যেসব রোগ থাকলে ‘গ্রিন টি’ পান করবেন না
Published: 8th, August 2025 GMT
‘সুপার ড্রিঙ্কস’ হিসেবে পরিচিত গ্রিন টি ক্যাফেইন সংবেদনশীলতা বাড়িয়ে তুলতে পারে। চিকিৎসকেরা বলেন, ‘‘ যাদের ক্যাফেইনের প্রতি তীব্র সংবেদনশীলতা রয়েছে তারা গ্রিন টি পান করার পর অনিদ্রা, উদ্বেগ, বিরক্তি, বমি বমি ভাব বা পেট খারাপের মতো সমস্যায় ভুগতে পারেন।’’
মেডিকেল নিউজ টু-ডে-এর তথ্য অনুযায়ী ‘‘ গ্রিন টি নির্যাসের উচ্চ ঘনত্ব গ্রহণ বিরল ক্ষেত্রে লিভারের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। যদি কোনো ব্যক্তি উদ্দীপক ওষুধের পাশাপাশি গ্রিন টি পান করেন, তবে এটি তাদের রক্তচাপ এবং হৃদস্পন্দন বৃদ্ধি করতে পারে।’’
সাধারণত ২-৩ কাপের বেশি গ্রিন টি পান করা উচিত নয়। আর যদি শরীরে এই ৫ সমস্যা থাকে, তা হলে সম্পূর্ণরূপে গ্রিন টি এড়িয়ে চলুন।
আরো পড়ুন:
কান দিয়ে পানি পড়লে কী সার্জারির দরকার আছে?
টানা তিন দিন ৪ ঘণ্টা করে ঘুমালে শরীরে যেসব পরিবর্তন আসতে পারে
গ্রিন টি পান করলে যেসব রোগ বেড়ে যেতে পারে
মাথাব্যথা বা মাইগ্রেন
গ্রিন টিতে থাকা ক্যাফেইন মাথাব্যথা ট্রিগার করতে পারে। যদি মাইগ্রেনের সমস্যা থাকে, তা হলে আরও এড়িয়ে চলুন এই পানীয়।
অস্থিরতা
উচ্চ মাত্রায় ক্যাফেইন থাকায়, এমন পানীয় খাবেন না। এতে অ্যাংজাইটি বাড়ে। শরীরে অস্থিরতা তৈরি হতে পারে।
অনিদ্রা
যাদের ঘুমের সমস্যা আছে, তারা গ্রিন টি পান করবেন না।
বমি বমি ভাব
গ্রিন টিয়ের মধ্যে ট্যানিন রয়েছে, যা পেটের সমস্যা বাড়াতে পারে। খালি পেটে গ্রিন টি পান করলে বমি বমি ভাব দেখা দিতে পারে। অনেক সময় বমি ও ডায়ারিয়ার মতো উপসর্গও দেখা দেয়। আবার অ্যাসিড রিফ্লাক্সও হতে পারে।
অনিয়মিত হৃদস্পন্দন
গ্রিন টিতে থাকা উচ্চ মাত্রায় ক্যাফেইনের প্রভাবে হার্ট রেট বেড়ে যেতে পারে। হার্টের অসুখে ভুগলে গ্রিন টি এড়িয়ে চলুন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক য ফ ইন প ন কর সমস য
এছাড়াও পড়ুন:
ঘরে ঢুকে যুবকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. ইউনুছ (৩৫)। তিনি উপজেলার হাজিগাঁও কর্ণফুলী কটন মিল এলাকার এয়াকুব আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর। গত বুধবার রাতে মাথার আঘাত নিয়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
স্থানীয় বাসিন্দারা ও পুলিশ জানায়, এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত আটটার দিকে ইউনুছের সঙ্গে মো. নিলয় নামে স্থানীয় এক বাসিন্দার কথা-কাটাকাটি হয়। এরই জেরে রাতে মো. নিলয় ও তাঁর এক সহযোগী ঘরে ঢুকে মো. ইউনুছের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এরপর গুরুতর আহত অবস্থায় ইউনুছকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।
এদিকে ইউনুছের ওপর হামলার পর তাঁর প্রতিবেশীরা মো. নিলয়কে ধরে পিটুনি দেন। আহত অবস্থায় তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পুলিশ তাঁকে আটক করে।
মো. ইউনুছের মৃত্যুর বিষয়টি আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা রাতেই হাসপাতাল থেকে অভিযুক্ত নিলয়কে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’