দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বুধবার (২২ অক্টোবর) দিন শেষে ৩২ দশমিক ১০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। 

তবে, আন্তর্জাতিক মুদ্রা তহাবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। গত ১৭ সেপ্টেম্বর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশ‌মিক ০৮ বিলিয়ন ডলার।

আরো পড়ুন:

‘বাংলাদেশ ব্যাংকের কাজ করার স্বাধীনতা দিতে হবে’

আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

গত জুন মাস শেষে রেমিট্যান্সে আয়ের প্রবৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণের কারণে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার হয়। এরপর গত জুলাইর প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ২০২ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ। তখন গ্রস রিজার্ভ কমে দাঁড়ায় ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে। আর বিপিএম-৬ অনুযায়ী তা ছিল ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। এরপর প্রবাসী আয় বাড়ার সঙ্গে সঙ্গে রিজার্ভ বাড়ছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল ছিল। বিশেষ করে ডলারের দাম ১২২-১২৩ টাকায় স্থিতিশীল রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখে। বিপরীত দিকে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে। ফলে মাঝে মধ্যে বাজার থেকে ডলার ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংক। সেইসঙ্গে দাতা সংস্থার অনুদান রিজার্ভ বাড়ায় সহায়ক ভূমিকা পালন করে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল ৪৮ বিলিয়ন ডলারে। করোনা পরবর্তী সময়ে সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করে। ফলে ধীরে ধীরে কমতে থাকে রিজার্ভ। যা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

ঢাকা/নাজমুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দশম ক

এছাড়াও পড়ুন:

শান মাসুদের ব্যাটে প্রথম দিন এগিয়ে পাকিস্তান

লাহোর টেস্ট শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। কিন্তু রাওয়ালপিন্ডির প্রথম দিনের খেলা দেখে মনে হলো যেন সময় থেমে গেছে সেখানেই। একই রকম চিত্র- ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নিয়ন্ত্রণ নেয় ম্যাচের, স্কোরবোর্ডে জমে ৫ উইকেটে ২৫৯ রান। টস জিতে ব্যাটিং নেয়া পাকিস্তান আবারও প্রমাণ করল কঠিন পিচে ধৈর্য ধরে খেলাই তাদের মূল শক্তি।

রাওয়ালপিন্ডির উইকেটে এখনো তেমন স্পিন না ধরলেও বেশ ধীর। মাঝে মাঝে বল নিচু হচ্ছে। পুরনো বলে রিভার্স সুইংও পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন পরিস্থিতিতে পাকিস্তানের টপ ও মিডল অর্ডার ধীর গতিতে হলেও সামলে নিয়েছে ইনিংস। রানরেট ছিল তিনেরও নিচে। কিন্তু দিনে মাত্র পাঁচ উইকেট হারিয়ে শেষ করায় তারা নিশ্চয়ই খুশি।

আরো পড়ুন:

পাকিস্তানের ঘূর্ণিতে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

চার ফিফটিতে প্রথম দিন পাকিস্তানের

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দিনের শেষে আফসোসে পুড়ছে। তারা চারটি সহজ ক্যাচ ফেলেছে- আব্দুল্লাহ শফিকের তিনবার (০, ১৫ ও ৪১ রানে) আর শান মাসুদের একবার (৭১ রানে)। তাছাড়া অন্তত সাতটি বল স্লিপ বা শর্ট লেগে পড়ে গেছে অল্পের জন্য। সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে পাকিস্তান হয়তো অনেক কঠিন অবস্থায় পড়ত।

পাকিস্তানের ইনিংসের ভিত গড়ে দ্বিতীয় উইকেটে শফিক ও মাসুদের ১১১ রানের জুটি। শান মাসুদ দলীয় সর্বোচ্চ ৮৭ রান করেন। আর শফিক করেন ধৈর্যশীল ৫৭। সৌদ শাকিল দিনের শেষে অপরাজিত ৪২ রানে ক্রিজে আছেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কার্যকর ছিলেন কেশব মহারাজ। প্রথম ওভারেই কাগিসো রাবাদার বলে শফিকের ক্যাচ ফেলেন ট্রিস্টান স্টাবস। এরপর রাবাদার বলেও দুবার ইমাম-উল-হক স্লিপের সামনে বল ফেলে দেন। বাঁহাতি মার্কো জানসেনের এক বল শফিকের স্টাম্প ছুঁয়ে গেলেও বেল পড়েনি। নিয়তির মতোই বেঁচে যান ওপেনার। এরপর কেশব মহারাজের হাতে শফিকের একটি রিটার্ন ক্যাচও হাতছাড়া হয়।

অবশেষে সাইমন হার্মার ভাঙলেন সেই জুটি। ইমামকে বোল্ড করে দক্ষিণ আফ্রিকাকে এনে দেন প্রথম উইকেট। তার পরের ওভারেই মাসুদের ক্যাচের অল্প সুযোগও মিস করে প্রোটিয়ারা।

প্রথম ১৬ ওভারে পাকিস্তানের রানরেট ছিল ঘণ্টায় ২.৫ এর মতো। এরপর মাসুদ আক্রমণাত্মক হয়ে উঠলেন। হার্মারকে টানা দুই ওভারে দুটি ছক্কা হাঁকান। এরপর একই কাজ করেন সেনুরান মুথুসামির বিপক্ষেও।

দুপুরে লাঞ্চে যায় পাকিস্তান স্কোরবোর্ডে ১ উইকেটে ৯৫ রান রেখে। এরপর ধীরে ধীরে এগোয় ইনিংস। শফিক আবারও একাধিক সুযোগ দেন। কিন্তু ক্যাচ ধরতে না পারায় বেঁচে যান বারবার। অবশেষে ১২০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে তিনি ৫৭ রান করে আউট হন, হার্মারের বলে উইকেটকিপারের হাতে।

এরপর বাবর আজম নামতেই যেন মাঠে নতুন উদ্দীপনা। কভার ড্রাইভে প্রথম বলেই ছক্কা মারেন। কিন্তু মাসুদের জীবনদান দক্ষিণ আফ্রিকার হতাশা বাড়ায়। বাবর মহারাজের বলে ক্যাচ দেন মুথুসামির কাছে, কিন্তু সেটিও হাতছাড়া হয়। এরপর মহারাজের এলবিডব্লিউ রিভিউও ব্যর্থ হয়। আল্ট্রা-এজে স্পষ্ট দেখা যায় ব্যাটে লেগেছিল।

অবশেষে দক্ষিণ আফ্রিকার জন্য এল এক ‘ম্যাজিক মুহূর্ত’। বাবর এবার মহারাজের বল রক্ষা করতে এগিয়ে আসেন। বলটা লাফিয়ে উঠে যায় সিলি মিড-অফে। সেখানে টনি ডি জর্জি অবিশ্বাস্য এক ডাইভ দিয়ে মাটি ছুঁয়ে ক্যাচ ধরেন। পাকিস্তান তখন ৩ উইকেটে ১৭৭।

বিকেলে জানসেন পুরনো বলে রিভার্স সুইং কাজে লাগিয়ে বিপদ তৈরি করেন। শান মাসুদ শতকের দিকেই যাচ্ছিলেন। কিন্তু মহারাজকে সুইপ করতে গিয়ে টপ এজে জানসেনের হাতে ধরা পড়েন।

শেষ দিকে শাকিল ও সালমান আলী আগা ধীরে ধীরে দলকে স্থিতিশীল করেন। রাবাদা নতুন বল তুলে নিয়ে মোহাম্মদ রিজওয়ানকে এলবিডব্লিউ করে দিনের শেষ উইকেট নেন। ৯১ ওভারের দিন শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৫৯।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • প্রকাশ্যে গুলি ছোড়েন কিশোর গ্যাং নেতা, রয়েছে নিজস্ব টর্চার সেল
  • কালশীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবক আহত
  • গাজীপুরে পথচারীকে ট্রাকের ধাক্কা, সড়ক অবরোধ 
  • লেভারকুসেনকে ৭-২ গোলে উড়িয়ে দিল পিএসজি 
  • প্রথম টাই, প্রথম সুপার ওভার, এরপর বাংলাদেশের হার
  • ছাত্রদল নেতা জোবায়েদ হত্যাকাণ্ডে বর্ষাসহ তিনজনের স্বীকারোক্তি
  • ঠিকাদারের সঙ্গে বিতণ্ডা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • ‘তুমি না মরলে আমি মাহীরের হব না’, বলেন বর্ষা
  • শান মাসুদের ব্যাটে প্রথম দিন এগিয়ে পাকিস্তান