শ্রীপুরে পিস্তল নিয়ে তরুণ–তরুণীর খুনসুটি, ভিডিও ফেসবুকে
Published: 8th, August 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে একটি রেস্তোরাঁর খাবার টেবিলের সামনের চেয়ারে বসে আছেন এক তরুণ ও তরুণী। একটি পিস্তল হাতে নিয়ে খুনসুটিতে ব্যস্ত তাঁরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।
চেয়ারে বসে থাকা ওই দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ (১৮)। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আজাহারুল মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, কিছুদিন আগে সাজ্জাদ হোসেন মোড়লকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা-পুলিশ। এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে তাঁর জড়িত থাকার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। চাঁদাবাজি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। স্থানীয় লোকজনের ভাষ্য, এমসি বাজার ও আশপাশের এলাকায় তিনি ‘কিশোর গ্যাং লিডার’ হিসেবে পরিচিত।
ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কোনো একটি রেস্তোরাঁর খাবার টেবিলের পাশের চেয়ারে বসে আছেন অজ্ঞাতনামা এক তরুণী ও সাজ্জাদ হোসেন। তরুণীর হাতে তিনি রুপালি রঙের একটি পিস্তল তুলে দেন। ওই তরুণী পিস্তল নিয়ে তাঁর দিকে তাক করেন। অপর দিকে সাজ্জাদ হোসেনও আঙুল দিয়ে পিস্তলে গুলি করার অঙ্গভঙ্গি করে তাঁর সঙ্গে খুনসুটি করেন। তাঁরা যেখানে বসেছেন, তার বিপরীত পাশ থেকে অন্য কেউ ভিডিওটি তাঁদের জ্ঞাতসারে করেছে বলে আপাতদৃষ্টে মনে হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, এটি পুরোনো ভিডিও। কিছুদিন আগে একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি এখন কারাগারে আছেন। তবে তাঁর কাছ থেকে তখন কোনো অস্ত্র উদ্ধার হয়নি। ওসি আরও বলেন, ছড়িয়ে পড়া ভিডিও যাচাই–বাছাই ছাড়া নিশ্চিত করা যাবে না এটি আসল নাকি নকল বস্তু। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কমল হাসানের পায়ের ধুলোরও যোগ্য নন শাহরুখ: লিলিপুট
বলিউড বাদশা শাহরুখ খান দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন। দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়ালেও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার কখনো পাননি। এ নিয়ে চাপা আক্ষেপ বয়ে বেড়াচ্ছিলেন। ৭১তম জাতীয় চলচ্চিত্রে পুরস্কার সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছে। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা প্রকাশের পর থেকে নানা ধরনের সমালোচনা চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অনেকে শাহরুখ খানকে আক্রমণ করেও মন্তব্য করেছেন। এবার শাহরুখ খানকে নিয়ে প্রশ্ন তুললেন বলিউড অভিনেতা লিলিপুট। কেবল তাই নয়, কমল হাসানের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করেছেন ৭৪ বছরের এই অভিনেতা।
কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন লিলিপুট। এ আলাপচারিতায় তিনি বলেন, “যে অন্ধ নয়, সে অন্ধের অভিনয় করতে পারে। কিন্তু যে বামন নয়, সে কীভাবে একজন বামনের চরিত্রে অভিনয় করবে? কারণ বামনরাও স্বাভাবিক—তাদের হাতের নাড়াচড়া স্বাভাবিক, তারা হাসে, ভাবে—সব কিছু স্বাভাবিক মানুষের মতোই, শুধু তাদের চেহারাটা আলাদা। তাহলে আপনি এতে কীভাবে অভিনয় করবেন? আপনাকে প্রযুক্তির মাধ্যমে ছোট করে দেখাতে হবে।”
আরো পড়ুন:
হুমা কুরেশির ভাই খুন
বলিউডের নয়া ‘ক্রাশ’ অনীত
শাহরুখ খানের সমালোচনা করে লিলিপুট বলেন, “আমরা জানি আপনি সুদর্শন, চমৎকার দেখতে—সেখানেই আমাদের ধারণা থমকে যায়। আমরা একজন বামনকে দেখছি না, বরং এমন একজন হিরোকে দেখছি যাকে ভিএফএক্স দিয়ে ছোট করে দেখানো হয়েছে। আপনার চিত্রনাট্য কী বলার চেষ্টা করছে?”
তামিল ভাষার ‘অপ্পু রাজা’ সিনেমায় অভিনয় করেছেন কমল হাসান। বরেণ্য এই অভিনেতার সঙ্গে শাহরুখ খানের ‘জিরো’ সিনেমার তুলনা করেন লিলিপুট। এ সিনেমায় শাহরুখ একজন বামনের চরিত্রে অভিনয় করেন। পাশাপাশি শাহরুখ খান যথেষ্ট হোমওয়ার্ক করেননি বলেও দাবি তার।
এ বিষয়ে লিলিপুট বলেন, “আপনি ‘অপ্পু রাজা’ এর বুদ্ধিমত্তা দেখেন। কমল হাসান একজন বামন ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। বামনদের শরীর কিছুটা বিকৃত থাকে, তাদের আঙুল ছোট হয়, একটু মোটা হয়, হাত, মুখ ও পা অন্যরকম হয়—তাহলে আপনি যখন সেই ধরনের প্রভাব ফেলতে পারছেন না, তখন কেন এমন একটা কাজ করলেন? কীভাবে ভাবলেন আপনি এর মাধ্যমে প্রভাব ফেলতে পারবেন?”
কমল হাসানকে অনুকরণ করেছেন শাহরুখ খান। এ দাবি করে লিলিপুট বলেন, “আপনি কমলজির অনুকরণ করেছেন। কিন্তু আপনি তার পায়ের ধুলোরও যোগ্য নন।”
আনন্দ এল রাই নির্মিত ‘জিরো’ সিনেমা ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর দর্শক-সমালোচকদের নেতিবাচক প্রতিক্রিয়া পান। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করেছিল ১৯১.৪৩ কোটি রুপি। এ ব্যর্থতার পরই শাহরুখ খান আড়ালে চলে যান। দীর্ঘ বিরতিতে নিজেকে প্রস্তুত করেন। ২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে তার রাজকীয় প্রত্যাবর্তন হয়।
‘জওয়ান’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। এ সিনেমা ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এটি পরিচালনা করেন অ্যাটলি কুমার। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল এটি।
ঢাকা/শান্ত