‘অধিকার আদায়ে তরুণ প্রজন্মকে যেন প্রাণ দিতে না হয়’
Published: 8th, May 2025 GMT
ভবিষ্যতে তরুণ প্রজন্মকে যেন আর কখনো প্রাণ দিয়ে অধিকার আদায় করতে না হয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বৃহস্পতিবার (৮ মে) সংসদ ভবনের এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ভাসানী অনুসারী পরিষদের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে যে সব রাজনৈতিক শক্তি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে তাদের সবার চাওয়া এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে নাগরিক অধিকার সুরক্ষার জন্য একটি স্বাধীন বিচার বিভাগ থাকবে, একটি জবাদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা থাকবে৷ একজন ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হন বা যা-ই হন, তিনি যেন ক্ষমতার ঊর্ধ্বে বা ক্ষমতার কেন্দ্রীভূত হয়ে না যান৷”
তিনি বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম সেভাবে পরিবর্তনের ধারা সূচনা করতে হবে। কাঠামোগত পরিবর্তনের মধ্যে দিয়ে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে ভবিষ্যত প্রজন্ম বাংলাদেশকে একটি আদর্শ জায়গা বলে বিবেচনা করতে পারে। এ দেশের জনগণকে বা তরুণ প্রজন্মকে যেন আর কখনো তার অধিকার আদায়ের জন্য প্রাণ দিতে না হয়।”
সবার ঐকমত্যে ভবিষ্যত বাংলাদেশের একটি পথরেখা তৈরির আশাবাদ ব্যক্ত করে সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমরা সকলেই চেষ্টা করছি, একমত হয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে যা ভবিষ্যত বাংলাদেশের পথরেখা নির্দেশ করবে।”
তিনি আরো বলেন, “রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে কমিশন অনুঘটক হিসেবে কাজ করছে৷ মূলত, রাজনৈতিক দলগুলোকে এবং জনগণকে ঐক্যের জায়গায় পৌঁছাতে হবে, তবেই লক্ষ্য অর্জন সম্ভব হবে৷ ”
আলোচনায় ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু'র নেতৃত্বে দলটির মহাসচিব ড.
এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এরইমধ্যে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৫টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। ভাসানী অনুসারী পরিষদসহ এ পর্যন্ত ২৭ টি রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে।
ঢাকা/এএএম/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রজন ম ঐকমত য
এছাড়াও পড়ুন:
জাতীয় কমিশনের হাতে সুজনের জাতীয় সনদ
দীর্ঘ সংলাপ, জরিপ ও জনমত যাচাই শেষে প্রণীত জাতীয় সনদের একটি চূড়ান্ত খসড়া হস্তান্তর করেছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সোমবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই সনদ হস্তান্তর করা হয়েছে।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে সনদটি তুলে দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য বিশিষ্ট উন্নয়ন চিন্তাবিদ ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অধ্যাপক রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এমন একটি সনদ প্রণয়নের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এটি আগামী জুলাই জাতীয় সনদ ২০২৫ এর নীতিগত কাঠামো তৈরিতে সহায়ক হবে।”
সুজন জানায়, ২০১৩ সাল থেকেই তারা একটি মৌলিক জাতীয় সনদ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য প্রতিষ্ঠা এবং জনমত গঠনের লক্ষ্যে তখন থেকেই নানা সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে আসছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায়, ২০২৩ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আটটি বিভাগীয় শহরে নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের অংশগ্রহণে কর্মশালা এবং জাতীয় পর্যায়ে একটি বড় পরিসরের নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
তারা জানায়, সুজন কর্তৃক প্রণীত সনদটি শুধুই সংস্থা-নির্ভর কোনো দলিল নয়। সারাদেশে ১৫টি সংলাপ এবং ৪০টি প্রশ্ন ভিত্তিক একটি জনমত জরিপে ১ হাজার ৩৭৩ জন নাগরিক অংশগ্রহণ করেন।
জরিপে পাওয়া মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সংস্কার কমিশন গঠনের সুপারিশসহ বেশ কয়েকটি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়।
সুজন নেতারা জানিয়েছেন, এই জাতীয় সনদ এখন কেবল ঐকমত্য কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে এটি অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে, যাতে রাজনৈতিক সংস্কার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা যায়।
সনদ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, সুজন ঢাকা মহানগর কমিটির সম্পাদক এবং বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব জুবাইরুল হক নাহিদ, ঢাকা জেলা কমিটির সম্পাদক মাহবুল আলম, কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মুশতারী বেগম প্রমুখ।
ঢাকা/এএএম/মেহেদী