কিশোরগঞ্জে নেশার টাকার জন্য বাবাকে হত্যার দায়ে ছেলে আব্দুল আওয়াল বাদলকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র‌্যাব-১৪। 

আরো পড়ুন:

খুলনায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে বড় ভাইয়ের প্রেমঘটিত বিরোধে ছোট ভাইকে হত্যা

কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো.

আশরাফুল জানান, গত ১৭ অক্টোবর আব্দুল মালেকের কাছে মাদকের জন্য টাকা চান তার ছেলে বাদল। টাকা না পেয়ে তিনি তার বাবাকে ছুরিকাঘাত করে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল মালেককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে গত ১৯ অক্টোবর করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় তার বড় ভাই বাদলকে প্রধান এবং অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করা হয়। বুধবার বিকেলে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় বাদলকে গ্রেপ্তার করে।

ঢাকা/রুমন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য ম মল আস ম ক শ রগঞ জ

এছাড়াও পড়ুন:

ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে সাখাওয়াত-বদুসহ নেতৃবৃন্দ

শনিবার (৬ ডিসেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের আলো পত্রিকার প্রকাশক-সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, হোসিয়ারী সমিতির সভাপতি ও বিএনপি নেতা বদিউজ্জামাল বদু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, বিএনপি নেতা কামাল হোসেন, বিএনপি নেতা আক্তার হোসেন খোকন সাহা, আনোয়ার মাহমুদ বকুল সহ  বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

নেতৃবৃন্দ সানির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। এ সময় হাসপাতাল কক্ষে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের উপস্থিতি ও দোয়ায় সানি ও তার পরিবার বেশ উজ্জীবিত বোধ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, সানির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আনিসুল ইসলাম সানির শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন
  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা দেশের দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : সজল
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতা কামনায় দোয়া ও খাশি সাদকা 
  • নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ : মাসুম বিল্লাহ
  • আমাদের দায়িত্ব তরুণদের পাশে দাঁড়ানো : মাসুদুজ্জামান
  • পরিবেশ দূষণের দায়ে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা
  • আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রাজীব
  • ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে সাখাওয়াত-বদুসহ নেতৃবৃন্দ