আইফোনে আসছে স্মার্ট রিমাইন্ডার, যে সুবিধা পাওয়া যাবে
Published: 8th, August 2025 GMT
ঘরে বা বাইরে গুরুত্বপূর্ণ কাজ করার সময় পরিচিত বা অপরিচিত কেউ ফোন করতে চাইলেও কথা বলা যায় না। তবে কল মিস করার পর ফিরতি কল দেওয়ার কথা অনেকের মনে থাকে না। ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ কাজেও বিঘ্ন ঘটার পাশাপাশি সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলে। এ সমস্যা সমাধানে আইওএস ২৬ অপারেটিং সিস্টেমে পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয়েছে ‘কুইক কলব্যাক রিমাইন্ডার’ সুবিধা।
কুইক কলব্যাক রিমাইন্ডার সুবিধা কাজে লাগিয়ে সরাসরি ফোন অ্যাপ থেকেই মিসড কলের রিমাইন্ডার সেট করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। এর ফলে নির্দিষ্ট সময়ের পরে স্বয়ংক্রিয়ভাবে মিস কলের তথ্য আইফোনের পর্দায় দেখা যাবে। এমনকি প্রতিদিন নিয়মিত কাউকে ফোন করার প্রয়োজন হলে তা-ও নির্দিষ্ট সময়ে মনে করিয়ে দেবে সুবিধাটি।
আরও পড়ুনআইওএস ২৬ হালনাগাদ যেসব আইফোনে মিলবে, যেসব ফোনে মিলবে না১১ জুন ২০২৫অ্যাপলের তথ্যমতে, কুইক কলব্যাক রিমাইন্ডার সেট করতে ব্যবহারকারীকে ফোন অ্যাপে ‘রিসেন্টস’ অংশে যেতে হবে। সেখানে মিসড কলের ওপর বাঁ দিকে সোয়াইপ করলে একটি নীল রঙের রিমাইন্ডার চিহ্ন দেখা যাবে। সেটিতে ক্লিক করলেই রিমাইন্ড মি ইন ১ আওয়ার, রিমাইন্ড মি টুনাইট, রিমাইন্ড মি টুমরো ও রিমাইন্ড মি লেটার নামের চারটি অপশন দেখা যাবে। এখান থেকে রিমাইন্ড মি লেটার অপশনটি বেছে নিয়ে ব্যবহারকারী নিজের সুবিধামতো দিন ও সময় ঠিক করে নিতে পারবেন। এই রিমাইন্ডার স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে আইফোনের ‘রিমাইন্ডারস’ অ্যাপে।
প্রসঙ্গত, গত জুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ডব্লিউডব্লিউডিসি সম্মেলনে নিজেদের পরবর্তী প্রজন্মের মোবাইল অপারেটিং সিস্টেম ‘আইওএস ২৬’ প্রদর্শন করে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, আগামী সেপ্টেম্বরে আইওএস ২৬ অপারেটিং সিস্টেম বিনা মূল্যে আপডেট আকারে উন্মুক্ত করা হবে। ফলে আগামী মাস থেকেই আইওএস ২৬ অপারেটিং সিস্টেমে চলা সব আইফোনে স্মার্ট রিমাইন্ডার সুবিধা ব্যবহার করা যাবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ম ইন ড র স র ম ইন ড ম ব যবহ র আইফ ন
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে দুই পক্ষের মিছিল-উত্তেজনা, আটক ৩
সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে কালীগঞ্জ উপজেলার ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নাশকতার আশঙ্কায় তিনজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুরের শুভংকর ঘোষ (৪০), কাশিবাটির আবদুল মান্নান সরদার (২৩) ও বাটরার আল মামুন (২৩)।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনের নেতৃত্বে ফুলতলায় মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। একই সময় মনোনয়নবঞ্চিত প্রার্থী শহিদুল আলমের সমর্থকেরা কালো পতাকা মিছিলের আয়োজন করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হলে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
গতকাল রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পাওয়া যায়, একদল নাশকতাকারী বিপুল পরিমাণ লাঠিসোঁটা, ইটপাটকেল, গুলতি, লোহার বল, ধারালো অস্ত্রসহ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কালীগঞ্জ সেনা ক্যাম্পের বিশেষ টহল দল দ্রুত ফুলতলা এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অস্ত্র ও লোহার টুকরা পাশের নদীতে ফেলে পালানোর চেষ্টা করেন। পরে সেনাসদস্যরা চারজনকে আটক করেন ও চারটি গাড়ি (একটি মিনি ট্রাক ও তিনটি পিকআপ ভ্যান) জব্দ করে পুলিশে হস্তান্তর করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় লাঠি, ইটপাটকেল, গুলতি, লোহার পাইপ ও ধারালো লোহার টুকরা। পরে পুলিশ এক তরুণকে তাঁর বাবার জিম্মায় ছেড়ে দেয়।
বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনের ছেলে কাজী সাজিদ রহমানের দাবি, ‘মনোনয়ন না পাওয়া শহিদুল আলমের কর্মী-সমর্থকেরা আমাদের ওপর হামলা করার উদ্দেশ্যে এসব লাঠিসোঁটা নিয়ে এসেছিলেন।’
এ বিষয়ে শহিদুল আলম বলেন, ‘আমি শুনেছি কিছু মানুষ কাজী আলাউদ্দিনকে বয়কট করার জন্য কালো পতাকা নিয়ে সেখানে গিয়েছিলেন। আমার কর্মী-সমর্থকেরা কেউ লাঠিসোঁটা নিয়ে সেখানে যাওয়ার প্রশ্নই আসে না।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সেনাবাহিনী গতকাল রাত ১০টার দিকে চারজনকে থানায় সোপর্দ করে। আটক চারজনই পিকআপচালক। তাঁদের একজন এইচএসসি পরীক্ষার্থী। তাঁকে তাঁর বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্য তিনজনকে আজ শুক্রবার সকালে ১৫১ ধারায় আদালতে পাঠানো হবে। তাঁদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলা দেওয়া হয়নি।