প্রথম ধাপের ভর্তি শেষে কুবিতে ৩৯১ আসন ফাঁকা
Published: 17th, May 2025 GMT
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে প্রথম ধাপে ভর্তি হয়েছেন মোট ৬৩৯ জন শিক্ষার্থী। ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে আরো ৩৯১টি আসন ফাঁকা রয়েছে।
শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০টি আসনের বিপরীতে প্রথম ধাপে ভর্তি হয়েছেন ১৯৯ জন। এই ইউনিটে ফাঁকা আসনের সংখ্যা ১৫১টি। এর মধ্যে ফার্মেসি বিভাগে খালি আছে ২৯টি, রসায়নে ২১টি, গণিতে ১১টি, পদার্থবিজ্ঞানে ২০টি, পরিসংখ্যানে ২০টি, সিএসইতে ২৪টি এবং আইসিটিতে ২৬টি আসন।
আরো পড়ুন:
সাত কলেজ
রবিবারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন চান শিক্ষার্থীরা, না মানলে আন্দোলন
বাকৃবিতে ঢাবির পুনঃভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৩.
‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ২৯৭ জন। এখানে ফাঁকা আসনের সংখ্যা ১৪৩টি। এর মধ্যে আইন বিভাগে ১৩টি, ইংরেজিতে ২০টি, অর্থনীতিতে ১৫টি, লোকপ্রশাসনে ২১টি, বাংলায় ২৪টি, গণযোগাযোগ ও সাংবাদিকতায় ১৩টি, নৃবিজ্ঞানে ২৩টি এবং প্রত্নতত্ত্ব বিভাগে ১৪টি আসন ফাঁকা রয়েছে।
‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২৪০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১৪৩ জন। এখানে ফাঁকা আসনের সংখ্যা ৯৭টি। এর মধ্যে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে ১৬টি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে ২৬টি, মার্কেটিংয়ে ৩০টি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২৫টি আসন ফাঁকা রয়েছে।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “প্রথম ধাপে ‘এ’ ইউনিটে ১৯৯ জন, ‘বি’ ইউনিটে ২৯৭ জন, ‘সি’ ইউনিটে ১৪৩ জন ভর্তি হয়েছে। দ্বিতীয় মেধাতালিকা কয়েকদিনের মধ্যে প্রকাশিত হবে।”
ঢাকা/এমদাদুল/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রথম ধ প আসন র ইউন ট আসন ফ
এছাড়াও পড়ুন:
ডিমে শিশুর অ্যালার্জি কেন হয়, কীভাবে বুঝবেন, সমাধান কী
কেন হয়
শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থা পুরোপুরি গড়ে না ওঠায় অনেক সময় ডিমের প্রোটিনকে শরীর ‘অচেনা’ বা ক্ষতিকর হিসেবে ভুলভাবে শনাক্ত করে। ফলে ঠিক যেভাবে রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা কাজ করে, একই ধরনের প্রতিক্রিয়া এখানে সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবেও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা পরেও দেখা দিতে পারে।
লক্ষণ● ত্বকে লাল লাল চাকা, একজিমা।
● পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব বা মুখের চারপাশে চুলকানো।
● সর্দি, শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ, শ্বাসকষ্ট হওয়া।
● দ্রুত হৃৎস্পন্দন, রক্তচাপ কমে যাওয়া।
● অ্যানাফাইলেকসিস শক।
আরও পড়ুনডিম দিনে কয়টি ও কীভাবে খাবেন০৫ জুলাই ২০২৫রোগনির্ণয়● শিশুকে প্রথম ডিম খাওয়ানোর সময় অ্যালার্জি উপসর্গ বোঝা যায়।
● চিকিৎসক যদি মনে করেন ডিম বা ডিমযুক্ত খাবার খেলে অ্যালার্জি হয়, তবে তা স্কিন টেস্ট করে নিশ্চিত হতে পারেন।
চিকিৎসা● ডিম ও ডিমযুক্ত খাবার না খাওয়া।
● অ্যালার্জি প্রতিক্রিয়া দমনে অ্যান্টি হিস্টামিন, মারাত্মক অ্যানাফাইলেকসিসে শক ইনজেকশন এপিনেফ্রিন ব্যবহার।
● ডিমে অ্যালার্জি থাকলে কিছু খাদ্য উপাদান পরিহার করা যেমন—এলবুমিন, গ্লোবুলিন ইত্যাদি।
অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
আরও পড়ুনডিমের কমলা, না হলুদ কুসুম—কোনটি বেশি স্বাস্থ্যকর৩১ অক্টোবর ২০২৫