জয়সোয়াল-সূর্যবংশীর ঝড়ও যথেষ্ট হলো না, রাজস্থানকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব
Published: 18th, May 2025 GMT
২২০ রানের লক্ষ্য।
রান তাড়ায় যেমন শুরু দরকার ছিল, রাজস্থান রয়্যালসকে তেমন শুরুই এনে দিয়েছিলেন যশস্বী জয়সোয়াল ও বৈভব সূর্যবংশী। অর্শদীপ সিংয়ের করা প্রথম ওভারে জয়সোয়াল নিলেন ২২ রান। যা আইপিএল ইতিহাসে ইনিংসের প্রথম ওভারে কোনো ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ।
মার্কো ইয়ানসেনের করা দ্বিতীয় ওভারে উঠল ১৭ রান। এর ১৬-ই বিস্ময় বালক সূর্যবংশীর ব্যাট থেকে। দুই ওপেনার মিলে ২.
কিন্তু জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে এমন উড়ন্ত সূচনার পরও পাঞ্জাব কিংসের কাছে ১০ রানে হেরেছে রাজস্থান। আর এই জয়ে প্লে-অফ খেলা প্রায় নিশ্চিত করে ফেলল প্রীতি জিনতার পাঞ্জাব। সর্বশেষ এই জয়ের পর ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে পাঞ্জাব। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাজস্থান আছে দশ দলের মধ্যে নয়ে।
রান তাড়ায় রাজস্থান গতি হারায় নবম ওভারে জয়সোয়ালের বিদায়ের পর। ২৫ বলে ৫০ রান করা ওপেনার ওয়েনের দারুণ ক্যাচের শিকার হয়ে ফেরেন দলকে ১০৯ রানে রেখে। ১০ বল পর যখন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ফিরলেন দলটির স্কোর যোগ হয়েছে মাত্র ৫ রান।
এরপর যা লড়ার একাই লড়েছেন ধ্রুব জুরেল। তাঁর ৩১ বলে খেলা ৫৩ রানের ইনিংসটা অবশ্য শুধু ব্যবধানই কমিয়েছে। রাজস্থান শেষ পর্যন্ত থামে ৭ উইকেটে ২০৯ রান তুলে।
এর আগে পাঞ্জাব ৩.১ ওভারে ৩৪ রান তুললেও হারিয়ে ফেলে ৩ উইকেট। ওপেনার প্রিয়াংশ আর্য ৭ বলে ৯ ও আইপিএল অভিষিক্ত অস্ট্রেলীয় ব্যাটসম্যান মিচেল ওয়েন ২ বল খেলে কোনো রান না করেই বিদায় নেন। তবে ১০ বলে ২১ রান করে রান তোলার গতিটা ঠিক রেখেছিলেন আরেক ওপেনার প্রভসিমরান সিং।
টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের বিদায়ের পর অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে নিয়ে চতুর্থ উইকেটে ৬৭ রান যোগ করেন নেহাল ওয়াধেরা। আইয়ার ফেরেন ২৫ বলে ৩০ রান করে। পরে শশাঙ্ক সিংকে নিয়ে ৩৩ বলে ৫৮ রান যোগ করা ওয়াধেরা ফিরে যান ১৬তম ওভারের শেষ বলে। ৫টি করে চার-ছক্কায় ৩৭ বলে ৭০ রান করা ব্যাটসম্যান যখন আউট হলেন পাঞ্জাবের স্কোর ১৫৯/৫।
এখান থেকে শেষ ৪ ওভারে ৬০ রান যোগ করেন শশাঙ্ক ও আজমতউল্লাহ ওমরজাই। শশাঙ্ক ৩০ বলে ৫৯ ও ওমরজাই ৯ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য টসম য ন জয়স য় ল র ন কর
এছাড়াও পড়ুন:
নৌকায় একাই আটলান্টিক পাড়ি
মাত্র ২১ বছর বয়সে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে তিনটি রেকর্ড গড়েছেন যুক্তরাজ্যের তরুণী জারা লকলান। ২৪ ফুট লম্বা একটি নৌকা নিয়ে নিজেই বৈঠা চালিয়ে তিনি পর্তুগাল থেকে দক্ষিণ আমেরিকার ফরাসি গায়ানায় পৌঁছান তিনি। ৪ হাজার ৩৬৬ মাইল পাড়ি দিতে তাঁর সময় লেগেছে ৯৭ দিন ১০ ঘণ্টা ২০ মিনিট।
এই অবিশ্বাস্য যাত্রার মধ্য দিয়ে একসঙ্গে তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন জারা। রেকর্ডগুলো হলো—এই পথে একা বৈঠা চালিয়ে পৌঁছানো প্রথম নারী তিনি। ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকায় একা পাড়ি দেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি তিনি। বিশ্বে কোনো মহাসাগর একা পাড়ি দেওয়া সবচেয়ে কম বয়সী নারীও তিনি।
জারার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও বড় হয়েছেন যুক্তরাজ্যে। শারীরিক সক্ষমতা বাড়াতে তিনি ভর্তি হয়েছিলেন সামরিক কলেজে। পরে লাফবারো ইউনিভার্সিটিতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনার পাশাপাশি নৌকা (রোয়িং) চালাতে শুরু করেন।
২০২৪ সালের ২৭ অক্টোবর পর্তুগালের লাগোস শহর থেকে যাত্রা শুরুর আগে প্রস্তুতির জন্য মাত্র তিন মাস সময় পেয়েছিলেন জারা। তিন মাসে তিনি রোয়িং শিখেছেন, পৃষ্ঠপোষক জোগাড় করেছেন এবং ৮০০ কেজি খাদ্য, সরঞ্জামসহ নৌকাটি প্রস্তুত করেছেন। তাঁর যাত্রা শুরুর পর প্রথম ৪০ দিন ছিল ভয়াবহ। এই সময়ে ঝড়, প্রতিকূল বাতাস আর ধীর অগ্রগতি তাঁকে হতাশায় ফেলে দিয়েছিল।
প্রতিদিন অন্তত ১৭ ঘণ্টা বৈঠা চালিয়েছেন জারা। কখনোই টানা চার ঘণ্টার বেশি ঘুমাননি। ৪০তম দিনে একবার নৌকাটি উল্টে গিয়েছিল, তখন তাঁর মুঠোফোন ভেঙে যায়। এরপর বাকি ৫৭ দিন কেটেছে একদম নিঃসঙ্গতায়।
বেশ কিছু ভয়ংকর অভিজ্ঞতা হয়েছে জারার। একবার ব্যারাকুডা মাছ পায়ে কামড় দেয়, আরেকবার রক্তের গন্ধ পেয়ে হাঙর ঘুরে বেড়িয়েছে তাঁর চারপাশে। এসব বিপদ সত্ত্বেও এই তরুণী বলেন, ‘আমি পুরো অভিজ্ঞতাটা দারুণ উপভোগ করেছি। ভাবিনি এতটা ভালো লাগবে।’
এই দীর্ঘ ভ্রমণ জারাকে ধৈর্য, সাহস ও নিজের মানসিক শক্তিকে চিনতে শিখিয়েছে। ভবিষ্যতে নতুন রেকর্ড গড়ার ইচ্ছা আছে তাঁর। তবে আপাতত অন্য কোনো দুঃসাহসিক অভিযানের কথা ভাবছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জারার অর্জনকে ‘অফিশিয়ালি অ্যামেজিং!’ বলে মন্তব্য করেছে।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস