বাংলাদেশ ক্রিকেটের জন্য যেন খেলার বাইরের মাঠেও হার লেগেই আছে। ব্যাট-বল ছোঁয়া ছাড়াই আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবারও এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেল টাইগাররা। কারণ? পাকিস্তানের হার, আর তাতে ওয়েস্ট ইন্ডিজের অগ্রযাত্রা।

রোববার (১০ আগস্ট) ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে হেরে যায় পাকিস্তান। এই জয়ে ক্যারিবিয়ানরা একধাপ উঠে এসে নবম স্থানে বসে পড়েছে। রেটিং পয়েন্ট ৭৮। আর বাংলাদেশ নেমে গেছে ১০-এ, রেটিং পয়েন্ট ৭৭। মানে, এক পয়েন্টের ব্যবধানেই তালিকার তলানিতে ঠেকা।

এ যেন এক তিক্ত অভিজ্ঞতা। গত মে মাসেই দুই দশকের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ নেমে গিয়েছিল ১০ নম্বরে। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে প্রথম ম্যাচ হারের পরও দ্বিতীয় ম্যাচে জিতে সেই দুঃস্বপ্ন কাটিয়েছিল মেহেদি মিরাজরা। কিন্তু এবার না খেলেই আবার পতন। যেন কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলো সিঁড়ি থেকে।

আরো পড়ুন:

৬ বছরের আক্ষেপ মিটিয়ে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

দাপুটে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

পাকিস্তানের জন্যও দিনটি সুখের ছিল না। ক্যারিবীয় ঝড়ে উড়ে গিয়ে তারা নেমে গেছে ৫ নম্বরে, রেটিং পয়েন্ট ১০২। এই সুযোগে শ্রীলঙ্কা একধাপ উঠে ৪ নম্বরে জায়গা করে নিয়েছে।

শীর্ষে এখনও ভারত (১২৪ পয়েন্ট), পেছনে নিউজিল্যান্ড (১০৯) ও অস্ট্রেলিয়া (১০৯) সমান পয়েন্টে। তবে রান রেটের কারণে কিউইরা এগিয়ে। দক্ষিণ আফ্রিকা ৬ নম্বরে (৯৬), আফগানিস্তান ৭ নম্বরে (৯১), আর ইংল্যান্ড ৮ নম্বরে (৮৮)।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইস স

এছাড়াও পড়ুন:

সাভারে ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮

সাভারে ডেঙ্গু আক্রান্ত হয়ে আলহাজ আবুল বাশার (৭৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা যান। এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভাইরাসে আক্রান্ত ২৮ জন ভর্তি আছেন। 

আরো পড়ুন:

রোগী সেজে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান দুদকের 

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

আবুল বাশার ধামরাই উপজেলার বাসনা গ্রামের বাসিন্দা। তিনি সাভারের ৩ নম্বর ওয়ার্ডের বিনোদ বাইদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সাভার বাজার রোড বাইতুল নুর জামে মসজিদের ক্যাশিয়ার হিসেবে প্রায় ১০ বছর ধরে কর্মরত ছিলেন তিনি।

স্বজনরা জানান, গত চারদিন ধরে জ্বর ছিল আবুল বাশারের। অবস্থার অবনতি হলে তাকে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার মো. মিরাজ বলেন, “আমাদের হাসপাতালে আবুল বাশার নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।”

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. সাইদুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার শুধু সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ২৮ জন রোগী। এই উপজেলায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে।” 

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ