বাংলাদেশিদের পুশইনের প্রতিবাদে ভারতের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি
Published: 18th, May 2025 GMT
ভারত থেকে বাংলাদেশ সীমান্তে লোকজনকে ঠেলে পাঠানোর (পুশইন) ঘটনায় দেশটির সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করে এক বিবৃতি দেওয়া হয়েছে।
ভারতের মানবাধিকারকর্মী কিরীটি রায় রোববার এ বিবৃতি দেন।
এতে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ করে গুজরাট এবং রাজস্থানের মতো রাজ্যগুলোতে বাংলাদেশিদের সঙ্গে আচরণের বিষয়ে আমি গভীর উদ্বেগ। এখানে আন্তর্জাতিক আইনের অধীনে ভারতের বাধ্যবাধকতাগুলোর পাশাপাশি ভারতীয় সংবিধান দ্বারা নিশ্চিত করা অধিকারগুলিও লঙ্ঘন করে বলে মনে হয়৷
বিবৃতিতে বলা হয়, অবৈধ অভিবাসী হওয়ার অভিযোগে আটক ব্যক্তিদের শারীরিক নির্যাতন, তাদের পরিবার থেকে জোরপূর্বক বিচ্ছেদ এবং আদালতে হাজির না করেই অবৈধ আটকসহ গুরুতর দুর্ব্যবহার করা হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড, বিশেষ করে মুসলিম পুরুষদের বিরুদ্ধে এ ধরনের গভীরভাবে উদ্বেগজনক।
এতে আরও বলা হয়, গত ৮ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ক্রিয়াকলাপের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং ভারতকে প্রত্যাবাসন প্রক্রিয়াগুলি মেনে চলার আহ্বান জানায়।
এছাড়া বিবৃতিতে অভিবাসন-সম্পর্কিত অভিযোগে আটক সকল ব্যক্তিকে আইন অনুসারে একটি সময়মত আদালতে উপস্থাপন করার আহ্বান জানানো হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প শইন
এছাড়াও পড়ুন:
‘বজরঙ্গি ভাইজান’–এর সেই মুন্নি ফিরছেন
তাঁর নাম হর্ষালি মালহোত্রা হলেও সবাই তাঁকে চেনেন ‘মুন্নি’ নামেই। ২০১৫ সালে কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় এটি ছিল তাঁর চরিত্রের নাম। সালমান খানের সঙ্গে সেই সিনেমায় অভিনয়ের পর থেকেই ছোট্ট ‘মুন্নি’ ব্যাপক পরিচিতি পান। তবে এরপর পড়াশোনার ব্যস্ততায় আর কাজ করা হয়নি। এক দশক পর অবশেষ অভিনয়ে ফিরছেন সেই হর্ষালি।
হর্ষালি যখন ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র সাত বছর। এর পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির এক দশক পেরিয়ে গেছে। হর্ষালিও পরিণত হয়েছেন। এত বছর ধরে পর্দায় তাঁকে মিস করছিলেন দর্শকেরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। হর্ষালি এখন যুক্ত হয়েছেন বহুল প্রতীক্ষিত তেলেগু ছবি ‘অখণ্ড ২: থান্ডবম’-এ। বয়াপাটি শ্রীনুর পরিচালনায় এই ছবিতে প্রধান চরিত্রে আছেন দক্ষিণের তারকা নন্দামুরি বালাকৃষ্ণ। এই ছবির মাধ্যমেই তেলেগু ইন্ডাস্ট্রিতে হর্ষালির অভিষেক।
হর্ষালি মালহোত্রা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে