এখন থেকে ৩০ বছর আগে নির্মাণ করা হয় কুমিল্লার দৌলতপুরের মুকুন্দি গ্রামে একটি সেতু। ২০১৫ সালে সেতুর দুটি অংশ ধসে পড়ে। এরপর রেলিং ভেঙে যায়, পিলারে ফাটল ধরে, আর পাটাতনের বড় অংশ খসে পড়ে। সেতুর এমন জরাজীর্ণ ও ভগ্নদশার কারণে ‘জীবন’ হাতে নিয়ে ছয় গ্রামের মানুষ নিত্য যাতায়াত করছে। 

স্থানীয়রা জানান, দীর্ঘ এক দশকেও জনপ্রতিনিধি কিংবা স্থানীয় প্রকৌশল বিভাগ কেউই কোনো উদ্যোগ নেয়নি সংস্কারের। ফলে সেতুটি এখন কার্যত চলাচলের অযোগ্য। তবে বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এটি ব্যবহার করতে হচ্ছে। 

এই সেতু দিয়েই প্রতিদিন দৌলতপুর ইউনিয়নের মুকুন্দি, কাউয়াদি, ভবানীপুর, তুলাতলী, সাধারদিয়া ও নতুনবাজার গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। আশপাশে রয়েছে একাধিক স্কুল ও মাদ্রাসা। প্রতিদিন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এই সেতু পার হয়ে স্কুলে যায়। অভিভাবকরা শিশুদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন—কখন যেন একটি দুর্ঘটনা ঘটে যায়।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবন ও জীবিকা এই সেতুর ওপর নির্ভরশীল। কৃষকেরা ফসল নিয়ে বাজারে যেতে বাধ্য হন এই ভাঙা সেতু পার হয়ে। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল একরকম বন্ধই হয়ে গেছে। এমন অবস্থায় এলাকা থেকে বাজার কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়াও কষ্টসাধ্য হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, পাঁচ বছর পর পর নির্বাচনের সময় সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বাররা ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কেউ তা বাস্তবায়ন করেননি। এর মধ্যে একবার গ্রামের মানুষ নিজেরাই মসজিদের দানের টাকায় অস্থায়ীভাবে কিছুটা সংস্কার করেছিলেন, কিন্তু সেটা কোনো স্থায়ী সমাধান ছিল না।

শিক্ষকদের পক্ষ থেকেও উদ্বেগ জানানো হয়েছে। অনেক দিন ধরে এই সেতু ঝুঁকিপূর্ণ থাকায় তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। দুর্ঘটনা এড়াতে দ্রুত এই সেতু সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

সেতুর এমন করুণ চিত্র নিয়ে দৌলতপুর ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের ভাষায়, এটি শুধু একটি সেতু নয়, এই অঞ্চলের জীবনযাত্রার একমাত্র মাধ্যম। প্রতিদিন স্কুলপড়ুয়া শিশু, বৃদ্ধ মানুষ, রোগী, কৃষক ও গৃহবধূরা ভাঙা কাঠামোর ওপর পা রেখে জীবন বাজি রেখে চলাচল করছেন।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলার প্রকৌশলী জানিয়েছেন, ব্রিজটি সম্পর্কে সম্প্রতি তিনি অবগত হয়েছেন। 

সেতুটি চলাচলের জন্য অনুপযোগী স্বীকার করে তিনি জানান, দ্রুতই পুনর্নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/রুবেল মজুমদার/ইভা

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এই স ত

এছাড়াও পড়ুন:

আজকালের মধ্যে বেসিসে নিয়োগ দেওয়া হবে নতুন প্রশাসক

সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসে (বেসিস) আজকালের মধ্যেই নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের (অতিরিক্ত দায়িত্ব) মহাপরিচালক (যুগ্ম সচিব) মুহাম্মদ রেহান উদ্দিন। আজ রোববার প্রথম আলোকে তিনি জানান, বেসিসে নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য এরই মধ্যে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলে বিষয়টি আজকালের মধ্যে চূড়ান্ত হবে, এটা নিশ্চিত। এককথায় আজকালের মধ্যে বেসিসে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হবে।

গণ–অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক খাতের মতো সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসেও (বেসিস) পরিবর্তন আসে। গত বছরের ৪ ডিসেম্বর বেসিসের প্রশাসক হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মুহম্মদ মেহেদী হাসানকে নিয়োগ দেয় সরকার। প্রশাসককে সহায়তা করতে ও বেসিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য রাফেল কবিরের নেতৃত্বে বেসিস সহায়ক কমিটি গঠন করা হয়। তবে ৩০ এপ্রিল বেসিস সহায়ক কমিটি থেকে রাফেল কবিরের পদত্যা এবং ১ মে রাতে এই সহায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর ৪ মে বেসিসের প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন মুহম্মদ মেহেদী হাসান।

আরও পড়ুনসহায়ক কমিটি বিলুপ্তের পর প্রশাসকের পদত্যাগ, কোন পথে যাচ্ছে বেসিস০৫ মে ২০২৫

বেসিসের একাধিক জ্যেষ্ঠ সদস্য জানিয়েছেন, এটা বেসিসের কালো অধ্যায়। আমরা ভেবেছিলাম, প্রশাসক ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। আসলে হতাশা ছাড়া প্রকাশ করার মতো কিছু নেই। এই সংগঠন নিয়ে যদি সবাই ভাবত, তাহলে প্রশাসকেরও দরকার হতো না। নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারতাম।

আরও পড়ুনএবার বেসিসে প্রশাসক নিয়োগ দিল বাণিজ্য মন্ত্রণালয়০৪ ডিসেম্বর ২০২৪

এদিকে বেসিস কার্যালয়ে কর্মরত ৩৪ কর্মীও পড়েছেন বিপাকে। বেশ কয়েকজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘ঈদের বেতন–বোনাস নিয়ে চিন্তায় পড়েছি। ঈদের আগে প্রশাসক বা কেউ দায়িত্ব না নিলে আমাদের বিপদে পড়তে হবে। কিছুই জানি না কী হবে।’

সম্পর্কিত নিবন্ধ