জয়সোয়াল-সূর্যবংশীর ঝড়ও যথেষ্ট হলো না, রাজস্থানকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব
Published: 18th, May 2025 GMT
২২০ রানের লক্ষ্য।
রান তাড়ায় যেমন শুরু দরকার ছিল, রাজস্থান রয়্যালসকে তেমন শুরুই এনে দিয়েছিলেন যশস্বী জয়সোয়াল ও বৈভব সূর্যবংশী। অর্শদীপ সিংয়ের করা প্রথম ওভারে জয়সোয়াল নিলেন ২২ রান। যা আইপিএল ইতিহাসে ইনিংসের প্রথম ওভারে কোনো ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ।
মার্কো ইয়ানসেনের করা দ্বিতীয় ওভারে উঠল ১৭ রান। এর ১৬-ই বিস্ময় বালক সূর্যবংশীর ব্যাট থেকে। দুই ওপেনার মিলে ২.
কিন্তু জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে এমন উড়ন্ত সূচনার পরও পাঞ্জাব কিংসের কাছে ১০ রানে হেরেছে রাজস্থান। আর এই জয়ে প্লে-অফ খেলা প্রায় নিশ্চিত করে ফেলল প্রীতি জিনতার পাঞ্জাব। সর্বশেষ এই জয়ের পর ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে পাঞ্জাব। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাজস্থান আছে দশ দলের মধ্যে নয়ে।
রান তাড়ায় রাজস্থান গতি হারায় নবম ওভারে জয়সোয়ালের বিদায়ের পর। ২৫ বলে ৫০ রান করা ওপেনার ওয়েনের দারুণ ক্যাচের শিকার হয়ে ফেরেন দলকে ১০৯ রানে রেখে। ১০ বল পর যখন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ফিরলেন দলটির স্কোর যোগ হয়েছে মাত্র ৫ রান।
এরপর যা লড়ার একাই লড়েছেন ধ্রুব জুরেল। তাঁর ৩১ বলে খেলা ৫৩ রানের ইনিংসটা অবশ্য শুধু ব্যবধানই কমিয়েছে। রাজস্থান শেষ পর্যন্ত থামে ৭ উইকেটে ২০৯ রান তুলে।
এর আগে পাঞ্জাব ৩.১ ওভারে ৩৪ রান তুললেও হারিয়ে ফেলে ৩ উইকেট। ওপেনার প্রিয়াংশ আর্য ৭ বলে ৯ ও আইপিএল অভিষিক্ত অস্ট্রেলীয় ব্যাটসম্যান মিচেল ওয়েন ২ বল খেলে কোনো রান না করেই বিদায় নেন। তবে ১০ বলে ২১ রান করে রান তোলার গতিটা ঠিক রেখেছিলেন আরেক ওপেনার প্রভসিমরান সিং।
টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের বিদায়ের পর অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে নিয়ে চতুর্থ উইকেটে ৬৭ রান যোগ করেন নেহাল ওয়াধেরা। আইয়ার ফেরেন ২৫ বলে ৩০ রান করে। পরে শশাঙ্ক সিংকে নিয়ে ৩৩ বলে ৫৮ রান যোগ করা ওয়াধেরা ফিরে যান ১৬তম ওভারের শেষ বলে। ৫টি করে চার-ছক্কায় ৩৭ বলে ৭০ রান করা ব্যাটসম্যান যখন আউট হলেন পাঞ্জাবের স্কোর ১৫৯/৫।
এখান থেকে শেষ ৪ ওভারে ৬০ রান যোগ করেন শশাঙ্ক ও আজমতউল্লাহ ওমরজাই। শশাঙ্ক ৩০ বলে ৫৯ ও ওমরজাই ৯ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য টসম য ন জয়স য় ল র ন কর
এছাড়াও পড়ুন:
প্লে-অফের দোরগোড়ায় পাঞ্জাব, রাজস্থানের বিদায়
আইপিএলের জমজমাট লড়াইয়ে এক অনবদ্য জয়ে প্লে-অফে পা দিয়ে রাখল পাঞ্জাব কিংস। আজ রোববার (১৮ মে) জয়পুরে স্বাগতিক রাজস্থান রয়্যালসকে ১০ রানে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। সমান ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে থাকা বেঙ্গালুরুর কাঁধে কাঁধ মিলিয়ে।
পাঞ্জাবের ইনিংসে প্রথমদিকে ধাক্কা খেলেও শেষভাগে শশাঙ্ক সিং ও আজমতউল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত জুটিতে দুইশ ছাড়িয়ে যায় স্কোর। টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় তারা দাঁড় করায় ৫ উইকেটে ২১৯ রানের চ্যালেঞ্জিং স্কোর।
নেহাল ওয়াধেরা খেলেন ম্যাচের সেরা ইনিংস—৩৭ বলে ৭০ রান। যাতে ছিল পাঁচটি চার ও ছয়টি ছয়। তাকে সঙ্গ দিয়ে শশাঙ্ক ৩০ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। ওমরজাই মাত্র ৯ বলে ২১ রান করে ঝড় তোলেন ইনিংসের শেষভাগে। তাদের ৬০ রানের জুটিই গড়ে দেয় ম্যাচের ভিত্তি।
আরো পড়ুন:
মোস্তাফিজকে একাদশে রেখে ব্যাটিংয়ে দিল্লি
ম্যাচ কমানোর শর্তে পাকিস্তান সফরে যেতে রাজি লিটনরা
লক্ষ্য তাড়ায় রাজস্থান রয়্যালস শুরুটা করে ধুন্ধুমার গতিতে। যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশীর ব্যাটে পাওয়ার প্লেতে তারা তোলে ৮৯ রান। কিন্তু এরপরেই ঘটে ছন্দপতন। জয়সওয়ালের হাফসেঞ্চুরি (২৫ বলে ৫০) ও বৈভবের ঝড়ো ৪০ রানের ইনিংস যেন হয়ে দাঁড়ায় ‘ভেস্তে যাওয়া সম্ভাবনা’র প্রতীক।
মিডল অর্ডারে একে একে স্যামসন (২০), পরাগ (১৩) ও হেটমায়ার (১১) ব্যর্থ হওয়ায় চাপ গিয়ে পড়ে ধ্রুব যুরেলের ওপর। যুরেল একপ্রান্ত ধরে রেখে ৩১ বলে ৫৩ রানের ঝলমলে ইনিংস খেললেও শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি।
শেষ ওভারে দরকার ছিল ২২ রান। মার্কো ইয়ানসেন প্রথম দুটি বলেই চাপ বাড়ান, আর তৃতীয় বলেই যুরেল ক্যাচ দিয়ে বিদায় নিলে কার্যত নিভে যায় রাজস্থানের আশার আলো। যদিও শেষে মাফাকার দুইটি বাউন্ডারি হার মানিয়ে দেয়নি লড়াকু চেষ্টাকে।
শেষ পর্যন্ত ৭ উইকেটে ২০৯ রানেই থেমে যায় রাজস্থানের ইনিংস। আর পাঞ্জাব হাত তুলে নেয় গুরুত্বপূর্ণ এক জয়।
ঢাকা/আমিনুল