ফরিদপুরে ধারের ৫০ টাকা নিয়ে বিরোধে মাদ্রাসাছাত্র খুন, কিশোর গ্রেপ্তার
Published: 23rd, October 2025 GMT
ফরিদপুরের আলফাডাঙ্গায় ধারের ৫০ টাকা নিয়ে বিরোধের জেরে মাদ্রাসাছাত্র আমির হামজা ওরফে হানজালাকে (১৩) হত্যা করেছে একই মাদ্রাসার আরেক ছাত্র (১৬)। ওই কিশোরের ব্যবহৃত একটি কাঁথার সূত্র ধরে এ হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে এসব তথ্য জানান ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো.
নিহত আমির হামজা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের সায়েমউদ্দিন বিশ্বাসের ছেলে। সে গোপালপুর ইউনিয়নের চান্দড়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার জামাতখানা বিভাগে পড়ত। এ ঘটনায় গ্রেপ্তার কিশোরও ওই মাদ্রাসার ছাত্র।
সহকারী পুলিশ সুপার আজম খান বলেন, গ্রেপ্তার ওই কিশোর প্রায়ই আমির হামজার কাছ থেকে অল্প অল্প করে টাকা ধার নিত। সর্বশেষ ৫০ টাকা ধার নেওয়ার পর অনেক দিন ধরে তা ফেরত দেয়নি। এদিকে আমির হামজা বারবার টাকা ফেরত চাইতে থাকায় বিরক্ত হয় সে। গত রোববার বিকেলে সে হামজাকে বলে, সে বাড়ি থেকে টাকা এনে দেবে। এরপর সে একটি সাইকেলে করে হামজাকে সঙ্গে নিয়ে যায়।
এএসপি আজম খান বলেন, মাদ্রাসার পাশে একটি বাগান রয়েছে। সেই বাগান থেকে গ্রেপ্তার কিশোরের বাড়ি প্রায় ৫০০ গজ দূরে। ওই বাগানে টাকা ফেরত চাওয়া নিয়ে দুই কিশোরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই কিশোর হামজার গলা টিপে ধরে। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় হামজা। ঘটনার পর সন্ধ্যা হয়ে গেলে ওই কিশোর লাশ বাগানে ফেলে রেখে মাদ্রাসায় ফিরে আসে। সন্ধ্যার হাজিরা দিয়ে মাদ্রাসা থেকে একটি কাঁথা নিয়ে আবার বাগানে যায়। এরপর নিজের বাড়ি থেকে একটি প্লাস্টিকের বস্তা এনে হামজার লাশ বস্তার মধ্যে ঢুকিয়ে পাঁচটি ইট ভরে দেয়, যাতে সেটি পানিতে না ভাসে। পরে বস্তাটি বাগানের পাশের পুকুরে ফেলে দেয়। মঙ্গলবার সন্ধ্যার পর পুকুর থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী বস্তাটি দেখতে পায়। পরে পুলিশ গিয়ে বস্তাবন্দী অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুনপুকুরে ভাসছিল দুর্গন্ধযুক্ত বস্তা, ভেতরে মিলল নিখোঁজ কিশোরের লাশ১৮ ঘণ্টা আগেএএসপি আজম খান আরও বলেন, এটি একটি ক্লুলেস হত্যাকাণ্ড ছিল। এ হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য চারটি আলাদা টিম গঠন করা হয়। তদন্তে জানা যায়, আমির হামজা বিকেলে কারও সঙ্গে সাইকেলে উঠেছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা কাঁথা ও মাদ্রাসার ওই কিশোরের ব্যবহৃত কাঁথা একই হলে হত্যাকারীকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তবে এ হত্যার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল আলম বলেন, এ ঘটনায় হামজার বাবা সায়েমউদ্দিন বিশ্বাস বাদী হয়ে গতকাল আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ওই কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে সে আলফাডাঙ্গা থানা হেফাজতে আছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আলফ ড ঙ গ ওই ক শ র আজম খ ন সন ধ য
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় ফের দুই যুবককে অপহরণ ও গুমের অভিযোগ রাজ্জাক বাহিনীর বিরুদ্ধে
ফতুল্লার ইসদাইরে রাজ্জাক বাহিনীর সদস্যরা গত দেড় মাসের ব্যবধানে মোবারক হোসেন (৩২) ও নজরুল ওরফে বগল (২০) নামের দুই যুবক কে অপহরণ ও গুম করেছে বলেছে জানা গেছে। পুলিশ দুই যুবকের অপহরণ ও গুমের ঘটনায় ছোট সাজু সহ চার জনকে গ্রেফতার করলেও অপহৃতদের উদ্ধার করতে পারেনি।
অপহরন ও গুমের ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছে মোবারক হোসেন ও নজরুল ওরফে বগলের পরিবার।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায় চলতি বছরের ১২ অক্টোবর ফতুল্লার ইসদাইরস্থ ভাড়া বাসা থেকে রাত দুইটার দিকে লেগুনা নজরুল ওরফে বগল কে ডেকে নিয়ে যায় ওয়াসিম ও তার সহোযোগিরা।
কিন্ত রাত শেষ হয়ে দিন অতিবাহিত হলেও নজরুল ওরফ বগল ফিরে আসায় পরিবারের সদস্যরা ওয়াসিমের বাবা রাজ্জাক সহ অপর অভিযুক্তদের নিকট যায়।
সেখানে তারা নজরুল ওরফে বগলের বিষয়ে জানতে চাইলে তারা বলে যে তাদের নিকট আছে। এ বিষয়ে বেশী কথা বললে বা আইনের আশ্রয় নিলে তাদেরকে হত্যা করার হুমকি প্রদান করে।
বিভিন্ন স্থানে খোঁজাখুজিঁ করে না পেয়ে নজরুল ওরফে বগলের বাবা হরমুজ মুন্সি ৫ ডিসেম্বর ফতুল্লা মডেল থানায় ওয়াসিম(২০),জসিম(২৩) তাদের পিতা রাজ্জাক(৫০), ফরিদ(৪৮) ও আলী (৪৮) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় অপহরন এবং গুমের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে এই একই চক্রের হাতে ১৮ নভেম্বর রাত একটার দিকে ইসদাইর নতুন বাজার মসিজদ সংলগ্ন রাস্তা থেকে মোবারক হোসেন নামের অপর এক যুবক অপহৃত হয়। এঘটনায় মোবারক হোসেনের বাবা খলিল বাদী হয়ে ঘটনার ৫ দিন পর ২৩ ডিসেম্বর ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ্য করা হয় ১৮ নভেম্বর রাত ১ টার দিকে চাষাড়া বালুর মাঠ থেকে বাসায় ফেরার পথে ইসদাইর নতুন বাজার মসজিদের সামনে আসা মাত্র লিটন আলীর নেতৃত্বে ৮/১০ সন্ত্রাসী মেবারক হোসেন কে অপহরন করে।
পরবর্তীতে ২৩ নভেম্বর অপহৃত যুবক মোবারকের বাবা মোঃ খলিল বাদী হয়ে লিটন আলী, জাকির হোসেন, জসিম, বুলু ও রাজ্জাক সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর লিটন আলী ওরফে সোর্স লিটন সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
দেড় মাসের ব্যবধানে মোবারক হোসেন ও নজরুল ওরফে বগল নামের দু যুবক অপহরন ও গুমের ঘটনায় স্থানীয়বাসীর মাঝে আতংক ছড়িয়ে পরেছে।
এদিকে অপহৃত যুবক মেবারক হোসেন কে উদ্ধার সহ অভিযুক্ত আসামীদের গ্রেফতারে দাবীতে রোববার জেলা আদালত চত্ত্বরে মানব বন্ধন করেছে অপহৃতের পরিবারের সদস্য সহ স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় একাধিক নির্ভরযোগ্য তথ্য মতে,অপহৃত দুই যুবক মোবারক হোসেন ও নজরুল ওরফে বগল অভিযুক্ত রাজ্জাকের হয়ে কাজ করতো। হয়তো মাদক ব্যবসা নিয়ে কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল) হাসিনুজ্জামান জানান, দু যুবকের অপহরনের ঘটনায় পুলিশ প্রথমে লিটনসহ তিনজন কে গ্রেপ্তার করে। পরবর্তীতে গতকাল (শনিবার) ছোট সাজু কে পুলিশ গ্রেফতার করে। তবে অপহৃত মোবারক ও নজরুলের বিষয়ে তারা কোন সন্ধান পায়নি।