গুগলের ক্রোম ব্রাউজারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গত মঙ্গলবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ওয়েব ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ উন্মুক্ত করেছে ওপেনএআই। এআই ব্রাউজারটি ব্যবহারকারীদের আগের অনুসন্ধানের সব তথ্য মনে রাখতে পারে এবং এআই এজেন্ট মোডের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কাজের পরামর্শ দিতে পারে। আর তাই চালুর পরপরই চ্যাটজিপিটি অ্যাটলাস ব্রাউজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ব্রাউজারটি সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত হয়ে যেকোনো ওয়েবসাইটে থাকা তথ্য সংক্ষেপে তুলে ধরার পাশাপাশি ই–মেইলের গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন করতে পারে। এআই এজেন্ট মোডের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বিভিন্ন কাজও করতে পারে ব্রাউজারটি। আর তাই ব্রাউজারটিতে ‘প্রম্পট ইনজেকশন’ হামলার ঝুঁকি রয়েছে। সাইবার অপরাধীরা চাইলে ক্ষতিকর ওয়েব কনটেন্টের মধ্যে লুকানো নির্দেশনা যুক্ত করে ব্রাউজারের এআই এজেন্টকে ভুলভাবে সংবেদনশীল তথ্য সংগ্রহে প্ররোচিত করতে পারে।

অ্যাটলাস এআই ব্রাউজারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও ওপেনএআই জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে হাজার ঘণ্টা ‘রেড টিমিং’ পরীক্ষা চালানো হয়েছে। অ্যাটলাস এআই ব্রাউজারে থাকা এআই এজেন্ট ব্যবহারকারীর কম্পিউটারে কোড চালাতে, ফাইল ডাউনলোড করতে বা অন্য অ্যাপ অ্যাক্সেস করতে পারবে না। সংবেদনশীল ওয়েবসাইটে (যেমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান) প্রবেশের সময় এজেন্ট স্বয়ংক্রিয়ভাবে কাজ বন্ধ করবে।  

সম্প্রতি ব্রেভ ব্রাউজারের গবেষকেরা পারপ্লেক্সিটির ‘কমেট’ নামের আরেকটি এআই ব্রাউজারে একটি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেন। এই দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা লুকানো নির্দেশনা দিয়ে এআই এজেন্টকে ব্যবহারকারীর ব্যাংক, ই–মেইল বা অন্যান্য লগইন করা ওয়েবসাইটে প্রবেশ করাতে পারে এবং সেখান থেকে তথ্য চুরি করতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গুগল ক্রোমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এআই ব্রাউজার আনল ওপেনএআই

গুগলের ক্রোম ব্রাউজারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ওয়েব ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ওপেনএআই। ওপেনএআই জানিয়েছে, ব্রাউজারটি প্রাথমিকভাবে ম্যাকওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে শিগগিরই উইন্ডোজ, আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে ব্রাউজারটি ব্যবহার করা যাবে। তবে ব্রাউজারটিতে যুক্ত বিশেষ ‘এজেন্ট মোড’ সুবিধা শুধু চ্যাটজিপিটি প্লাস ও প্রো ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।

চ্যাটজিপিটি অ্যাটলাস ব্রাউজার চালুর ঘোষণা দিয়ে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান বলেন, ‘আমরা চাই মানুষ যেন আরও স্বাভাবিক ও সহজভাবে ভবিষ্যতে ইন্টারনেট ব্যবহার করে। চ্যাটজিপিটির কথোপকথনভিত্তিক অভিজ্ঞতাকে যদি ওয়েব ব্রাউজারের সঙ্গে যুক্ত করা যায়, তা হবে ইন্টারনেট ব্যবহারের এক নতুন ধারা। অ্যাটলাস শুধু একটি স্মার্ট ব্রাউজার নয়, এটি দ্রুত কাজ করায় ব্যবহারও আনন্দদায়ক। আমরা চাই, ইন্টারনেট ব্যবহার আরও মানবিক ও সহায়ক হয়ে উঠুক।’

চ্যাটজিপিটি সার্চের প্রোডাক্ট লিড অ্যাডাম ফ্রাই জানিয়েছেন, অ্যাটলাসের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর স্মৃতিশক্তি। এটি ব্যবহারকারীর অভ্যাস ও পছন্দ দীর্ঘদিন মনে রাখে। ফলে ব্রাউজারটি সময়ের সঙ্গে ব্যক্তিগত সহকারীর মতো হয়ে ওঠে। এজেন্ট মোডের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বিভিন্ন কাজ করতে পারে ব্রাউজারটি। পাশাপাশি ইনকগনিটো মোডেও নিরাপদে ব্রাউজ করা যাবে।

ওপেনএআইয়ের তথ্যমতে, অ্যাটলাস ব্রাউজারে সার্চ ফলাফল থেকে কোনো লিংকে ক্লিক করলে পর্দার এক পাশে ওয়েবসাইট ও অন্য পাশে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের তথ্য দেখা যাবে। চাইলে ব্যবহারকারী এই স্প্লিট স্ক্রিন মোড বন্ধ করতে পারবেন। যেকোনো ওয়েবপেজে থাকা তথ্যের সারাংশ তৈরির পাশাপাশি ই–মেইলের গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন করে সম্পাদনাও করে দেবে ব্রাউজারটি।

সূত্র: দ্য ভার্জ

সম্পর্কিত নিবন্ধ

  • গুগল ক্রোমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এআই ব্রাউজার আনল ওপেনএআই