টাঙ্গাইল ও পঞ্চগড়ে পৃথক তিনটি ধর্ষণ মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) র‌্যাব ১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাদের ভূঁইয়া (৪০), মেহেদী হাসান (২২) ও আ. জলিল (৪১)।

আরো পড়ুন:

জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত পুলিশ: ডিএমপি কমিশনার

নোয়াখালীতে শিবির-যুবদল সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

কোম্পানি কমান্ডার জানান, অভিযুক্ত কাদের পেশায় মাছ ব্যবসায়ী ও একটি বেসরকারি সংস্থার (এনজিও) মালিক। তার এনজিওতে চাকরির সুবাদে ভিকটিমকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন কাদের। এর জেরে ভুক্তভোগী চাকরি ছেড়ে দিতে বাধ্য হন।

সম্প্রতি কাদের ওই নারীকে ফোন দিয়ে অফিসের হিসাবপত্র বুঝিয়ে দিয়ে যেতে বলেন। গত ১৫ সেপ্টেম্বর স্বামীকে নিয়ে এনজিও অফিসে যান ভুক্তভোগী। এ সময় গ্রাহকের হিসেব বই আনার কথা বলে ভিকটিমের স্বামীকে বাড়িতে পাঠান কাদের। সেই সুযোগে ভুক্তভোগীকে ধর্ষণ করেন তিনি।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে টাঙ্গাইলের সখিপুর থানায় মামলা করেন। বুধবার বিকেলে যমুনা সেতুর পূর্বপাড় থেকে কাদেরকে গ্রেপ্তার করা হয়।

আরেক ঘটনায়, গত ২০ জুলাই এক নাবালিকাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখেন মেহেদী হাসান ও তার সহযোগীরা। সেখানে মেহেদী ভিকটিমকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আদালতে পিটিশন মামলা করেন। বুধবার বিকেলে টাঙ্গাইলের সখিপুর থানাধীন ভুয়াপুর ইব্রাহীম খান কলেজ গেট এলাকা থেকে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, গত ১৫ সেপ্টেম্বর রাতে জলিল দূরসম্পর্কের এক ভাগ্নিকে ধর্ষণ করেন। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। এক মাস পর গর্ভধারণের বিষয়টি জানতে পেরে জলিল ভিকটিমকে গর্ভপাতের ওষুধ খাওয়ান, এতে ভিকটিম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় মামলা করেন। বুধবার রাতে জলিলকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/কাওছার/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ঘটন য়

এছাড়াও পড়ুন:

গ্রিসে অভিবাসীদের বহনকারী নৌযান থেকে ১৭ মরদেহ উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে গত শনিবার অভিবাসীদের বহনকারী একটি নৌযান পানিতে ভেসে গেলে ১৭ জনের মৃত্যু হয়েছে। কোস্টগার্ডের এক নারী মুখপাত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। পানিতে ভেসে থাকা ওই ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটি আংশিক ক্ষতিগ্রস্ত থাকার কারণে এর ভেতরে পানি ঢুকেছিল।

এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই মুখপাত্র জানিয়েছেন।

তিনি বলেন, ‘নৌযানটিতে পানি উঠে ভেসে যাওয়ার কারণ না জানা যাওয়ায় মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত করা হবে।’

গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইআরটি জানিয়েছে, নৌযানটির ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।

ক্রিট দ্বীপের ইয়েরাপেত্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের জানিয়েছেন, মৃত ব্যক্তিদের সবাই কম বয়সী ছিলেন।

ইআরটি এক প্রতিবেদনে জানিয়েছে, মৃত্যুর কারণ অনুসন্ধানকারী কর্মকর্তাদের ধারণা, পানিশূন্যতায় অভিবাসীদের মৃত্যু হয়েছে।

ক্রিট দ্বীপ থেকে ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দক্ষিণ–পশ্চিমে নৌযানটি পাওয়া গেছে বলে জানিয়েছেন গ্রিসের কর্মকর্তারা।

সম্পর্কিত নিবন্ধ