জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে শাখা ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, কমনরুম ও বিভিন্ন বিভাগে এসব ফিল্টার স্থাপন করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) শুরু হওয়া ‘নিরাপদ পানি পান কর্মসূচি’র অংশ হিসেবে এ উদ্যোগ নেয় সংগঠনটি।

আরো পড়ুন:

বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাবির ৮ শিক্ষক-শিক্ষার্থী

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাকৃবির ১২ শিক্ষক-শিক্ষার্থী

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূচনালগ্ন থেকেই নিগৃহীত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেনি। এজন্যই আমরা নিরাপদ পানি কর্মসূচি হাতে নিয়েছি, যা আজ থেকে চালু থাকবে।”

শাখা সভাপতি মো.

রিয়াজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানের দায়িত্ব প্রশাসনের হলেও বাস্তবে তা সম্ভব হয়নি। তারা যে দু-একটি ফিল্টার দিয়েছে, তা দিয়ে এত শিক্ষার্থীর চাহিদা পূরণ সম্ভব নয়। তাই সংগঠন হিসেবে আমরা এ উদ্যোগ নিয়েছি।”

তিনি আরো বলেন, “পরবর্তী ধাপে ছাত্রী হলে একটি ঠান্ডা পানির ফিল্টার বসানো হবে। পাশাপাশি ছাত্রী হলে কাপড় শুকানোর অসুবিধা দূর করতে ওয়াশিং মেশিন এবং নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, এইচআরএম সম্পাদক সোহাগ আহমেদ, ছাত্রকল্যাণ সম্পাদক ফারুক আহমেদ, সাহিত্য সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র পদ প ন

এছাড়াও পড়ুন:

অপহরণের মামলায় ক্রিকেট ক্লাবের সংগঠক বোরহান উদ্দিন গ্রেপ্তার

একটি অপহরণ মামলায় বোরহান উদ্দিন পাপ্পু নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র জানায়, তিনি একটি ক্রিকেট ক্লাবের সংগঠক।

পুলিশ জানায়, গতকাল রোববার রাতে ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, গুলশান থানায় তাঁর বিরুদ্ধে একটা অপহরণের মামলা রয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গুলশান থানায় অপহরণের মামলাটি করেছেন রাজধানীর লালমাটিয়ার বাসিন্দা মো. তানভীর আহমেদ (৪২)। তিনি বেশ কয়েকটি ক্রিকেট ক্লাবের মালিক। মামলায় বলা হয়েছে, কয়েকটি ক্লাবের মালিকানা দাবিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ১৫ সেপ্টেম্বর দুপুরে গুলশান–১ এর নাভানা টাওয়ারে সালিসে যোগ দিতে গিয়ে তিনি হামলা ও অপহরণের শিকার হন। এ ঘটনায় তিনি ২১ সেপ্টেম্বর গুলশান থানায় বোরহান উদ্দিন পাপ্পু (৪৭) এবং অজ্ঞাতনামা ২৫–৩০ জনকে আসামি করে মামলা করেন।

এজাহারে বাদী অভিযোগ করেন, বোরহানের নির্দেশে একদল সন্ত্রাসী তাঁকে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে তাঁকে একটি পরিত্যক্ত কক্ষে আটক করে রাখা হয়। পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে অপহরণকারীরা তাঁকে কৌশলে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে আসাদগেট এলাকায় ছেড়ে দেয়। এরপর গুলশান থানা-পুলিশ ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে উদ্ধার করে। বাদীর দাবি, ঘটনার নেপথ্যে ক্লাব মালিকানা নিয়ে বিরোধ ছিল।

সম্পর্কিত নিবন্ধ