ওপেনএআইয়ের এআই ব্রাউজার নিয়ে নিরাপত্তা উদ্বেগ
Published: 23rd, October 2025 GMT
গুগলের ক্রোম ব্রাউজারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গত মঙ্গলবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ওয়েব ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ উন্মুক্ত করেছে ওপেনএআই। এআই ব্রাউজারটি ব্যবহারকারীদের আগের অনুসন্ধানের সব তথ্য মনে রাখতে পারে এবং এআই এজেন্ট মোডের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কাজের পরামর্শ দিতে পারে। আর তাই চালুর পরপরই চ্যাটজিপিটি অ্যাটলাস ব্রাউজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ব্রাউজারটি সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত হয়ে যেকোনো ওয়েবসাইটে থাকা তথ্য সংক্ষেপে তুলে ধরার পাশাপাশি ই–মেইলের গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন করতে পারে। এআই এজেন্ট মোডের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বিভিন্ন কাজও করতে পারে ব্রাউজারটি। আর তাই ব্রাউজারটিতে ‘প্রম্পট ইনজেকশন’ হামলার ঝুঁকি রয়েছে। সাইবার অপরাধীরা চাইলে ক্ষতিকর ওয়েব কনটেন্টের মধ্যে লুকানো নির্দেশনা যুক্ত করে ব্রাউজারের এআই এজেন্টকে ভুলভাবে সংবেদনশীল তথ্য সংগ্রহে প্ররোচিত করতে পারে।
অ্যাটলাস এআই ব্রাউজারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও ওপেনএআই জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে হাজার ঘণ্টা ‘রেড টিমিং’ পরীক্ষা চালানো হয়েছে। অ্যাটলাস এআই ব্রাউজারে থাকা এআই এজেন্ট ব্যবহারকারীর কম্পিউটারে কোড চালাতে, ফাইল ডাউনলোড করতে বা অন্য অ্যাপ অ্যাক্সেস করতে পারবে না। সংবেদনশীল ওয়েবসাইটে (যেমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান) প্রবেশের সময় এজেন্ট স্বয়ংক্রিয়ভাবে কাজ বন্ধ করবে।
সম্প্রতি ব্রেভ ব্রাউজারের গবেষকেরা পারপ্লেক্সিটির ‘কমেট’ নামের আরেকটি এআই ব্রাউজারে একটি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেন। এই দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা লুকানো নির্দেশনা দিয়ে এআই এজেন্টকে ব্যবহারকারীর ব্যাংক, ই–মেইল বা অন্যান্য লগইন করা ওয়েবসাইটে প্রবেশ করাতে পারে এবং সেখান থেকে তথ্য চুরি করতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চ্যাটজিপিটিতে নতুন সুবিধা
চ্যাটজিপিটিতে ‘শপিং রিসার্চ’ নামের নতুন টুল যুক্ত করেছে ওপেনএআই। টুলটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা অনলাইনে পণ্য অনুসন্ধান, একই ধরনের অন্য পণ্যের সঙ্গে দামের তুলনা করার পাশাপাশি নির্দিষ্ট পণ্যের গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবেন। আর তাই রিয়েলটাইম তথ্যের ভিত্তিতে সহজে ভালো মানের পণ্য কেনার সিদ্ধান্ত নিতে টুলটি বিশেষভাবে সহায়ক হবে বলে জানিয়েছে ওপেনএআই।
ওপেনএআইয়ের তথ্যমতে, শপিং রিসার্চ টুলটি ব্যবহার করে বিভিন্ন পণ্যের দামের পরিবর্তন, রিভিউ, প্রাপ্যতা, স্পেসিফিকেশনসহ প্রয়োজনীয় তথ্য জানা যাবে। পাশাপাশি দুই বা ততোধিক পণ্যের বৈশিষ্ট্য পাশাপাশি রেখে তুলনা করা যাবে। পণ্যের ওপর ছাড়, ডেলিভারির সময়সীমা বা অতিরিক্ত সুবিধার মতো বিষয়ও এখানে তুলে ধরা হবে। ব্যবহারকারীর বাজেট, পছন্দ বা নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক পরামর্শও দিতে পারে টুলটি।
টুলটি চালু করলে একটি ভিজ্যুয়াল ইন্টারফেস দেখা যাবে। সেখানে ব্যবহারকারীর বাজেট, পণ্যটির গুরুত্বপূর্ণ তথ্য শেয়ারের পাশাপাশি মেমোরি ফিচার সক্রিয় করলে দ্রুত সুনির্দিষ্ট ফলাফল জানা যাবে। বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারা, এ ধরনের সেবা ভবিষ্যতে ওপেনএআইয়ের জন্য নতুন আয়ের পথ তৈরি করতে পারে।
আরও পড়ুনচ্যাটজিপিটির স্বাস্থ্য পরামর্শ মানতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ১১ আগস্ট ২০২৫ওপেনএআই জানিয়েছে, মোবাইল ও ওয়েব প্ল্যাটফর্মে লগইন করা চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে টুলটি চালু করা হচ্ছে। ফ্রি, গো, প্লাস ও প্রো সব ধরনের প্ল্যানেই সুবিধাটি পাওয়া যাবে। চ্যাটজিপিটিকে অনলাইন কেনাকাটার নির্ভরযোগ্য সহযোগী হিসেবে গড়ে তুলতেই নতুন এ সুবিধা চালু করেছে ওপেনএআই।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুনচ্যাটজিপিটির কাছে দিনে কত কোটি তথ্য জানানোর অনুরোধ আসে ২৬ জুলাই ২০২৫