প্রোটিয়াদের হারাল বাংলাদেশ ইমার্জিং নারীরা
Published: 11th, May 2025 GMT
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল। ৩ ম্যাচের সিরিজের শেষটিতে এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে স্বাগতিক ইমার্জিং নারীরা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে বাংলাদেশ নারী ইমার্জিং দল ২৫৩ রান তোলে। ওপেনার ইশমা তানজিম ৫৭ রানের ইনিংস খেলেন। মিডলে সুমাইয়া আক্তার ৩৮ রান করেন। পাঁচে নেমে রাবেয়া হায়দার ৩৪ রানের ইনিংস খেলেন।
এছাড়া ছয়ে নামা আফিয়া ইরা ৪৪ রান ও সাতে নামা স্বর্ণা আক্তার ৩০ বলে ৪১ রানের ইনিংস খেলেন। জবাব দিতে নেমে প্রোটিয়া ইমার্জিং নারী ক্রিকেট দল ২ বল থাকতে ২৩৯ রানে অলআউট হয়ে যায়।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল ওপেনিং জুটিতে ৯৭ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয়। ওপেনার ডি কিয়ার্ক ৪২ রান করেন। অন্য ওপেনার লওরেন্স খেলেন ৬৮ রানের ইনিংস। এছাড়া চারে নামা ফায়ে ৫৫ রানের ইনিংস খেলেন। তবে মিডল অর্ডারে তাদের দ্রুত আউট করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ইমার্জিং নারী দল।
স্বাগতিকদের হয়ে ম্যাচ সেরা হওয়া স্বর্ণা আক্তার ৩ উইকেট নেন। দুই উইকেট তুলে নেন সাবিকুন্নাহার। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল এবার তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক র ক ট দল র ন র ইন
এছাড়াও পড়ুন:
আবারও বিশ্ব রেকর্ড ডুপ্লান্টিসের, এবার লাফালেন তিনতলা বাড়ির উচ্চতা
আরমান্দ ‘মোন্দো’ ডুপ্লান্টিসের হাতে পোল মানেই যেন বিশ্ব রেকর্ড!
হাঙ্গেরির বুদাপেস্ট মিটে গতকাল যেমন করলেন। পোল ভল্টে গড়া নিজের বিশ্ব রেকর্ড ভাঙলেন নিজেই। পোল নিয়ে ৬.২৯ মিটার উঁচুতে লাফিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইডিশ কিংবদন্তি। মাত্র এক সেন্টিমিটার ব্যবধানে ভেঙেছেন গত জুনে স্টকহোমে গড়া নিজের বিশ্ব রেকর্ড (৬.২৮ মিটার)। বুদাপেস্ট মিটে দ্বিতীয় প্রচেষ্টায় এই উচ্চতার বেশি লাফিয়ে ১৩তম বারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস।
আরও পড়ুন৩২ কেজি ওজনের মাছ শিকার করে ৪ কোটি ৮৬ লাখ টাকা জিতলেন বাস্কেটবল কিংবদন্তি১১ আগস্ট ২০২৫চলতি বছর পোল ভল্টে এ নিয়ে তৃতীয় রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস। গত ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট–ফেরান্ডে ৬.২৭ মিটার উচ্চতা টপকে যান ২৫ বছর বয়সী এ অ্যাথলেট। বুদাপেস্টে দ্বিতীয় প্রচেষ্টায় বিশ্ব রেকর্ড গড়া লাফটি দেওয়ার সময় ডুপ্লান্টিসের একটি পা ও পেট বারের সঙ্গে লেগে গিয়েছিল। তবে লাফানোটি আইনসিদ্ধ ছিল।
১৯৮৫ সালের ১৩ জুলাই ইতিহাসের প্রথম পোল ভল্টার হিসেবে ৬ মিটার উচ্চতা লাফিয়ে পার হয়েছিলেন ইউক্রেনের কিংবদন্তি সের্গেই বুবকা। এরপর মোট ২৬ বার ভেঙেছে বিশ্ব রেকর্ড—বুবকা ভাঙেন ১২ বার, ডুপ্লান্টিস ভেঙেছেন ১৩ বার এবং একবার ভেঙেছেন রেঁনাদ লাভিলেনি। ডুপ্লান্টিস ২০২০ সালে ৬.১৭ মিটার লাফিয়ে প্রথম বিশ্ব রেকর্ড ভাঙেন।
বিশ্ব রেকর্ড গড়ার পর ডুপ্লান্টিসের উদ্যাপন