমরা শুধু একটি নিরাপত্তা বলয় চাই। আমরা এখানে শাসন করতে চাই না,’ বলেন নেতানিয়াহু।এর আগে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি গণমাধ্যমে খবর আসে যে, নেতানিয়াহু খুব শিগগিরই গাজা উপত্যকার পুরোটা দখলের পরিকল্পনা ঘোষণা করবেন।

গত সোমবার ইসরায়েলের চ্যানেল ১২–এর প্রতিবেদনে বলা হয়, ‘গাজা দখলের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।’ তারা নেতানিয়াহুর কার্যালয়ের নাম প্রকাশ না করা এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায়।

আরও পড়ুনগাজায় কেউ না খেয়ে নেই—দাবি নেতানিয়াহুর, দ্বিমত ট্রাম্পের২৯ জুলাই ২০২৫আরও পড়ুনইসরায়েলের হামলার মুখে গাজায় অবশিষ্ট আছে মাত্র দেড় শতাংশ ফসলি জমি১১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল র দখল র প প রস ত

এছাড়াও পড়ুন:

হুমা কুরেশির ভাই খুন

বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাত ভাইকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকায় হত্যা করা হয় আসিফ কুরেশিকে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। 

এ প্রতিবেদে জানিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে নিজামুদ্দিনের জংপুরা ভোগল লেনে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত দুইজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, আসিফের বাড়ির প্রধান গেটের সামনে একটি টু-হুইলার পার্কিং নিয়ে তার সঙ্গে দুই ব্যক্তির মধ্যে বিবাদ শুরু হয়। এরপর অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় আসিফকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

বলিউডের নয়া ‘ক্রাশ’ অনীত

হৃতিকের ছেলেকে পাপারাজ্জিদের তাড়া, ভিডিও ভাইরাল

আসিফের স্ত্রী ও আত্মীয়দের অভিযোগ, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তরা তাকে নৃশংসভাবে আক্রমণ করে। 

আসিফের স্ত্রী সাইনাজ কুরেশি বলেন, “আসিফ কাজ থেকে বাড়ি ফেরার পর দেখতে পান, প্রতিবেশীর টু-হুইলারটি আমাদের বাড়ির প্রধান গেটের সামনে রাখা রয়েছে। এরপর আসিফ তাদের গাড়িটি সেখান থেকে সরাতে বলেন। কিন্তু গাড়ি সরানোর পরিবর্তে প্রতিবেশীরা আসিফকে গালিগালাজ করতে শুরু করে। তারপর ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ চালায়।” 

এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এখন তদন্ত চলছে। তবে বিষয়টি নিয়ে হুমা কুরেশির কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ