বাংলাদেশিদের পুশইনের প্রতিবাদে ভারতের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি
Published: 18th, May 2025 GMT
ভারত থেকে বাংলাদেশ সীমান্তে লোকজনকে ঠেলে পাঠানোর (পুশইন) ঘটনায় দেশটির সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করে এক বিবৃতি দেওয়া হয়েছে।
ভারতের মানবাধিকারকর্মী কিরীটি রায় রোববার এ বিবৃতি দেন।
এতে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ করে গুজরাট এবং রাজস্থানের মতো রাজ্যগুলোতে বাংলাদেশিদের সঙ্গে আচরণের বিষয়ে আমি গভীর উদ্বেগ। এখানে আন্তর্জাতিক আইনের অধীনে ভারতের বাধ্যবাধকতাগুলোর পাশাপাশি ভারতীয় সংবিধান দ্বারা নিশ্চিত করা অধিকারগুলিও লঙ্ঘন করে বলে মনে হয়৷
বিবৃতিতে বলা হয়, অবৈধ অভিবাসী হওয়ার অভিযোগে আটক ব্যক্তিদের শারীরিক নির্যাতন, তাদের পরিবার থেকে জোরপূর্বক বিচ্ছেদ এবং আদালতে হাজির না করেই অবৈধ আটকসহ গুরুতর দুর্ব্যবহার করা হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড, বিশেষ করে মুসলিম পুরুষদের বিরুদ্ধে এ ধরনের গভীরভাবে উদ্বেগজনক।
এতে আরও বলা হয়, গত ৮ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ক্রিয়াকলাপের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং ভারতকে প্রত্যাবাসন প্রক্রিয়াগুলি মেনে চলার আহ্বান জানায়।
এছাড়া বিবৃতিতে অভিবাসন-সম্পর্কিত অভিযোগে আটক সকল ব্যক্তিকে আইন অনুসারে একটি সময়মত আদালতে উপস্থাপন করার আহ্বান জানানো হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প শইন
এছাড়াও পড়ুন:
এনসিসি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ
বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সেবা কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের জন্য এ সময় ব্যাংকের সব সেবা বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়, বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে আগামী ৮ জুলাই (মঙ্গলবার) রাত থেকে ১৩ জুলাই (রবিবার) সকাল পর্যন্ত সব ব্যাংকিং (শাখা, উপশাখা, ডেবিট কার্ড, এটিএম, বিএসিপিএস, বিএফটিএন, আরটিজিএস, এনপিএসবি, ইন্টারনেট ব্যাংকিং, সুইফট ইত্যাদি) কার্যক্রম সাময়িকভাবে বিরত থাকবে।
আরো পড়ুন:
উচ্চ ঝুঁকিতে ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
মঙ্গলবার ৬ ঘণ্টা বন্ধ থাকবে সোশ্যাল ইসলামী ব্যাংকের এটিএম সেবা
ব্যাংকের আবেদন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই সাময়িক বন্ধের অনুমোদন দিয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকা/নাজমুল/সাইফ