পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, মঙ্গলবার রাতে হামলা চালিয়ে ভারত আবারো এই অঞ্চলে আগুন জ্বালানোর চেষ্টা করেছে। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে নিরপত্তা পরিষদের বৈঠক হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে এ কথা বলেছে নিরাপত্তা পরিষদ।

বিবৃতিতে বলা হয়েছে, “তাদের মিথ্যা প্রকাশ পেয়েছে এবং তাদের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ ছাড়াই নীতিহীন ভারতীয় নেতৃত্ব এখন তাদের বিভ্রান্তিকর চিন্তাভাবনা এবং অদূরদর্শী রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য নিরীহ বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করার পর্যায়ে চলে গেছে।”

এতে আরো বলা হয়েছে, “নিরীহ জনগণের উপর আক্রমণ পাকিস্তানের কাছে সহনীয় বা গ্রহণযোগ্য নয়। ভারত, সমস্ত বিচক্ষণতা এবং যুক্তিসঙ্গতার বিরুদ্ধে গিয়ে আবারো এই অঞ্চলে আগুন জ্বালানোর চেষ্টা করেছে, এর পরিণতির জন্য সরাসরি ভারতের দায়িত্ব বর্তাবে।”

ভারতের ভূখণ্ডে সন্ত্রাসী শিবিরের অভিযোগ প্রত্যাখ্যান এবং নিরপেক্ষ তদন্তের প্রস্তাবের কথা স্মরণ করে, জাতীয় নিরাপত্তা পরিষদ জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক মিডিয়া গতকাল সেই স্থানগুলি পরিদর্শন করেছে এবং আজ আরো এই ধরণের পরিদর্শনের পরিকল্পনা করা হয়েছে।

পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার গভীল রাতে ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ সন্ত্রাসী আস্তানায় ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতের। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ২৬ জন নিহত হয়েছে এবং এরা সবাই বেসামরিক নাগরিক।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রোনালদো বললেন, ‘স্পেনের চেয়ে সৌদি আরবে গোল করা কঠিন’

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারের প্রথম পর্বে কথার আগল খুলে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্তরঙ্গ এই সাক্ষাৎকারে রোনালদো তাঁর ক্যারিয়ার, অর্জন, অবসর এবং ফুটবলের প্রতি ভালোবাসা নিয়ে কথা বলেছেন।

একই সাক্ষাৎকারের দ্বিতীয় অংশেও সামনে এসেছে ‘সিআর সেভেনের’ চমকপ্রদ সব মন্তব্য। যেখানে তিনি দিয়েগো জোতার শেষকৃত্যে না যাওয়ার কারণ ব্যাখ্যার পাশাপাশি কথা বলেছেন নিজের গোল করার ক্ষমতা, সৌদি ফুটবল ও বিশ্বকাপ নিয়েও।

লিভারপুল ও পর্তুগালের ফরোয়ার্ড দিয়োগো জোতা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভা গত জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মারা যান। ক্লাব ও জাতীয় দলের বেশ কিছু সতীর্থ পর্তুগালে অনুষ্ঠিত জোতা ও তাঁর ভাইয়ের শেষকৃত্যে যোগ দিলেও রোনালদো ছিলেন অনুপস্থিত। রোনালদো বলেছেন, তিনি জোতার শেষকৃত্যে যাননি। কারণ, তিনি চাননি বিষয়টা ‘একটা সার্কাস’–এ পরিণত হোক।

আরও পড়ুনবিশ্বকাপ জিতলেই কি ইতিহাসের সেরা খেলোয়াড় হয় কেউ—প্রশ্ন রোনালদোর০৫ নভেম্বর ২০২৫

পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘মানুষ আমার অনেক সমালোচনা করে। আমি তাতে কিছু মনে করি না। যখন তোমার বিবেক পরিষ্কার থাকে, তখন কে কী বলল, তা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। আমি একটা কাজ আর করি না, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি আর কখনো কবরস্থানে যাইনি। আমাকে যারা চেনে, তারা বিষয়টা জানে। আমি যেখানে যাই, সেখানে ভিড় জমে, হইচই হয়, মানে একরকম সার্কাস শুরু হয়ে যায়।’

রোনালদো যোগ করেন, ‘আমি বাইরে যাই না। কারণ, গেলে সবার দৃষ্টি আমার দিকেই চলে যায়। আমি এমন মনোযোগ চাই না। আমি দেখছিলাম যে কিছু লোক সেই সংবেদনশীল মুহূর্তে সাক্ষাৎকার নিচ্ছিল বা ফুটবল নিয়ে কথা বলছিল, আমি এটা পছন্দ করি না।’

পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় অংশে রোনালদো কথা বলেছেন নিজের গোল করার ক্ষমতা নিয়েও, ‘বাজে একটি মৌসুমেও যখন আল নাসর কোনো ট্রফি জেতেনি, তখনো আমি ২৫টি গোল করেছি। যদি আমি প্রিমিয়ার লিগে খেলতাম, তাহলে এখনো একই রকম গোল করতাম। ভালো দলে থাকলে ৪০ বছর বয়সেও একই রকম পারফর্ম করতাম।’

সাংবাদিক পিয়ার্স মরগানকে সাক্ষাৎকার দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো

সম্পর্কিত নিবন্ধ