চকরিয়ায় বালুর ইজারা নিয়ে কাটা হচ্ছে পাহাড়
Published: 18th, May 2025 GMT
কক্সবাজারের চকরিয়ার খুঁটাখালী খাল থেকে বালু তুলতে ইজারা দিয়েছে জেলা প্রশাসন। ইজারা পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা যন্ত্র দিয়ে বালু তোলার পাশাপাশি খাল তীরের সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে। ইজারার শর্ত ভেঙে পরিবেশ ধ্বংসের কার্যক্রম চালালেও প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
গত মঙ্গলবার সরেজমিন দেখা যায়, খুঁটাখালী বাজার থেকে পূর্বদিকে তিন কিলোমিটার ঢুকে হরইখোলা কমিউনিটি ক্লিনিকের পাশে দুই স্থানে খাল থেকে বালু তুলে তীরে জমা করা হচ্ছে। ২০ ফুট প্রস্থের এ খালে পর্যাপ্ত বালু নেই। এ কারণে খালের তীরে সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি ১৪৩২ বাংলা সনের জন্য ৩৯ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা নিয়ে খুঁটাখালী খালটি ইজারা নিয়েছেন হামিদুল হক নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘এ বালু আমরা তুলছি না; পাহাড়ও আমরা কাটছি না। কে করছে, তাও জানি না।’
জেলা প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা যায়, কক্সবাজারের ৫ উপজেলায় ২৭টি বালুমহাল সম্প্রতি ইজারা দেওয়া হয়। এর মধ্যে ৯টি মহাল বনের মধ্যে এবং পাশে উল্লেখ করে ইজারা কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দেয় বন বিভাগ। বন বিভাগের এসব আপত্তি আমলে না নিয়ে ইজারা কার্যক্রম সম্পন্ন করে জেলা প্রশাসন। আপত্তি জানানো বালুমহালের মধ্যে রয়েছে– খুঁটাখালী-১, ধলীরছড়া, পানিরছড়া, বালুখালী-১, দোছড়ি, পালংখালী, হিজলিয়া, ধোয়াংগারচর ও কুমারিয়ারছড়া।
জেলা প্রশাসককে দেওয়া চিঠিতে বলা হয়, ইজারা দেওয়া ৯টি মহাল বনের ভেতর ও পাশে হওয়ায় বনভূমির মাটি, বালু, বন, বন্যপ্রাণীর আবাসস্থল ও জীববৈচিত্র্য তথা সামগ্রিক পরিবেশ ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো.
এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ বলেন, বালুমহালগুলো ইজারা দেওয়ার পর স্থানীয় উপজেলা প্রশাসন নিয়মিত তদারক করে থাকে। এর পরও কেউ ইজারার শর্ত ভাঙলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারভিত্তিক পরিবেশ সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) কক্সবাজারের চেয়ারম্যান মুজিবুল হক বলেন, পর্যাপ্ত বালু না থাকার পরও মহালের নাম দিয়ে ইজারা নেওয়ার আসল উদ্দেশ্য বনের পাহাড় কাটা। তাই বনের ভেতর ও পাশের মহাল ইজারা দেওয়ার আগে বালু আছে কিনা, যাচাই করতে হবে। তা না হলে বন ধ্বংস হয়ে বিরান ভূমিতে পরিণত হবে।
এর আগে ২০২২ সালে চকরিয়ার পাঁচটি বালুমহালের ইজারা বাতিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কৃষিজমি, জলাধার ও টিলা কেটে বালু উত্তোলন বন্ধে এ নির্দেশনা দেওয়া হয়েছিল।
উৎস: Samakal
কীওয়ার্ড: বন ব ভ গ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ইউজিসির সতর্কতা
নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারক চক্র শিক্ষার্থী ভর্তির নামে অবৈধ কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রতারণা এড়াতে এসব প্রলোভনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছে ইউজিসি।
গতকাল রোববার ইউজিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৩ সালে অনুমোদন পাওয়া এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগসহ কোনো প্রশাসনিক কিংবা একাডেমিক কার্যক্রম এখনও শুরু হয়নি। অথচ একটি প্রতারক চক্র https://ngstu.ac নামে একটি ওয়েবসাইট চালু করে সেখানে ভুয়া তথ্য দিয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালানোর চেষ্টা করছে।
এতে আরও জানানো হয়, ইতোমধ্যে ইউজিসির সংশ্লিষ্ট বিভাগ ওয়েবসাইটটি পর্যালোচনা করে দেখতে পেয়েছে, এতে ‘ভিসি’র নামে ভারতের কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থাপনার ছবি।
ইউজিসি জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে। ফলে কেউ যেন বিভ্রান্ত হয়ে কোনোরকম আর্থিক লেনদেন বা ভর্তি-সংক্রান্ত কার্যক্রমে অংশ না নেন, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
একই সঙ্গে জালিয়াতি এড়াতে ইউজিসির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, সরকারি অনুমোদনপ্রাপ্ত নতুন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা যোগাযোগের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য ইউজিসির ওয়েবসাইটে যাচাই করে নেওয়ার জন্য।