ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আসা ফুটবলারদের জন্য নতুন তীর্থ স্থান হয়ে উঠেছে সৌদি প্রো লিগ ও মেজর লিগ সকার (এমএলএস)। ক্রিস্টিয়ানো রোনালদোর পথ ধরে সৌদি লিগ এবং লিওনেল মেসিকে অনুসরণ করে এমএলএসের ক্লাবগুলোকে বেছে নিচ্ছেন ফুটবলাররা।

চলতি দলবদলে ক্যারিয়ারের গোধূলিবেলায় প্রবেশ করা বেশ কজন ফুটবলার যেমন বেছে নিলেন এমএলএসকে। যাঁর সর্বশেষ নাম টমাস মুলার। বায়ার্ন মিউনিখের এই কিংবদন্তি জার্মান স্ট্রাইকার চলতি দলবদলে যোগ দিয়েছেন এমএলএসের ক্লাব ভ্যানকুভার হোয়াইটক্যাপসে। মুলারের যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে মার্কিন ক্লাবটি।

৩৫ বছর বয়সী মুলার শুধু বায়ার্নের হয়েই কাটিয়েছেন ২৫ বছর। এমনকি পেশাদার ফুটবলে অভিষেকের পর মূল দলের হয়েই খেলেছেন ১৭ বছর। এই সময়ে ১৩টি লিগ এবং ২টি চ্যাম্পিয়নস লিগ শিরোপাসহ জিতেছেন অসংখ্য ট্রফি। তবে সব ভালো কিছুই কখনো না কখনো নাকি শেষ হতে হয়। সে নিয়ম মেনেই গত মৌসুমে লিগ জেতার পর বায়ার্ন ছাড়ার ঘোষণা দেন মুলার। আর এবার তিনি যোগ দিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ভ্যানকুভারে।

আরও পড়ুনমেসির লিগে যোগ দিয়েছেন হিউং-মিন সন০৬ আগস্ট ২০২৫

নতুন ক্লাবে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় মুলার বলেছেন, ‘আমি এই দলকে চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করার জন্য ভ্যানকুভারে আসার অপেক্ষায় আছি। শহরটি সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি, তবে সবার আগে ও প্রধানত আমি আসছি শিরোপা জিততে।’

এই মুহূর্তে এমএলএসের ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ২ নম্বরে আছে ভ্যানকুভার। শীর্ষে থাকা সান ডিয়েগোর চেয়ে এক ম্যাচ কম খেলে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

মুলার ছাড়াও এই মৌসুমে ইউরোপ থেকে বেশ কজন তারকা ফুটবলার এমএলএসে যোগ দিয়েছেন। এর আগে রদ্রিগো দি পল আতলেতিকো মাদ্রিদ থেকে এসেছেন ইন্টার মায়ামিতে। যেখানে জাতীয় দল সতীর্থ লিওনেল মেসির সঙ্গে জুটি বেঁধেছেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার।

আরও পড়ুনমেসি পাশে থাকায় ক্লাব ক্যারিয়ারে ট্রফিখরা নিয়ে ভাবনা নেই দি পলের০২ আগস্ট ২০২৫

টটেনহামের কিংবদন্তি ফুটবলার সন হিউং–মিনও এসেছেন এমএলএসে। স্পার্সদের সঙ্গে ১০ বছরের সম্পর্কের ইতি টেনে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড নাম লিখিয়েছেন লস অ্যাঞ্জেলেস এফসিতে।

এই বড় নামগুলোর পাশাপাশি আরও বেশ কজন ফুটবলার ইউরোপ ছেড়ে এবারের দলবদলে এমএলএসে এসেছেন। তাঁদের মধ্যে রব হোল্ডিং (ক্রিস্টাল প্যালেস থেকে কলোরাডো র‍্যাপিডস), হ্যারি তোফোলো (নটিংহাম থেকে শার্লট এফসি) এবং হুয়ান বেরোকাল (হেতাফে থেকে আটলান্টা) উল্লেখযোগ্য।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল র

এছাড়াও পড়ুন:

১২ দল নিয়েই কি প্রথম বিভাগ ক্রিকেট

২০টি ক্লাব নিয়েই প্রতিবছর হয় প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের অধীন খেলবে না জানিয়ে বিসিবিকে চিঠি দেওয়া ৪৩টি ক্লাবের মধ্যে প্রথম বিভাগের ক্লাবও আছে আটটি।

আজ প্রথম বিভাগের দলবদল দিয়ে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুমের কার্যক্রম। দলবদলের প্রথম দিনে অংশ নিয়েছে ৯টি ক্লাব। এর মধ্যে আছে যে ক্লাবের কাউন্সিলর হিসেবে তামিম ইকবালের বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল, সেই ওল্ড ডিওএইচএস ক্লাবও।

আগামীকাল দলবদলের শেষ দিন। তাতে আরও অন্তত তিনটি দলের অংশ নেওয়ার কথা। এর বাইরে বিদ্রোহী দু–একটি ক্লাবও শেষ পর্যন্ত দলবদলে অংশ নিতে পারে বলে আশা করছে সিসিডিএম।

আরও পড়ুনযে কারণে জাতীয় দলের চাকরি ছাড়লেন সালাউদ্দিন১০ ঘণ্টা আগে

তবে বিদ্রোহী কোনো ক্লাব না খেললেও যে কয়টি ক্লাবই হোক, তাদের নিয়েই লিগ আয়োজনের অবস্থানে অনড় বিসিবি। সিসিডিএমের চেয়ারম্যান আদনান রহমান প্রথম আলোকে বলেছেন, ‘যে কয়টা ক্লাবই দলবদল করুক, আমরা লিগ মাঠে গড়ানোর বিষয়ে অনড় অবস্থানে আছি। যারা অংশ নেবে না, তারা অবনমিত হয়ে যাবে।’

গত পরশু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, কোনো ক্লাব লিগে অংশ না নিলে বা মাঝপথে লিগ থেকে সরে গেলে তাদের অবনমিত করা হবে। তবু নিজেদের অবস্থানে অনড় আছে বিদ্রোহী ক্লাবগুলো।

রায়ের বাজার ক্লাবের কর্মকর্তা সাব্বির আহমেদ আজ প্রথম আলোকে বলেছেন, ‘আমরা মনে করি, এই বোর্ড অবৈধ। তাদের অধীনে থাকা সিসিডিএমও অবৈধ। তারা কী বলল, কাকে অবনমিত করল—এসব নিয়ে আমরা একদমই চিন্তা করছি না।’

আজ প্রথম বিভাগের দলবদল দিয়ে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুমের কার্যক্রম

সম্পর্কিত নিবন্ধ

  • যেখানে অসহায় ক্রিকেটারদের রুটি–রুজি, হার মানে ক্রিকেট
  • ১২ দল নিয়েই কি প্রথম বিভাগ ক্রিকেট