গতকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে লিভারপুল সমর্থকদের হাহাকার। দলের অন্যতম সেরা তারকাদের একজন ট্রেন্ট আলেকজান্ডার–আরনল্ডের ক্লাব ছাড়া নিয়েই মূলত এই হাহাকার। লিভারপুলের সঙ্গে আরনল্ডের সম্পর্ক ২০ বছরের।

ক্লাব সমর্থকদের আবেগের অংশও হয়ে উঠেছিলেন এই রাইটব্যাক; কিন্তু সব আবেগ পেছনে ফেলে এবার নতুন ঠিকানায় নিজের ভবিষ্যৎ গড়তে চান এই ইংলিশ তারকা। এখনো চূড়ান্ত ঘোষণা না এলেও আরনল্ডের রিয়াল মাদ্রিদে যাওয়া একরকম নিশ্চিত।

আরনল্ডের ক্লাব ছাড়ার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন লিভারপুল সমর্থকেরা। কেউ কেউ তাঁর ক্লাব ছেড়ে যাওয়াকে বিশ্বাসঘাতকতা হিসেবেও দেখছেন। এমনকি ক্লাব ছাড়ার কারণে সিবিল রোডে আরনল্ডের বিখ্যাত দেয়ালচিত্রটিও মুছে দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল।

তবে একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, আপাতত আরনল্ডের দেয়ালচিত্র নষ্ট করার কোনো সম্ভাবনা নেই। তবে দেয়ালচিত্র থাকুক বা না থাকুক, আরনল্ডের ক্লাব ছাড়ার ঘটনা লিভারপুল সমর্থকদের মনে ক্ষত হয়েই থাকবে।

এদিকে আরনল্ডকে হারানোর ক্ষত সারার আগেই অন্য আতঙ্ক ভর করেছে লিভারপুল সমর্থকদের মনে। চলতি মৌসুমে লিভারপুলের লিগ শিরোপা জয়ের অন্যতম নায়ক অ্যালেক্সিস ম্যাক আলিস্টারও নাকি ক্লাব ছেড়ে যেতে পারেন। তাঁকেও কিনতে চায় সেই মাদ্রিদ।

আরও পড়ুন‘জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে লিভারপুল ছাড়ার ঘোষণা আরনল্ডের, যাচ্ছেন রিয়াল মাদ্রিদে০৫ মে ২০২৫

কিছুদিন ধরে একাধিক সংবাদমাধ্যম ম্যাক আলিস্টারের সঙ্গে রিয়ালকে জড়িয়ে খবর প্রকাশও করেছে। গুঞ্জন আছে, ম্যাক আলিস্টারের জন্য রিয়াল নাকি প্রস্তাবও তৈরি করছে। বিশেষ করে এই মৌসুমে মিডফিল্ডে যে ঘাটতি ছিল আগামী মৌসুমে ম্যাক আলিস্টারকে দিয়ে তা মেটাতে চায় তারা।

লিভারপুলের শিরোপা জয়ের অন্যতম নায়ক অ্যালেক্সিস ম্যাক আলিস্টার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম য ক আল স ট র সমর থকদ র

এছাড়াও পড়ুন:

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন।

এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।

এর আগে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়।

সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

সম্পর্কিত নিবন্ধ