পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, মঙ্গলবার রাতে হামলা চালিয়ে ভারত আবারো এই অঞ্চলে আগুন জ্বালানোর চেষ্টা করেছে। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে নিরপত্তা পরিষদের বৈঠক হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে এ কথা বলেছে নিরাপত্তা পরিষদ।

বিবৃতিতে বলা হয়েছে, “তাদের মিথ্যা প্রকাশ পেয়েছে এবং তাদের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ ছাড়াই নীতিহীন ভারতীয় নেতৃত্ব এখন তাদের বিভ্রান্তিকর চিন্তাভাবনা এবং অদূরদর্শী রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য নিরীহ বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করার পর্যায়ে চলে গেছে।”

এতে আরো বলা হয়েছে, “নিরীহ জনগণের উপর আক্রমণ পাকিস্তানের কাছে সহনীয় বা গ্রহণযোগ্য নয়। ভারত, সমস্ত বিচক্ষণতা এবং যুক্তিসঙ্গতার বিরুদ্ধে গিয়ে আবারো এই অঞ্চলে আগুন জ্বালানোর চেষ্টা করেছে, এর পরিণতির জন্য সরাসরি ভারতের দায়িত্ব বর্তাবে।”

ভারতের ভূখণ্ডে সন্ত্রাসী শিবিরের অভিযোগ প্রত্যাখ্যান এবং নিরপেক্ষ তদন্তের প্রস্তাবের কথা স্মরণ করে, জাতীয় নিরাপত্তা পরিষদ জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক মিডিয়া গতকাল সেই স্থানগুলি পরিদর্শন করেছে এবং আজ আরো এই ধরণের পরিদর্শনের পরিকল্পনা করা হয়েছে।

পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার গভীল রাতে ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ সন্ত্রাসী আস্তানায় ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতের। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ২৬ জন নিহত হয়েছে এবং এরা সবাই বেসামরিক নাগরিক।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন।

এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।

এর আগে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়।

সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

সম্পর্কিত নিবন্ধ