সেই রিয়ালের কাছে কি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকেও হারাবে লিভারপুল
Published: 6th, May 2025 GMT
গতকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে লিভারপুল সমর্থকদের হাহাকার। দলের অন্যতম সেরা তারকাদের একজন ট্রেন্ট আলেকজান্ডার–আরনল্ডের ক্লাব ছাড়া নিয়েই মূলত এই হাহাকার। লিভারপুলের সঙ্গে আরনল্ডের সম্পর্ক ২০ বছরের।
ক্লাব সমর্থকদের আবেগের অংশও হয়ে উঠেছিলেন এই রাইটব্যাক; কিন্তু সব আবেগ পেছনে ফেলে এবার নতুন ঠিকানায় নিজের ভবিষ্যৎ গড়তে চান এই ইংলিশ তারকা। এখনো চূড়ান্ত ঘোষণা না এলেও আরনল্ডের রিয়াল মাদ্রিদে যাওয়া একরকম নিশ্চিত।
আরনল্ডের ক্লাব ছাড়ার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন লিভারপুল সমর্থকেরা। কেউ কেউ তাঁর ক্লাব ছেড়ে যাওয়াকে বিশ্বাসঘাতকতা হিসেবেও দেখছেন। এমনকি ক্লাব ছাড়ার কারণে সিবিল রোডে আরনল্ডের বিখ্যাত দেয়ালচিত্রটিও মুছে দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল।
তবে একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, আপাতত আরনল্ডের দেয়ালচিত্র নষ্ট করার কোনো সম্ভাবনা নেই। তবে দেয়ালচিত্র থাকুক বা না থাকুক, আরনল্ডের ক্লাব ছাড়ার ঘটনা লিভারপুল সমর্থকদের মনে ক্ষত হয়েই থাকবে।
এদিকে আরনল্ডকে হারানোর ক্ষত সারার আগেই অন্য আতঙ্ক ভর করেছে লিভারপুল সমর্থকদের মনে। চলতি মৌসুমে লিভারপুলের লিগ শিরোপা জয়ের অন্যতম নায়ক অ্যালেক্সিস ম্যাক আলিস্টারও নাকি ক্লাব ছেড়ে যেতে পারেন। তাঁকেও কিনতে চায় সেই মাদ্রিদ।
আরও পড়ুন‘জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে লিভারপুল ছাড়ার ঘোষণা আরনল্ডের, যাচ্ছেন রিয়াল মাদ্রিদে০৫ মে ২০২৫কিছুদিন ধরে একাধিক সংবাদমাধ্যম ম্যাক আলিস্টারের সঙ্গে রিয়ালকে জড়িয়ে খবর প্রকাশও করেছে। গুঞ্জন আছে, ম্যাক আলিস্টারের জন্য রিয়াল নাকি প্রস্তাবও তৈরি করছে। বিশেষ করে এই মৌসুমে মিডফিল্ডে যে ঘাটতি ছিল আগামী মৌসুমে ম্যাক আলিস্টারকে দিয়ে তা মেটাতে চায় তারা।
লিভারপুলের শিরোপা জয়ের অন্যতম নায়ক অ্যালেক্সিস ম্যাক আলিস্টার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম য ক আল স ট র সমর থকদ র
এছাড়াও পড়ুন:
‘জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে লিভারপুল ছাড়ার ঘোষণা আরনল্ডের, যাচ্ছেন রিয়ালে
মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড, ফ্রি এজেন্ট (বিনা মূল্যে) হিসেবে যোগ দিতে পারেন রিয়াল মাদ্রিদে—এমন গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল। শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো।
লিভারপুলের সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করছেন আলেকজান্ডার-আরনল্ড। আজ বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বার্তায় বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। লিভারপুলও নিজেদের ওয়েবসাইটে ২৬ বছর বয়সী এই রাইটব্যাকের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আলেকজান্ডার-আরনল্ড নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘লিভারপুল ফুটবল ক্লাবে ২০ বছর থাকার পর এটা নিশ্চিত করার সময় এসেছে যে আমি মৌসুম শেষে চলে যাব। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।’
লিভারপুল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড