এমএলএসে এবার মুলার: ইউরোপে মৌসুম শেষে আর কারা গেলেন
Published: 8th, August 2025 GMT
ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আসা ফুটবলারদের জন্য নতুন তীর্থ স্থান হয়ে উঠেছে সৌদি প্রো লিগ ও মেজর লিগ সকার (এমএলএস)। ক্রিস্টিয়ানো রোনালদোর পথ ধরে সৌদি লিগ এবং লিওনেল মেসিকে অনুসরণ করে এমএলএসের ক্লাবগুলোকে বেছে নিচ্ছেন ফুটবলাররা।
চলতি দলবদলে ক্যারিয়ারের গোধূলিবেলায় প্রবেশ করা বেশ কজন ফুটবলার যেমন বেছে নিলেন এমএলএসকে। যাঁর সর্বশেষ নাম টমাস মুলার। বায়ার্ন মিউনিখের এই কিংবদন্তি জার্মান স্ট্রাইকার চলতি দলবদলে যোগ দিয়েছেন এমএলএসের ক্লাব ভ্যানকুভার হোয়াইটক্যাপসে। মুলারের যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে মার্কিন ক্লাবটি।
৩৫ বছর বয়সী মুলার শুধু বায়ার্নের হয়েই কাটিয়েছেন ২৫ বছর। এমনকি পেশাদার ফুটবলে অভিষেকের পর মূল দলের হয়েই খেলেছেন ১৭ বছর। এই সময়ে ১৩টি লিগ এবং ২টি চ্যাম্পিয়নস লিগ শিরোপাসহ জিতেছেন অসংখ্য ট্রফি। তবে সব ভালো কিছুই কখনো না কখনো নাকি শেষ হতে হয়। সে নিয়ম মেনেই গত মৌসুমে লিগ জেতার পর বায়ার্ন ছাড়ার ঘোষণা দেন মুলার। আর এবার তিনি যোগ দিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ভ্যানকুভারে।
আরও পড়ুনমেসির লিগে যোগ দিয়েছেন হিউং-মিন সন০৬ আগস্ট ২০২৫নতুন ক্লাবে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় মুলার বলেছেন, ‘আমি এই দলকে চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করার জন্য ভ্যানকুভারে আসার অপেক্ষায় আছি। শহরটি সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি, তবে সবার আগে ও প্রধানত আমি আসছি শিরোপা জিততে।’
এই মুহূর্তে এমএলএসের ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ২ নম্বরে আছে ভ্যানকুভার। শীর্ষে থাকা সান ডিয়েগোর চেয়ে এক ম্যাচ কম খেলে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
মুলার ছাড়াও এই মৌসুমে ইউরোপ থেকে বেশ কজন তারকা ফুটবলার এমএলএসে যোগ দিয়েছেন। এর আগে রদ্রিগো দি পল আতলেতিকো মাদ্রিদ থেকে এসেছেন ইন্টার মায়ামিতে। যেখানে জাতীয় দল সতীর্থ লিওনেল মেসির সঙ্গে জুটি বেঁধেছেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার।
আরও পড়ুনমেসি পাশে থাকায় ক্লাব ক্যারিয়ারে ট্রফিখরা নিয়ে ভাবনা নেই দি পলের০২ আগস্ট ২০২৫টটেনহামের কিংবদন্তি ফুটবলার সন হিউং–মিনও এসেছেন এমএলএসে। স্পার্সদের সঙ্গে ১০ বছরের সম্পর্কের ইতি টেনে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড নাম লিখিয়েছেন লস অ্যাঞ্জেলেস এফসিতে।
এই বড় নামগুলোর পাশাপাশি আরও বেশ কজন ফুটবলার ইউরোপ ছেড়ে এবারের দলবদলে এমএলএসে এসেছেন। তাঁদের মধ্যে রব হোল্ডিং (ক্রিস্টাল প্যালেস থেকে কলোরাডো র্যাপিডস), হ্যারি তোফোলো (নটিংহাম থেকে শার্লট এফসি) এবং হুয়ান বেরোকাল (হেতাফে থেকে আটলান্টা) উল্লেখযোগ্য।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল র
এছাড়াও পড়ুন:
ডি পল-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মেসিহীন মায়ামি
লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে লিগস কাপে পুমাসকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। গোলের পাশাপাশি সতীর্থদের দুটি গোলেও সহায়তা করেছেন উরুগুইয়ান এই তারকা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভোরে অনুষ্ঠিত ম্যাচে পাওয়া এই জয়ে লিগস কাপের নকআউট পর্ব তথা কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ডেভিড বেকহ্যামের দল।
তবে এই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। ডান পায়ের হালকা চোটের কারণে তিনি আপাতত মাঠের বাইরে। গত শনিবার নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুতেই চোট পেয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর। যদিও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। তবে মাঠের বাইরে থেকে ম্যাচটি উপভোগ করেছেন দর্শক গ্যালারির স্যুট থেকে।
আরো পড়ুন:
অবশেষে সংশয়ই সত্যি হলো, মাঠের বাইরে মেসি
ইনজুরির শঙ্কা, উত্তেজনার ঝড়: শেষ হাসি হাসল মেসিহীন মায়ামি
এই জয়ের ফলে ইন্টার মায়ামি প্রথম এমএলএস ক্লাব হিসেবে লিগস কাপের এবারের আসরের নকআউট পর্বে জায়গা করে নিলো। বর্তমানে তাদের পয়েন্ট সংখ্যা ৮।
এদিন ম্যাচের ৩৪ মিনিটে পুমাসের জর্জে রুভালকাবা গোল করে দলকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৫তম মিনিটে) সুয়ারেজের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতা ফেরান ডি পল। এটি ছিল ইন্টার মায়ামির হয়ে ডি পলের প্রথম গোল।
ডি পল, যিনি মূলত লিওনেল মেসির সঙ্গে খেলার লক্ষ্যেই এমএলএসে এসেছেন। ক্লাবটির হয়ে অভিষেক করেছিলেন গত সপ্তাহে আটলাসের বিপক্ষে। নেকাক্সার বিপক্ষে ম্যাচে তিনি দুটি অ্যাসিস্ট করেছিলেন।
৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ। পেনাল্টিটি এসেছিল পুমাস ডিফেন্ডার হোসে কাইসেদোর হ্যান্ডবলের কারণে। গত ২৩ জুন ক্লাব বিশ্বকাপে পামেইরাসের বিপক্ষে গোলের পর এটিই সুয়ারেজের প্রথম গোল।
এরপর ৬৯ মিনিটে সুয়ারেজের আরেকটি দারুণ অ্যাসিস্ট থেকে গোল করেন তাদেও অ্যালেন্দে। ম্যাচের বাকি সময়টায় আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে ও শেষ আট নিশ্চিত করে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
ঢাকা/আমিনুল