নির্বাচন পর্যবেক্ষক হতে ইসিতে আবেদন করেছে উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন
Published: 14th, May 2025 GMT
আসন্ন জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের কাছে আবেদনপত্রটি জমা দেয় ওয়েবের নেত্রীরা।
আবেদনে বলা হয়, ‘উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) একটি নারী উদ্যোক্তা সংগঠন, যা ২০০০ সাল থেকে দেশের নারী উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আসন্ন জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পর্যবেক্ষণের অভিপ্রায়ে ওয়েব নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণে আগ্রহী। সংগঠনটির অভিজ্ঞ ও প্রশিক্ষিত পর্যবেক্ষক দল নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও জবাবদিহিমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।’
সিইসির কাছে আবেদনপত্রটি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল, সহসভাপতি মেহেরুন্নেসা খান, সদস্য নাজমা বিন্দু ও নাসরিনা বারী।
ওয়েবের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের বলেন, ‘উনি (প্রধান নির্বাচন কমিশনার) আমাদের কথা শুনছেন, আমরা আশাবাদী ওনারা আমাদের কথা রাখবেন, নারীর প্রতি বৈষম্য আমরা আর দেখতে চাই না।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তি চান ইবি শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের যৌন হয়রানি ও হেনস্তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিতে উপাচার্য বরাবর আবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
অভিযুক্ত শিক্ষক ড. আজিজুল ইসলামে ইবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের সহযোগী অধ্যাপক।
বুধবার (২ জুলাই) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে এ আবেদন করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থীরা।
আরো পড়ুন:
সংবাদমাধ্যমে যোগ্যতার ভিত্তিতে সবার সুযোগ নিশ্চিত করতে হবে: জবি উপাচার্য
জবিতে রাত ১০টার পর অবস্থান নিষেধ
আবেদনপত্রে তারা বলেন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষক ড. আজিজুল ইসলাম তার পেশাগত দায়িত্ব ও নৈতিকতার সীমা অতিক্রম করে ধারাবাহিকভাবে দীর্ঘদিন যাবৎ বিভাগের অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্খিত, অশ্লীল আচরণ করেছেন। এছাড়া নানারকম প্রলোভন দেখিয়ে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। প্রলোভনে রাজি না হওয়ায় ছাত্রীদের মানসিকভাবে হেনস্তা ও হুমকি দিয়েছেন।
আরো পড়ুন: তুমি কি জাদু জানো, ছাত্রীকে ইবি শিক্ষক
ক্লাস চলাকালে ও ক্লাসের বাইরে ব্যক্তিগত চেম্বারে ডেকে যেসব হেনস্তা করেছে তা আবেদনপত্রে উল্লেখ করে তারা বলেন, আজিজুল ইসলাম ক্লাসরুমে মেয়েদের দাঁড় করিয়ে তাদের পোশাক, চেহারা, শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করেন। ক্লাসে বিভিন্ন কোর্স পড়ানোর সময় মেয়েদের শারীরিক গঠন ও মেয়েদের শরীরের সংবেদনশীল অঙ্গগুলোকে ইঙ্গিত করে অশালীন ও বিব্রতকর কথা বলতেন। বিবাহিত ও অবিবাহিত ছেলেমেয়েদের ব্যক্তিগত ও বিবাহিত জীবন, স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া নিয়ে বিব্রতকর প্রশ্ন করতেন।
এছাড়া শিক্ষার্থীরা লেখেন, হোয়াটসঅ্যাপ/ম্যাসেঞ্জার/ইমোর মাধ্যমে ভিডিও কলে আসার জন্য ছাত্রীদের জোর করতেন। পাশাপাশি তিনি ছাত্রীদেরকে প্রেমের প্রস্তাব ও প্রেমমূলক বার্তা পাঠান। এভাবে বারবার দিনে ও রাতে ফোনকলের মাধ্যমে ছাত্রীদেব বিরক্ত করতেন এবং রিসিভ না করলে ক্লাসে এসে অপমানজনক কথা বলতেন। কার্যদিবসে (বেশিরভাগ লাঞ্চের পরবর্তী সময়ে) এবং সাপ্তাহিক ছুটির দিনে সান্ধ্যকালীন ক্লাস চলাকালে নিজের চেম্বারে ছাত্রীদের ফোন দিয়ে ডেকে নিয়ে কুরুচিপূর্ণ ইঙ্গিত ও কুপ্রস্তাব দিতেন।
এমনকি, ছুটির দিনে বিভিন্ন ছাত্রীকে ক্যাম্পাসের বাইরে দেখা করে সময় কাটানোর কুপ্রস্তাব দিতেন। এই কুপ্রস্তাবে রাজি না হলে প্রতিশোধপরায়ণ হয়ে ছাত্রীদের কম নাম্বার দিতেন।
আরো পড়ুন: ইবিতে ফের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হেনস্তাসহ নানা অভিযোগ
এছাড়া ছাত্রীদেরকে অর্থের প্রলোভন, পরীক্ষার রেজাল্ট ভালো করার প্রলোভন দেখিয়ে তার সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রাখার জন্য জোর করা, মিটিং এর নামে মিথ্যা বলে চেম্বারে ডেকে নেওয়াসহ কুকর্মগুলো যেন ফাঁস না করে সেজন্য রেজাল্ট খারাপ করানোর হুমকি দিতেন বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়েছি। পদ্ধতিগতভাবে আমরা তদন্ত কমিটি করবো। তদন্তের প্রেক্ষিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
ঢাকা/তানিম/মেহেদী