ঘরে বা বাইরে গুরুত্বপূর্ণ কাজ করার সময় পরিচিত বা অপরিচিত কেউ ফোন করতে চাইলেও কথা বলা যায় না। তবে কল মিস করার পর ফিরতি কল দেওয়ার কথা অনেকের মনে থাকে না। ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ কাজেও বিঘ্ন ঘটার পাশাপাশি সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলে। এ সমস্যা সমাধানে আইওএস ২৬ অপারেটিং সিস্টেমে পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয়েছে ‘কুইক কলব্যাক রিমাইন্ডার’ সুবিধা।

কুইক কলব্যাক রিমাইন্ডার সুবিধা কাজে লাগিয়ে সরাসরি ফোন অ্যাপ থেকেই মিসড কলের রিমাইন্ডার সেট করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। এর ফলে নির্দিষ্ট সময়ের পরে স্বয়ংক্রিয়ভাবে মিস কলের তথ্য আইফোনের পর্দায় দেখা যাবে। এমনকি প্রতিদিন নিয়মিত কাউকে ফোন করার প্রয়োজন হলে তা-ও নির্দিষ্ট সময়ে মনে করিয়ে দেবে সুবিধাটি।

আরও পড়ুনআইওএস ২৬ হালনাগাদ যেসব আইফোনে মিলবে, যেসব ফোনে মিলবে না১১ জুন ২০২৫

অ্যাপলের তথ্যমতে, কুইক কলব্যাক রিমাইন্ডার সেট করতে ব্যবহারকারীকে ফোন অ্যাপে ‘রিসেন্টস’ অংশে যেতে হবে। সেখানে মিসড কলের ওপর বাঁ দিকে সোয়াইপ করলে একটি নীল রঙের রিমাইন্ডার চিহ্ন দেখা যাবে। সেটিতে ক্লিক করলেই রিমাইন্ড মি ইন ১ আওয়ার, রিমাইন্ড মি টুনাইট, রিমাইন্ড মি টুমরো ও রিমাইন্ড মি লেটার নামের চারটি অপশন দেখা যাবে। এখান থেকে রিমাইন্ড মি লেটার অপশনটি বেছে নিয়ে ব্যবহারকারী নিজের সুবিধামতো দিন ও সময় ঠিক করে নিতে পারবেন। এই রিমাইন্ডার স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে আইফোনের ‘রিমাইন্ডারস’ অ্যাপে।

প্রসঙ্গত, গত জুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ডব্লিউডব্লিউডিসি সম্মেলনে নিজেদের পরবর্তী প্রজন্মের মোবাইল অপারেটিং সিস্টেম ‘আইওএস ২৬’ প্রদর্শন করে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, আগামী সেপ্টেম্বরে আইওএস ২৬ অপারেটিং সিস্টেম বিনা মূল্যে আপডেট আকারে উন্মুক্ত করা হবে। ফলে আগামী মাস থেকেই আইওএস ২৬ অপারেটিং সিস্টেমে চলা সব আইফোনে স্মার্ট রিমাইন্ডার সুবিধা ব্যবহার করা যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ম ইন ড র স র ম ইন ড ম ব যবহ র আইফ ন

এছাড়াও পড়ুন:

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ 

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রদূতে আমন্ত্রণে বাংলাদেশ অবস্থিত চীনা দূতাবাসে আয়োজিত এ অনুষ্ঠানে ডাকসু নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন:

রাবিতে কমপ্লিট শাটডাউনে ইবির জিয়া পরিষদের সংহতি

বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবির ১৮ গবেষক

এতে ডাকসু সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাকসুর কোষাধ্যক্ষ এবং ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচএম মোশারফ হোসেনসহ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সম্পাদকবৃন্দ।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধিসহ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নিজেদের মতামত প্রদান করেন সম্পাদকবৃন্দ। 

প্রস্তাবিত ৫০০০ ছাত্রীদের আবাসন সুবিধা সম্বলিত চায়না-বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণ কাজ এ বছরের মধ্যেই শুরু হবে বলে আলোচনা হয়। ডাকসুর নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরো দুটো হল নির্মাণের প্রস্তাব দেন এবং রাষ্ট্রদূত তা বাস্তবায়নে দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন। এছাড়াও তারা বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, স্কলারশিপ, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।

ডাকসুর নব নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক প্রদান করা হয় এবং ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদেরও শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন চীনের রাষ্ট্রদূত।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ