যমুনার পানি বেড়ে শত শত বিঘা বাদাম ক্ষেত প্লাবিত
Published: 3rd, May 2025 GMT
যমুনা নদীর পানি বেড়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শত শত বিঘা বাদাম খেত প্লাবিত গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। দুই দিন আগে হঠাৎই নদীর পানি বাড়তে শুরু করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (৩ মে) সরেজমিনে উপজেলার স্থল ও খাসপুখুরিয়া ইউনিয়নসহ বিভিন্ন চর এলাকায় গিয়ে দেখা যায়, চাষিরা কোমর পানিতে নেমে পাকা, আধা পাকা বাদাম তুলছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর যমুনার বুকে জেগে ওঠা প্রায় দুই হাজার ২০০ হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। কিছুদিনের মধ্যে কৃষকরা বাদাম ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে, দুই দিন আগে হঠাৎই যমুনার পানি বেড়ে নিচু এলাকার অনেক ক্ষেত তলিয়ে গেছে।
কৃষক জয়নাল আবেদীন বলেন, ‘‘এবার বাদামের ভালো ফলন হয়েছিল। কিন্তু, হঠাৎ পানি আসায় অনেক জমির বাদাম নষ্ট হয়ে গেছে।’’
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, ‘‘বাদাম ক্ষেত নষ্ট হওয়ায় অনেক কৃষক লোকসানের মুখে পড়বেন। সরকারিভাবে তাদের সহায়তার দাবি জানাচ্ছি।’’
উপজেলা কৃষি কর্মকর্তা আবু হুরাইয়া বলেন, ‘‘যমুনার পানি বেড়ে চরের নিম্নাঞ্চলের বাদাম ক্ষেত তলিয়ে যাওয়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে। সরকারি সহায়তা এলে বিতরণ করা হবে।’’
ঢাকা/রাসেল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাভারে ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮
সাভারে ডেঙ্গু আক্রান্ত হয়ে আলহাজ আবুল বাশার (৭৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা যান। এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভাইরাসে আক্রান্ত ২৮ জন ভর্তি আছেন।
আরো পড়ুন:
রোগী সেজে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান দুদকের
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
আবুল বাশার ধামরাই উপজেলার বাসনা গ্রামের বাসিন্দা। তিনি সাভারের ৩ নম্বর ওয়ার্ডের বিনোদ বাইদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সাভার বাজার রোড বাইতুল নুর জামে মসজিদের ক্যাশিয়ার হিসেবে প্রায় ১০ বছর ধরে কর্মরত ছিলেন তিনি।
স্বজনরা জানান, গত চারদিন ধরে জ্বর ছিল আবুল বাশারের। অবস্থার অবনতি হলে তাকে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার মো. মিরাজ বলেন, “আমাদের হাসপাতালে আবুল বাশার নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।”
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. সাইদুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার শুধু সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ২৮ জন রোগী। এই উপজেলায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে।”
ঢাকা/সাব্বির/মাসুদ