দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (হাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সন্ধ্যা থেকে অন্তত এক শ শিক্ষার্থী এ কর্মসূচিতে যোগ দেন। এ সময় উপাচার্যের কক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠক করেন।

বিকেল সাড়ে চারটার দিকে প্রশাসন ভবনের ভিআইপি হলরুমে কিছু শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রায় ৪৫ মিনিট আলোচনা হয়। তবে কোনো ফলাফল না আসায় বৈঠক অসমাপ্ত থেকে যায়। পরে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এনামুল্লাহ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর কবির, প্রক্টর শামসুজ্জোহা, ছাত্র উপদেষ্টা এস এম এমদাদুল হাসান প্রমুখ।

শিক্ষার্থীরা জানান, গত ২৭ জুলাই হাকসু নির্বাচনের দাবিতে কয়েকজন শিক্ষার্থী অনশন শুরু করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাত একটার দিকে আট সদস্যের কমিটি গঠন করে দ্রুত নির্বাচন আয়োজনের আশ্বাস দেন। আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা অনশন ভাঙেন। তবে কমিটি গঠনের দুই মাস পেরিয়ে গেলেও গঠনতন্ত্র প্রণয়ন বা রোডম্যাপ ঘোষণার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আজ দুপুর ১২টায় শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কমিটির সঙ্গে বৈঠক করলে কমিটি আশ্বস্ত করে, ২৪ সেপ্টেম্বর গঠনতন্ত্র নিয়ে আলোচনা হবে এবং নির্বাচনের বিষয়ে জানানো হবে। পরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি শিক্ষার্থীদের বিকেলে ভিআইপি হলরুমে বসার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী এ টি এম সিফাতউল্লাহ বলেন, ‘হাকসু নির্বাচনসংক্রান্ত বিষয়ে আজ বিকেলে আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনা হয়েছে। প্রশাসন সব পক্ষের উপস্থিতি না থাকার কথা জানিয়ে আগামী ২৪ তারিখ আবারও বসবে বলে জানায়। আমরা চাই গঠনতন্ত্র প্রস্তুতির কাজ চলতে থাকুক, তবে অন্তত রোডম্যাপ ঘোষণা করা হোক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় গঠনতন্ত্র ছাড়াই রোডম্যাপ ঘোষণা করেছে। অথচ আমাদের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন মানেনি। রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত আমরা প্রশাসন ভবনের সামনেই অবস্থান করব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা বলেন, ‘আজ অনানুষ্ঠানিকভাবে বৈঠক হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তবে আজ অধিকাংশই অনুপস্থিত ছিল। হাকসু নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়নের জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনতন্ত্রের খসড়াও করেছে। আমরা শিক্ষার্থীদের জানিয়েছি, ২৪ সেপ্টেম্বর খসড়া গঠনতন্ত্র নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গঠনতন ত র অবস থ ন

এছাড়াও পড়ুন:

ইসির সামনে অনশনরত তারেকের পাশে রিজভী

নতুন রাজনৈতিক দল আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান আমরণ অনশন শুরু করেছেন। গত মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে তিনি ইসি ভবনের সামনে এই অনশন চালিয়ে যাচ্ছেন এবং নিবন্ধন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এই অনশন কর্মসূচিতে এবার সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) আমজনতা দলের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনশনস্থলে উপস্থিত হন।

আরো পড়ুন:

পাশের দেশে পালান ব্যক্তিকে ফেরাতে সুড়ঙ্গ তৈরির চেষ্টা চলছে: রিজভী

আহত বিএনপি নেতা রফিকের শয‌্যাপা‌শে রিজভী

রুহুল কবির রিজভী বলেন, ‘‘তারেকের আমজনতার দল নিবন্ধিত হয়নি। আমি দেখেছি, কিছু গুরুত্বহীন দলও নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকের দলকে নিবন্ধন দেওয়া হলো না কেন আমি বুঝতে পারলাম না। তারেক এই দেশের স্বার্থে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন; দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন।’’ 

রিজভী আরো বলেন, ‘‘তারেক একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেটির নিবন্ধনের জন্য আবেদন করেছেন। তিনি তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চাননি। আইনসম্মতভাবে রাজনীতি করতে চেয়েছেন। তিনি স্বাধীনতার পক্ষে কাজ করেছেন। আজকে তার দলের নিবন্ধন দেবেন না, তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন?’’

তারেকের প্রতি সংহতি জানিয়ে রিজভী বলেন, ‘‘তারেক যে রাজনৈতিক দল গঠন করেছেন, তার নিবন্ধন অবশ্যই প্রাপ্য। এই ন্যায়সঙ্গত কারণে তিনি যে অনশন কর্মসূচি পালন করছেন, তার প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবদী দল-বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।’’ 

ঢাকা/আসাদ/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ইসির সামনে অনশনরত তারেকের পাশে রিজভী
  • এবার অনশন শুরু করলেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা