বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে চোখ ফাহাদ-মননের
Published: 28th, October 2025 GMT
ফাহাদ রহমানের জন্য দাবা বিশ্বকাপে খেলা নতুন কিছু নয়, তবে মনন রেজা এবারই প্রথম যাচ্ছেন বিশ্বকাপে। ১ নভেম্বর ভারতের গোয়ায় শুরু হতে যাওয়া ফিদে দাবা বিশ্বকাপে অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই তরুণ আন্তর্জাতিক মাস্টার। ফাহাদের এটি তৃতীয় বিশ্বকাপ, মননের প্রথম। দুই দাবাড়ুরই ভালো ফলের লক্ষ্য। ফাহাদ আগের দুবারের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন আর মনন চেষ্টা করবেন নিজের সেরাটা দেখাতে।
আরও পড়ুন‘এই বয়সে আমার চ্যাম্পিয়ন হওয়া ঠিক হয়নি’০৩ অক্টোবর ২০২৫মনন-ফাহাদের কোচ রুশ গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভ ভিসা জটিলতায় ভারত যেতে পারছেন না, তবে ঢাকা থেকে অনলাইনে পরামর্শ দেবেন। ফাহাদ আগামীকাল সকালে বিমানে ঢাকা ছাড়বেন। মননকে নিয়ে তাঁর মা আজ রাতে সড়কপথে ঢাকা থেকে কলকাতা রওনা হওয়ার পরিকল্পনা করেছিলেন, এরপর কলকাতা থেকে গোয়া যাবেন বিমানে। অবশ্য মননের ভিসা আগে হয়ে গেলেও আজ সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিসা হাতে পাননি মননের মা।
বাংলাদেশ দাবা ফেডারেশন দুই দাবাড়ুর বিমানভাড়া ও থাকা-খাওয়া বাবদ দেড় লাখ টাকা দিয়েছে। মনন তিনটি প্রতিষ্ঠান থেকেও আর্থিক সহায়তা পেয়েছেন, তবে বিশ্বকাপের আগে সড়ক পথে ভ্রমণ মননের শরীরের ওপর বাড়তি চাপ ফেলবে মনে করছে ফেডারেশন।
বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চরাঞ্চলে মাষকলাই চাষ
২ / ৮বাড়ন্ত মাষকলাইয়ের গাছ