অস্ট্রেলিয়ার এখন বিদেশে শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য। দেশটির অন্যতম একটি বিশ্ববিদ্যালয় গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এই বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ১৯৭১ সালে এই পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গ্রিফিথ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিচ্ছে বৃত্তি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গবেষণা প্রোগ্রামে অধ্যয়নে এ স্কলারশিপ দিচ্ছে গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। কোর্সভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা আছে।

আরও পড়ুনঅস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, আইএলটিএসে ৬.

৫ প্রয়োজন৩১ আগস্ট ২০২৪সুযোগ-সুবিধা—

আংশিক টিউশন ফি মিলবে

স্বাস্থ্যবিমা

প্রোগ্রাম অনুযায়ী গবেষণা ভাতা পাবেন প্রার্থীরা

আরও পড়ুনঅস্ট্রেলিয়ার স্কলারশিপ পাওয়ার উপায় কী কী০৮ এপ্রিল ২০২৪আবেদনের যোগ্যতা—

একাডেমিকে ভালো ফল হতে হবে

গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে

আইইএলটিএসে ন্যূনতম ৬ দশমিক ৫ পেতে হবে

প্রয়োজনীয় নথিপত্র—

আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি)

আবেদনকারীর বৈধ পাসপোর্ট

অ্যাকাডেমিক পেপারস

রিসার্চ প্রপোজাল

রেফারেন্স লেটার

মোটিভেশনাল লেটার।

আরও পড়ুনঅস্ট্রেলিয়ার হাজারো স্কলারশিপের খুঁটিনাটি জেনে নিন০৮ আগস্ট ২০২৩আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপদ্ধতি ও আবেদনের বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করতে হবে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ জন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আজ বৃহস্পতিবার মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’

‘শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে’ স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচ শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহম্মদ প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ